খবর... অতঃপর...
জাতীয়
r ইসলামের উদ্দেশ্য রাষ্ট্র গঠন নয়, ইসলামী রাষ্ট্র বলতে কিছুই নেই, মদিনা ইসলামী রাষ্ট্র ছিল না। –আজিজুল বারী হেলাল (খুলনা-৪ বিএনপি)
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ২৪ নভেম্বর ২০২৫
l মহা তাত্ত্বিক। ইসলামের পণ্ডিত বলে তাকে খেতাব দেওয়া উচিত। মনে হচ্ছে, ইসলাম সম্পর্কে পড়ে ডক্টরেট ডিগ্রি হাসিল করে ফেলেছেন। অথচ তার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমদ তো কিছুদিন আগে বললেন, মদীনা সনদে বাংলাদেশ চলবে। জনগণ কার কথা ঠিক মনে করবে?
r মনোনয়ন ঘিরে বিচ্ছিন্ন ঘটনা প্রমাণ করে বিএনপি একটি বড় দল : মির্জা ফখরুল
চ্যানেল-২৪, ২৫ নভেম্বর ২০২৫
l সাথে এটাও প্রমাণ করে যে, বিএনপি একটি উচ্ছৃঙ্খল দল, যার কোনো চেইন অব কমান্ড নেই। এ দলের অনেক নেতার মধ্যে শুধু ‘খাই খাই’ আর ‘পাই পাই’ ভাব।
r আমি হিন্দুও না, মুসলমানও না! –ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির এমপি প্রার্থী
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ২৫ নভেম্বর ২০২৫
l সঙ্গে এটা যোগ করলেও মানানসই হত, আমি মানুষও না।
r বাউলদের ওপর হামলা করছে উগ্র ধর্মান্ধরা : মির্জা ফখরুল
তিনি আরও বলেন, ‘এটা ডেফিনেটলি বাংলাদেশের আবহমান সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি। আমাদের এই বাউলরা দেশের অলি-গলি, মাঠে-ঘাটে, প্রান্তরে গান গেয়ে বেড়ায়। তাদের ওপর হামলা– এটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এটা সঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্যই শোভনীয় নয়।’
ডেইলি স্টার, ২৬ নভেম্বর ২০২৫
l বিএনপি কি বাউলদের চেনে? কয়জন বাউল বিএনপি করে? এদেশে তো বাউল মমতাজদেরকে আওয়ামী লীগের পেছনেই হাঁটতে দেখা গেছে! অযথা না বুঝে কথাবার্তা বলা এবং সঠিক তথ্য ছাড়া মন্তব্য করা একজন বড় নেতার জন্য কখনোই মানানসই নয়।
এদেশে বাউলদের ওপর কি আক্রমণ হয়েছে; বাউলরা আল্লাহ ও রাসূলের ওপর আক্রমণ করেছে। তারা মিথ্যা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে। ধর্ম অবমাননা করেছে। জনগণ সেটার প্রতিবাদ করেছে।
যেসমস্ত গণমাধ্যম বিএনপিকে ধোলাই করেছে, বিএনপির বিরুদ্ধে একাট্টা হয়ে বিগত স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করেছে এবং টিকিয়ে রেখেছে, সে গণমাধ্যমগুলোর ওপরই বিএনপি এবং তার নেতারা আস্থা রাখছে। সেগুলো দ্বারা বিভ্রান্ত হয়ে তারা বক্তব্য দিচ্ছে। এই যদি হয় তাদের চরিত্র এবং তারা যদি এই চরিত্র অব্যাহত রাখে, তাহলে ভোটের সময় জনগণ তাদের দিকে কোন্ দৃষ্টিতে দেখবে, তা তো বুঝতে হবে।
ফখরুল সাহেব এত পাকা বাঙালি হয়ে গেলেন কবে? বাউল গান বা বাউল বাঙালি জাতি সত্তার পরিচায়ক এ কথা তাকে বলেছে কে?
r শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি সোনার গয়না
প্রথম আলো, ২৬ নভেম্বর ২০২৫
l এসব খবরের দ্বারা হাসিনা ও তার পরিবারের দুর্নীতিকে হালকা করেই দেখা হয়। এই ৮৩২ ভরি স্বর্ণ তাদের জন্য কী? হাসিনার ক্ষমতাকালে শোনা যেত, তিনি এক শাড়ি দুদিন পরেন না। তাদের পুরো গোষ্ঠীর নামে জায়গায় জায়গায় প্লট-ফ্ল্যাট কেনার যে কসরত করে গেছেন, তাতে তো সম্পদ যে এর বহুগুণে বেশি, তা তো সহজেই অনুমেয়।
এখন যে তারা পুরো গোষ্ঠী এবং তাদের দলের লোকেরা বিদেশে বাস করছে, তাদের আয়েশী জীবনের খরচ কে বহন করছে? তারা জনগণের যে পরিমাণ টাকা এদেশ থেকে পাচার করেছে তার সামনে ৮৩২ ভরি সোনা কিছুই না।
এই যে এসআলম ও অন্যান্য গোষ্ঠী দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, সেসব নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই আলাপ উঠেছিল। হাসিনা পরিবারের এখানে ভাগ না থাকলে তারাই এসব অর্থপাচারকারী গোষ্ঠীগুলোকে ধরত। এসআলম তো তখনই পাকড়াও হত। আসলে এসবের সামনে ৮৩২ ভরি স্বর্ণ কিছুই না।
r বাংলাদেশের সূর্য উঠেও বিএনপির জন্য, সূর্য অস্তও যায় বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই : রুমিন ফারহানা
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ২৭ নভেম্বর ২০২৫
l হাঁ, বিগত পনেরো-ষোলো বছর তো বিএনপির জন্যই সূর্য উদিত ছিল এদেশে! এসমস্ত নেতা-নেত্রীদের লইয়া বিএনপির কী যে হইবে!
r ভাড়ায় জাহাজ এনে কেটে বিক্রি করলেন ছাত্রদল নেতা
দ্যা ডেইলি ক্যাম্পাস, ২৭ নভেম্বর ২০২৫
l বেচারার ইলেকশনের টাকার অভাব হয়েছিল কি না!
r ইতিহাসের সবচেয়ে বড় জানাযা হবে বেগম খালেদার : নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ১ ডিসেম্বর ২০২৫
l বিএনপি নেতা এখনই তার দলীয় নেত্রীর জানাযা দিয়ে দিতে চান। পেছনে কি অন্য কিছু আছে?
r আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে : কুমিল্লা ৫ আসনের বিএনপি প্রার্থী জসিম
আমার দেশ, ৪ ডিসেম্বর ২০২৫
l আল্লাহকে নিয়ে টানাটানি কেন? তিনি কী করেন? তার চরিত্র কেমন? ক্ষমতায় গেলে কী করবেন? সেগুলো তিনি বলবেন। ভোটের সময় এলে তাদের মুখে একেবারে ধর্মের নামে মধু লেগে যায়। ক্ষমতায় গেলে তখন আর ধর্মের জন্য কিছু করতে, ধর্মবিরোধী কাজকর্ম বন্ধ করতে তাদের খুঁজে পাওয়া যায় না। এই দ্বিচারিতা আর কত দিন চলবে?
