জুমাদাল উলা ১৪৪৭   ||   নভেম্বর ২০২৫

খবর... অতঃপর...

r রাকসু নিয়ে উপাচার্য

তোমরা হাতাহাতি করবা আর ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আন্দোলনে ছাত্রদল, সাবেক সমন্বয়ক ছাত্রশিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব তিনি বলেন, ‘তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে মামার বাড়ির আবদার

তিনি আরও বলেন, ‘যদি ছাত্রসুলভ আচরণ, নিয়মকানুনের ভেতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছ তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নকীব দেব নাকি তোমাদের? ছাত্রদের দায়িত্ব নিতে হবে

প্রথম আলো, সেপ্টেম্বর ২০২৫

l প্রথম বর্ষে যারা আছে তারাও ছাত্র তারাও ভোটাধিকার পাওয়ার যোগ্য তবে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের আগেই ভদ্র শালীন হয়ে আসা উচিত তাদের পরস্পরে মারামারি হাতাহাতি কোনোক্রমেই কাঙ্ক্ষিত হতে পারে না ভিসি সাহেব হয়তো এজন্যই নারাজি প্রকাশ করেছেন

 

r ক্ষমতায় টিকে থাকতে ভারতকে ৯০০ একর জমি বিনামূল্যে দেন হাসিনা

জনকণ্ঠ, সেপ্টেম্বর ২০২৫

l ৯০০ একর জমি কেন? হাসিনাকে যদি বলা হত পুরো দেশটা দিয়ে দাও, তোমাকে ওই অঞ্চলের গভর্নর বানিয়ে দেব, তাহলে হাসিনা হয়তো পুরো দেশটাই দিয়ে দিতেন এতেও তিনি অসম্মত হতেন না

 

r নারীর অবৈতনিক শ্রমের মূল্য লাখ ৭০ হাজার কোটি টাকা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক জরিপে তথ্য ওঠে এসেছে

নয়া দিগন্ত, সেপ্টেম্বর ২০২৫

l একদিক থেকে তো এগুলো বলা হচ্ছে অন্যদিকে প্রচার করা হচ্ছে, নারী যদি ঘর থেকে বের না হয়, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাইরে কাজ না করে, তাহলে দেশ অগ্রসর হবে না এটা চরম স্ববিরোধিতা কারণ নারীর ঘরোয়া কাজগুলোকেই স্বীকৃতি দেওয়া হলে দেখা যাবে, তারা তাদের কাজ করছে তারাও দেশের উন্নয়নে অবদান রাখছে সংসারের উন্নয়নে অবদান রাখছে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী অবদান রাখছে এটা মানা সত্ত্বেও যদি নারীকে বাইরের কাজের কথা বলা হয়, তাহলে তো নারীর ওপর দ্বিগুণ কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বর্তমান পৃথিবীতে যারা নারীর অধিকারের কথা বলে, নারীবাদের পথে হাঁটে, তারা কিন্তু এমন বিপরীতমুখী অবস্থানই অবলম্বন করে থাকে

 

r শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ করেছে এনবিআর, দুটি হিসাবে মিলেছে ৫৬ লাখ টাকা

প্রথম আলো, ১০ সেপ্টেম্বর ২০২৫

l এগুলো প্রচার করে কী বোঝানো হচ্ছে? হাসিনা কি এদেশের শুধু লাখ লাখ টাকা লোপাট করেছে? লক্ষ কোটি টাকা উদ্ধার কারা হোক পাচার করা টাকা ফিরিয়ে আনা হোক এখন যে হাসিনা তার দোসররা ভারতে বসবাস করছে এবং রাজকীয় জীবন যাপন করছে, তারা কি চাকরি করছে? তাদেরকে টাকা দিচ্ছে কে? সরকার কি ওসবের তথ্য নিতে পারে না?