r বিএনপি-আ.লীগ ভাগাভাগি করে কাটছে পাহাড়
যুগান্তর, ৪ ডিসেম্বর ২০২৫
l একেই বলে, ... মাসতুতো ভাই।
r ইউনূসকে তাড়াতে হলে বিএনপি-আওয়ামী লীগ মিলেই তাড়াতে হবে : সজিব ওয়াজেদ জয়ের বরাতে এক আওয়ামী লীগ নেতা
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ৪ ডিসেম্বর ২০২৫
l জয়রা বাঁচার জন্য বিএনপি আর তারেক কেন, আরও অনেকের পায়েই পড়তে রাজি থাকবে এখন।
r আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি : প্রেস সচিব
ঢাকাপ্রকাশ, ৫ ডিসেম্বর ২০২৫
l অথচ এই জাতীয় পার্টিই স্বঘোষিত গৃহপালিত বিরোধী দল হয়ে বিগত স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছর ক্ষমতায় থেকেও কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে ক্লিনচিট দিয়ে দেওয়া হচ্ছে।
r পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল
ওসি শহিদুলের মাদকসংশ্লিষ্টতা পুলিশের তদন্তে উঠে এসেছে।
৮ হাজার ইয়াবা বড়িসহ পুলিশের এসআই মিজানুর গ্রেপ্তার।
কনস্টেবল মহিবুর গ্রেপ্তার ১০ হাজার ইয়াবাসহ।
প্রথম আলো, ৬ ডিসেম্বর ২০২৫
l সে আর বলতে। সমস্যা হচ্ছে তারা যে ধরাছোঁয়ার বাইরে!
r শাপলা চত্বরে রাতে কোনো ‘গণহত্যা’ হয়নি : বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা
চ্যানেল আই, ৬ ডিসেম্বর ২০২৫
l এটা তো সেই বিবিসি, যারা শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বানিয়েছিল। এ অঞ্চলের এক নম্বর ব্যক্তি বানিয়েছিল। যারা জয়ের মতো লোকের কাছে মাফ চেয়েছিল। তাদের জন্য এধরনের কথা বলা তো খুব স্বাভাবিক বিষয়।
r ১৫টি মন্দিরে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দিলেন শায়খে চরমোনাই
বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যম, ৮ ডিসেম্বর ২০২৫
l যতই মন্দিরপ্রীতি দেখানো হোক মন্দিরওয়ালারা কখনো উনাদের ভোট দেবেন না। সুতরাং মন্দিরওয়ালাদের ভোটের আশা না করাই শ্রেয়। ইসলামের নামে রাজনীতি করা লোকদের থেকে জনগণ আরও কত কী দেখতে পাবে!
r দেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে : তারেক রহমান
বিএনপিবিডি.কম, ৯ ডিসেম্বর ২০২৫
l তা তো জনগণ দেখে আসছে। এখনো দেখতে পাচ্ছে।
r ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে’র নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয় মন্ত্রণালয়’ করা হয়ছে : প্রধান উপদেষ্টা
একাত্তর টিভি, ৯ ডিসেম্বর ২০২৫
l বিতর্কিত সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতি সরকারের আস্থার প্রতিফলন। যে বিতর্কিত কমিশনের সুপারিশগুলো এদেশের সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে।১
r রোকেয়ার চেতনায় নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রথম আলো, ৯ ডিসেম্বর ২০২৫
l ক্ষমতার উচ্চাসনে বসা লোকেরা যেদিন যার কথা বলেন তার চেতনায় এগিয়ে আসতে চান। ১২ রবিউল আওয়ালে বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন। রামকৃষ্ণের পালা এলে তার চেতনার কথা চলে আসে। যিশুখ্রিস্টের তারিখে তার কথা মনে পড়ে। এসব কি আসলেই ভক্তি, না শুধুই লৌকিকতা?
r হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা : লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের দলের মনোনীত প্রার্থী রুহুল আমিন
যুগান্তর, ১০ ডিসেম্বর ২০২৫
l এ দলটির বড় বড় নেতারা তো পশ্চিমাদের খুশি করতে মহাব্যস্ত। তৃণমূলে নির্বাচনের প্রার্থীরা যতভাবে এদেশের ধর্মপ্রাণ মানুষের মন-দিল বিগলিত করে ভোট নিতে পারে, সে কাজে ব্যস্ত। সেটা করতে গিয়ে ধর্মকে বিকৃত করতে, ধর্মের নামে তাদের নিজস্ব কথাবার্তা চালিয়ে দিতে কোনো প্রকারের কমতি করছে না। এটা শুধু একজনের কথা না; বিভিন্ন অঞ্চলে বিভিন্নজন এ ধরনের কথা বলে যাচ্ছে। দলটির চিন্তা করা উচিত, তারা ক্ষমতাপ্রত্যাশী হয়ে ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে ধর্ম নিয়ে তামাশায় মেতে উঠেছে, তা তাদের জন্য শেষ পর্যন্ত কী ফলাফল বয়ে আনে?
r খালেদা জিয়ার অসুস্থতায় হাসিনার উদ্বেগ প্রকাশ
টিডিসি, ১০ ডিসেম্বর ২০২৫
l কেন? তিনি ক্ষমতায় থাকাকালে না প্রকাশ্যে বলেছেন, ‘এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির উপরে। মৃত্যুর সময় হয়ে গেছে এত কান্নাকাটি করে তো লাভ নাই।’ সে কথা কি তিনি আর এদেশের জনগণ ভুলে গেছে?
r সরকার সমর্থক বা বিরোধী, কাউকেই ভয়ে বাঁচতে হবে না, প্রতিশ্রুতি দিচ্ছি : তারেক রহমান
বাহান্ন নিউজ, ১০ ডিসেম্বর ২০২৫
l আগে ক্ষমতায় যান। এরপর নিজেদের লোকদের এবং প্রশাসনের বিভিন্ন স্তরের লোক যারা জনগণের ওপর ছড়ি ঘুরায় তাদের নিয়ন্ত্রণ করে দেখান। বড় নেতাদের উচিত, কথা কম কাজ বেশি করা।
r আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম : চাঁপাইনবাবগঞ্জ বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম
আমার দেশ, ১০ ডিসেম্বর ২০২৫
l অতি ভালো বটে! নিজের চরিত্র আগেই জনগণের কাছে পরিষ্কার করে দিচ্ছেন।
r সাংবাদিক আনিস আলমগীর গ্রেফতার, আসকের (আইন ও সালিশ কেন্দ্র) নিন্দা
প্রথম আলো, ১৫ ডিসেম্বর ২০২৫
l সাংবাদিকরা সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা করবে এটা তো স্বাভাবিক। কিন্তু চিহ্নিত ব্যক্তিবর্গ, যারা শুধু স্বৈরাচারের সময়ে তাদের দোসর ও দালালের ভূমিকা পালন করেনি; বরং পরবর্তী সময়েও একপেশে ও বাস্তবতা বিবর্জিত সাংবাদিকতা করে গেছে, তাদের কোনো কুকর্মের জন্যও কি তাদেরকে আইনের আওতায় আনা যাবে না। সাংবাদিক মানেই কি সে আইনের ঊর্ধ্বে। সে যাচ্ছেতাই করার বা লেখার অধিকার রাখে? আরেকটি কথা, বিগত ফ্যাসিবাদের আমলে মাহমুদুর রহমানসহ হক কথা বলা আরও বিভিন্ন সংবাদকর্মী ও গণমাাধ্যমের ওপর যে জুলুমের স্টিম রোলার চলেছিল তখন এ নিন্দাকারীরা কোথায় ছিলেন?
r লাশের বদলে লাশের রাজনীতির তো কথা ছিল না
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের জবাবে প্রথম আলোর মন্তব্য কলাম
প্রথম আলো, ১৭ ডিসেম্বর ২০২৫
l বাহ্যত ঠিক কথা। লাশের মোকাবেলায় তো আর লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া ঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপদেশদানকারীরা প্রথম লাশ পড়ার পর কেমন ভূমিকা রাখেন? লাশ ফেলা গোষ্ঠীগুলোর সম্পর্কে তাদের প্রতিবেদন কেমন হয়? আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো সমাধান নয়। কিন্তু প্রথম লাশটি পড়া ঠেকাবে কে? সেটির নিঃশর্ত নিন্দা করা এবং লাশ ফেলা গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ানো কি আবশ্যক নয়? মতামত প্রতিবেদন লেখা পত্রিকাটি সে দায়িত্ব কি পালন করেছে?