BNP-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার

তিনি মনে করেন ইতিহাস ভূগোল, দুদিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশের চলে না তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের থেকে পৃথক হবে আওয়ামী লীগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি জামায়াতে ইসলামিকে এক বন্ধনীতে দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন আশ্বাস দেন, বিএনপি আর কখনও জামায়াতকে মাথায় উঠতে দেবে না তিনি বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির ঢাকার গুলশানে দলের দপ্তরে সম্প্রতি তাঁর মুখোমুখি অনমিত্র চট্টোপাধ্যায়

এই সময় (অনলাইন), ২২ সেপ্টেম্বর ২০২৫

l কারণ তো স্পষ্ট, বিএনপি নিজেকে যতই ভারতভক্ত বলে জাহির করতে চাক, ভারতের বন্ধু এক দলই; সেটা হচ্ছে আওয়ামী লীগ সুতরাং বিএনপিকে বুঝতে হবে, ‘ আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা পর্যন্তই প্রতিবেশী রাষ্ট্রটি তাদেরকে অথবা অন্য যে দল স্বার্থ রক্ষা করবে তাদেরকে সঙ্গ দেবে কিন্তু কখনো তা আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ হবে না

 

r ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. নির্জন তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম এতে এই ছাত্রদল নেতা মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থির মধ্যে নির্জন পান এক ভোট এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন নির্বাচনে মোট ভোটার ছিল হাজার ৭৬১ জন

আমার দেশ, ২৬ সেপ্টেম্বর ২০২৫

l বিশ্ববিদ্যালয়ের মালিক তো বিএনপিপন্থি বলে পরিচিত ছিলেন কারণে গত সরকারের আমলে হেনস্তারও শিকার হয়েছিলেন সেখানেই বিএনপির সহযোগী সংগঠনের এই অবস্থা!

 

r জনতা ব্যাংকে ছয় মাসে আদায় মাত্র কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক খেলাপি ঋণের বোঝায় জর্জরিত চলতি বছরের জুন শেষে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এর মধ্যে শুধু শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছেই আটকে আছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা এসব গ্রাহকের কাছ থেকে অর্থ আদায় করতে প্রায় ব্যর্থই ব্যাংকটি বছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছে মাত্র কোটি টাকা আদায়ের দুর্বল পরিস্থিতির কারণে ব্যাংকটি মারাত্মক তারল্য সংকটে রয়েছে জনতা ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে

আমার দেশ, ২৬ সেপ্টেম্বর ২০২৫

l বিগত লুটেরা সরকার যে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে গেছে, ব্যাংকগুলোতে জমা থাকা দেশের জনগণের কষ্টার্জিত সম্পদের বড় অংশ খেয়ে গেছে তা তো খালি বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেই আলোচনায় আসছে সরকারি ব্যাংকগুলো যেহেতু সরাসরি সরকারের তত্ত্বাবধানে সরকারের অর্থায়নে পরিচালিত হয়, তাই সেগুলোর দুর্দশা নিয়ে মাতামাতি হয় কম

 

r তারেক রহমানকে যে মানে না, সে তার বাপকেও মানে না : হাবিব

যুগান্তর, ২৭ সেপ্টেম্বর ২০২৫

l হাবিব হলেন সাবেক আওয়ামী লীগার বর্তমানে বিএনপি নেতা তিনিই হয়তো আগে বলতেন, যে হাসিনাকে মানে না, সে তার মাকে মানে না আসলে মা-বাবা নিয়ে কথা নয় তাদের মনের কথা হচ্ছে, যে নিজের পেট, গদি মতলব নিয়ে চলে না, সে আসলে রাজনীতিই করে না

 

r নিউ ইয়র্কে অনুষ্ঠানে মির্জা ফখরুল

. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

আমার দেশ, ২৮ সেপ্টেম্বর ২০২৫

l এটা হয়তো অল্প কিছুদিন থেকে দেখতে পাচ্ছেন যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কথাবার্তা চিন্তাধারা তাদের সাথে মিলে যাচ্ছে, তখন থেকে বিএনপি নেতাদের ইউনূস সাহেবের প্রতি ভক্তি-শ্রদ্ধাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে

 

r ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো, ২৯ সেপ্টেম্বর ২০২৫

l দুইটা শব্দকে আর আলাদা করে বলার কী আছে? দুটো তো একই সূত্রে গাঁথা প্রতিবেশী রাষ্ট্রটি আমাদের পাহাড়ি অঞ্চলে যুগ যুগ থেকে যে অস্থিরতা সন্ত্রাসবাদ টিকিয়ে রেখেছে, তা তো সবারই জানা যদি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে অঞ্চলে সশস্ত্র বাহিনী মোতায়েন না করতেন, তাহলে হয়তো পাহাড়ি জেলাগুলো এতদিনে বাংলাদেশে থাকত না

 

r দেবী দুর্গার বাণী শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের বাণী নয় দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ রুহুল কবির রিজভী

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অক্টোবর ২০২৫

l রেজভির মতো নেতারা এমনই ধর্ম নিয়ে পড়াশোনা যাই থাক, ক্ষমতার প্রয়োজনে তারা নিজেদেরকে সময়ে সময়ে ভিন্ন ভিন্ন ধর্মের ভক্ত বলে প্রচার করতে দ্বিধা করেন না যদিও যাদের সামনে এসব বলেন, তারা ধরনের ভণ্ডামি ভাঁওতাবাজি বুঝতে ভুল করেন না গত আমলে সরকার প্রধান বলতেন, ‘মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন, এবার ফসল বেশি হবেরেজভিরা হয়তো তাকেও টেক্কা দিতে চাইছেন

সংখ্যালঘুদের অধিকার, তাদের নিজস্ব পরিসরে ধর্মচর্চায় নিরাপত্তা দেওয়া তো বৈধ অধিকার কিন্তু সেসব না বলে নিজেকে ভিনধর্মের ভক্ত বলে জাহির করা কীসের আওতায় পড়ে? মূর্খতা, না ভণ্ডামি?

 

r সড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার

প্রথম আলো, ০৪ অক্টোবর ২০২৫

l অর্থাৎ রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা অধিক ক্ষমতাবান, নাকি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের অধিক নমনীয়তা নিস্ক্রিয়তা?!

 

r বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা

বাসস, ০৪ অক্টোবর ২০২৫

l ক্ষুদ্র ঋণব্যবস্থাপনা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার পর এখন . ইউনূস সাহেব ধর্মীয় বিষয়ে বক্তব্য রাখছেন ক্ষমতার মসনদটাই এমন, সেখানে বসলে এভাবেই একেক দিন একেক রকম কথা বলতে হয়

 

r ৩২৫ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি

কাঠামোগত ইসলামবিদ্বেষই কুরআন অবমাননার জন্ম দিয়েছে

আমার দেশ, অক্টোবর ২০২৫

l শত ভাগ সত্য কথা এদেশের একশ্রেণির শিক্ষক নামের ইসলামবিদ্বেষী ভিনদেশি দালালেরা এবং বিজাতীয় সভ্যতা সংস্কৃতি এদেশে চাপিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া মিডিয়াগুলোর অব্যাহত প্রত্যক্ষ্য পরোক্ষ ইসলামবিদ্বেষই ধরনের উগ্র মানসিকতার দুঃসাহস তৈরি করেছে

 

r হাসিনা সৌদির টাকায় মসজিদ তৈরি করেছে, বিএনপি ক্ষমতায় গেলে মডেল মন্দির তৈরি করা হবে

বার্তা বাজার, ১১ অক্টোবর ২০২৫

l বিএনপি-জামাতসহ বিভিন্ন দল যতই হিন্দুভক্তি প্রদর্শন করুক, মনে রাখতে হবে, একটি সম্প্রদায়ের ভোট কিন্তু বরাবরই নির্ধারিত প্রতীকেই যায় সুতরাং অযথা এসব কসরত কাজে দেবে না শুধু হাস্যরসেরই কারণ হবে

 

r দল ক্ষমতায় না গেলে কিছুই পাবেন না গত বছর ছোটখাটো চাঁদাবাজি যা হইছে, তা আমি হইতে দিছি কেন হইতে দিছি? কারণ গত ১৭ বছর ধরে আমার নেতাকর্মীরা কিছুই খায় নাই! বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ১২ অক্টোবর ২০২৫

l সারা দেশে এধরনের লক্ষ ভুখা বিএনপি কর্মীদের খাবার জোগাতেই তো এখন জনগণের নাভিশ্বাস উঠছে

 

rউপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে’, নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে আলোচনা

প্রথম আলো, অক্টোবর ২০২৫

সেফ এক্সিট কারা চাইছেন, শিগগিরই তালিকা প্রকাশ করবে এনসিপি

বার্তা বাজার, ১৪ অক্টোবর ২০২৫

এক্সিটখুঁজছি না, বাকি জীবন দেশেই কাটাব : রিজওয়ানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, অক্টোবর ২০২৫