আরেকটি কথা, লাশের বদলে লাশ এটার অর্থ যদি হয়, লাশ ফেলা লোকদের আইনানুগ বিচারের মাধ্যমে লাশ ফেলা (মৃত্যুদণ্ড নিশ্চিত করা) হবে, তাহলে কি সেটি ভুল দাবি? এহেন মতলবি একতরফা প্রতিবেদন ও কলামের মাধ্যমে নিজেদের জাত পরিচয় অবশ্য ভালোভাবে ফুটিয়ে তোলা যায়।
r প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ
প্রথম আলো, ২২ ডিসেম্বর ২০২৫
l হামলা-লুটপাটের প্রতিবাদ ও নিন্দা করা তো বিবেকবান মানুষের জন্য প্রয়োজন। আমরা আগেও বলেছি, হামলা-লুটপাট করে আইন হাতে তুলে নিয়ে কাজের কাজ হয় না। কিন্তু যে ব্যক্তিত্বরা এখন দলে দলে গিয়ে প্রথম আলো-ডেইলি স্টারে সববেদনা জানাচ্ছেন, একাত্মতা প্রকাশ করছেন, তার কি বিগত আমলে যখন বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দেওয়া হয় তখন এমন কোনো প্রতিবাদ সভা বা মিছিল মিটিং করেছিলেন? এবার তো দুটি পত্রিকার ওপর হামলা হয়েছে। তখন তো বন্ধই করে দেওয়া হয়েছিল বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেল। একটি মানবাধিকার সংস্থা শাপলা চত্ত্বরের হতাহতের বিষয়ে কিছুটা ইতিবাচক প্রতিবেদন প্রকাশের পর তাদের ওপর যে জুলুম ও চাপ তৈরি করা হয়েছিল, তখন কারা কারা এর প্রতিবাদে নেমেছিলেন?
এখন যে পত্রিকাটির পক্ষে তারা নিন্দা করেছেন সেটি তো শাপলা হত্যাকাণ্ডের পরের দিন গাছ কাটা নিয়ে কান্নাকাটি করেছিল। হাজার হাজার বনী আদমের হতাহতের দৃশ্য তাদের নজরে আসেনি। তাই এই ধরনের এক চোখা প্রতিবাদকারী ও নিন্দাকারীরা এদেশে ইনসাফবাদী নীরব লোকদের কাছে চিহ্নিত হয়েই রয়েছেন এবং চিহ্নিত হয়ে থাকবেনও। সাধারণ মানুষ নীরিহ হওয়ার কারণে প্রভাবশালী মতলবীদের হয়তো কিছু বলতে পারে না, তাই বলে তারা কিছু বুঝে না– এমনটি ভাবা উচিত নয়। আর সময়ও সর্বদা এক তালে চলে না।
প্রতিবেশী রাষ্ট্র
r মার্কিন ভিসা না পেয়ে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা
ঢাকা পোস্ট, ২৪ নভেম্বর ২০২৫
l ভারতীয়দের অতি আমেরিকাপ্রীতির খেসারত বলতে হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদি ও তার ভক্তরা মনে করেছিল, ট্রাম্প এল আর তাদের জন্য স্বর্গের রাস্তা খুলে গেল। কিন্তু ট্রাম্প আসার পর উল্টো তাদের কপাল পুড়ল। ভারতীয়রা আমেরিকায় কোণঠাসা হতে থাকল। এখন ভিসা বাতিলের কারণে তারা প্রাণও দিয়ে দিচ্ছে। হায়রে স্বপ্নের আমেরিকা!
r বিজয় দিবসে মোদি ও রাহুলের পোস্ট, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে অনুপস্থিত বাংলাদেশের নাম
মহান বিজয় দিবসে ভারতের শীর্ষ দুই রাজনৈতিক নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আলাদা আলাদা বার্তায় ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করলেও, কোথাও বাংলাদেশের নাম বা স্বাধীনতার মূল প্রেক্ষাপট উঠে আসেনি।
বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, “বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল।” তিনি আরও বলেন, “তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা ভারতের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং এই বীরত্ব প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।” পুরো বার্তায় একবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি তিনি।
একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ১৯৭১ সালের যুদ্ধ প্রসঙ্গে কথা বলেন। তিনি লেখেন, “বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের যুদ্ধে ভারতের সীমান্ত রক্ষার সময় বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্পের মাধ্যমে ইতিহাস গড়েছিলেন।” তাঁর বক্তব্যেও যুদ্ধটি কোথায় বা কার সঙ্গে হয়েছিল, সে বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
দৈনিক ইত্তেফাক, ১৬ ডিসেম্বর ২০২৫
l এটি নতুন কিছু নয়। ভারত বরাবরই যে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খাটো করে দেখে, এদেশকে তাদের করুণার পাত্র এবং কোনো কোনো সময় প্রদেশের মতো মনে করে, তার বহু প্রমাণ আগেও তারা রেখেছে। এজন্যই মেজর আব্দুল জলিলসহ মুক্তি যুদ্ধের কয়েকজন সেক্টর কমান্ডারই বিগত দিনে ভারতের এহেন আচরণের কঠোর প্রতিবাদ করে গেছেন। ভারতের এ ধরনের বক্তব্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে বারবার বিতর্কিত ও খাটো করা হচ্ছে– তাতে তো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে, এ দেশে বর্তমানে রাষ্ট্রীয় সুবিধা গ্রহণকারী মুক্তিযোদ্ধাদের কতজন এগুলোর প্রতিবাদে সোচ্চার হয়েছেন? এবং কয়টি গণমাধ্যম এসবের প্রতিবাদ প্রচার করেছে।
r নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলা নিয়ে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
এক নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর বর্ষীয়ান নেতা নীতীশ কুমার।
এই বিতর্কের সূত্রপাত সোমবার। ওইদিন একটি অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত ‘আয়ুষ’ (বিকল্প চিকিৎসা পদ্ধতি এওয়াইইউএসএইচ) চিকিৎসকের হিজাব টেনে নামান, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হিজাব পরিহিত নবনিযুক্ত ওই চিকিৎসক তার নিয়োগপত্র নিতে এসেছিলেন।
বিবিসি, ১৬ ডিসেম্বর ২০২৫
l এটি হল মোদির ভারতের আসল চেহারা। ক্ষমতাসীন বিজেপি জোটের অন্যতম শরীক একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এহেন আচরণ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হওয়ার দাবিদার ভারতে সংখ্যালঘুদের করুন অবস্থাই ফুটিয়ে তোলে। যত দিন যাচ্ছে ততই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী নিরীহ মুসলমানদের ওপর অত্যাচার ও জুলুমের মাত্রা আরও বাড়াচ্ছে। সংখ্যালঘুদের সাংবিধানিক ও মানবিক অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও এদেশের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার লেবাসধারী মিডিয়াগুলো এ খবরটি কি প্রচার করছে? এখান থেকেই বোঝা যায়, এরা আসলে কার হয়ে কাজ করে!? তবে এহেন কঠিন পরিস্থিতিতে বাস করেও ইে মুসলিম ভদ্র মহিলা আত্মমর্যাদার বড় পরিচয় দিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়োগপত্র পেলেও চাকুরিতে যোগদান করেননি। এভাবেই চাপেটাঘাত করেছেন তিনি নীতিশ কুমারকে।
গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান
টীকা.
১. নারী বিষয়ক সংস্কার কমিশনের স্বরূপ জানতে মাসিক আলকাউসারের বিগত দুই সংখ্যায় (নভেম্বর ও ডিসেম্বর ২৫) প্রকাশিত ‘মুসলিম সমাজকে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় পশ্চিমাকরণের স্থায়ী বন্দোবস্ত’ শীর্ষক প্রবন্ধটি পড়া যেতে পারে।