উপদেষ্টাদেরসেইফ এক্সিটদরকার নাই : আসিফ নজরুল

একটা ভয়াবহ, অসুস্থ, আত্মবিধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকে আমাদের সেইফ এক্সিট প্রয়োজন আছে,’ বলেন তিনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ১১ অক্টোবর ২০২৫

আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, এদেশেই থাকবো : ধর্ম উপদেষ্টা

ঢাকা পোস্ট, ১৩ অক্টোবর ২০২৫

আমার ছেলেমেয়ে দেশে, আমি একাসেফ এক্সিটনিয়ে কী করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো, ১২ অক্টোবর ২০২৫

l জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কথা অতটা গুরুত্ব পেত না; যদি না তার বক্তব্যের পর বিভিন্ন উপদেষ্টা নিয়ে মন্তব্য শুরু না করতেন, নিজেদের সাফাই না গাইতেন এখন মানুষ ঠিকই ঠাওর করছে, আসলেদাল মে কুচ কালা হ্যায় যে লক্ষ্য উদ্দেশ্যে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বসানো হয়েছিল, তাদের অনেকেই সে পথে হেঁটেছেন বলে সাধারণ জনগণ মনে করছেন না; বরং উল্টো অনেকের ক্ষেত্রে মানুষের ধারণা হচ্ছে, কিছু কিছু উপদেষ্টা পতিত ফ্যাসিবাদী তাদের দোসরদের রক্ষায় মরিয়া হয়ে কাজ করেছেন এবং করে যাচ্ছেন সে কারণেই হয়তো ওই দোসররা তাদেরকে রক্ষায় মিডিয়া প্রচারণা চালাচ্ছে /১১ সরকারে মূল হোতারা সেই যে দেশ থেকে বের হয়েছেন আর কিন্তু ফিরতে পারেননি সে দৃষ্টিতেও এনসিপি নেতাদের কথা সাধারণ মানুষের কাছে গুরুত্ব পাচ্ছে

 

r লালনমেলায় ভক্তদের গাঁজা সেবনের অনুমতি চাওয়ায় আইনজীবিকে এক হাত নিলেন ডিসি

আমাদের সময় ডটকম, ১৫ অক্টোবর ২০২৫

l লালন মেলা এবং গাঁজাভক্ত গাঁজাপন্থি (ফিলিস্তিনের গাজা নয়) শুধু লালনের আস্তানার ফকিররাই নয়, বরং এদেশের প্রভাবশালী অনেক মিডিয়া সুশীল সমাজের লোকেরাও লালন আস্তানার ভণ্ডামি নিয়ে কোনো কথা উঠলেই একসাথে চেঁচিয়ে ওঠে

 

r ফতুল্লায় ময়লার স্তূপে পাওয়া চার হাজার এনআইডি গাজীপুরের

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার স্তূপ থেকে প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র-এনআইডি উদ্ধার করা হয়েছে; যেগুলো গাজীপুরের বাসিন্দাদের বলে জানিয়েছে নির্বাচন কমিশন

রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশ থেকে বিপুল পরিচয়পত্র পাওয়ার ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানান ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম

সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এনআইডি কার্ড পাওয়ার ঘটনার কারণ উদ্ঘাটনের পাশাপাশি নির্বাচন কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

বিডি নিউজ ২৪ ডটকম, ১৫ অক্টোবর ২০২৫

l বর্তমান সময়ে এনআইডি নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি ডকুমেন্ট এর আগেও রাষ্ট্রীয় কর্মচারীরা এগুলো নিয়ে ছিনিমিনি খেলেছে বিভিন্ন সময় সার্ভার হ্যাক্ড হয়ে লক্ষ লক্ষ মানুষের ডাটা বেহাত হয়েছে এখন আবার এগুলোর হার্ডকপি ডাস্টবিনে পাওয়া যাচ্ছে তাও এক জেলারগুলো অন্য জেলায় - যদি হয় রাষ্ট্রীয় কর্মচারী-কর্মকর্তাদের দায়িত্ববোধ কাজের মান, তাহলে সে দেশের জনগণের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়!

 

প্রতিবেশী রাষ্ট্র

rআপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান’, মোদিকে ওয়াইসির খোঁচা

ভারতীয় লোক সভার সদস্য আসাদুদ্দীন ওয়াইসি বলেন, মোদীজি বলেন বিহারে বাংলাদেশি আছে কিন্তু বাস্তবতা হলো বিহার বা সীমান্ত অঞ্চলে কোনও বাংলাদেশি নেই বরং আপনার বাংলাদেশি বোন দিল্লিতে রয়েছেন আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান সম্প্রতি এক নির্বাচনী সমাবেশে মোদীর কথার জবাবে তিনি কথা বলেন

আমার দেশ, ২৬ সেপ্টেম্বর ২০২৫

l পরামর্শটি তো ভালো তবে মোদি তাকে বোন মনে করেন, না অন্য কিছু? বোন মনে করে নিজ আশ্রয়ে রাখছেন, না অন্য কিছু!

 

r ইসরাইল আরএসএস যমজ ভাই, আর মোদি হলো ট্রাম্পের চাকর : কেরালার মুখ্যমন্ত্রী

ইনসাফ, অক্টোবর, ২০২৫

l মোদির দেশে বসে সত্যবচন!

 

r ভারত বলেছে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা লাগবে

আমার দেশ, অক্টোবর ২০২৫

l কোন্ ধরনের বৈধতা? ২০১৪, ২০১৮, ২০২৪-এর নির্বাচনগুলোকে যেভাবে ভারত নিজে বৈধতা দিয়েছিল সে ধরনের?!

 

আন্তর্জাতিক

r লন্ডনে চ্যাটজিপিটি থেকে নেওয়া ভুয়া মামলা উদ্ধৃত করায় তদন্তের মুখে বাংলাদেশি আইনজীবী

বাংলাদেশি বংশোদ্ভূত একজন আইনজীবী কৃত্রিম বুদ্ধিমত্তার টুল চ্যাটজিপিটি থেকে নেওয়া ভুয়া মামলা উদ্ধৃত করে অপেশাদার আচরণ করেছেন বলে রায় দিয়েছেন লন্ডনের আপার ট্রাইব্যুনাল (ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম চেম্বার) ব্যারিস্টার মুহাম্মদ মুজিবুর রহমানের বিরুদ্ধে তদন্ত করার জন্য বিষয়টি বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠিয়েছেন আদালত

মামলাটি যুক্তরাজ্যে প্রথম বড় কোনো উদাহরণ, যেখানে একজন আইনজীবী চ্যাটজিপিটি ব্যবহার করে তৈরি করা ভুয়া রায় আদালতে ব্যবহার করেছেন ফলে এটি পুরো আইন পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঝুঁকি নৈতিকতা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে

প্রথম আলো, ২২ সেপ্টেম্বর ২০২৫

l এটি তো মাত্র শুরু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আরও কত তেলেসমাতি দেখাবে তা জনার জন্য শুধু সময়ের অপেক্ষা

ধর্মীয় ব্যক্তিরা বলছেন, এআই কুরআনের আয়াতও বানিয়ে বলে হাদীস কিতাবের রেফারেন্স মনগড়া পৃষ্ঠা নম্বর ভলিয়ম নম্বর দিয়ে বানিয়ে পেশ করে সেগুলোতে অনেকে কর্ণপাত করেননি অনেকে ভেবেছেন, জাগতিক বিষয়ে তো এআই থেকে ভালোই সুবিধা পাওয়া যায়; কিন্তু অনেকগুলো ভালোর ভেতরেই বিষফোঁড়া ঢুকিয়ে দেওয়া হয় আর এআই-এর হর্তাকর্তারা তো এটাকেলাইক গড পাওয়ারবলতেও দ্বিধা করেন না! পৃথিবী এখন এমন এক যুগে প্রবেশ করেছে, যেখানে শুধু কৃত্রিমতা মিথ্যার জয়জয়কার কিন্তু সবসময় তো আর পার পাওয়া যায় না কখনো কখনো হাতেনাতেও ধরা পড়ে যেতে হয়

 

r গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে বললেন আব্বাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধরত স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তার মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি আহ্বান জানান

আব্বাস বলেন, ‘হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকদের কাছে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী

যুগান্তর, ২৩ সেপ্টেম্বর ২০২৫

l গাজাবাসীকে নিয়ে আব্বাসের কি কথা বলার অধিকার আছে? শুধু গাজায় নয়, বরং পুরো ফিলিস্তিন অঞ্চলে মাহমুদ আব্বাস হলেন একসময়ের আফগানিস্তানের হামিদ কারজাইদের মতো যাদের পদবি থাকলেও দেশের জনগণের কাছে কোনো সমর্থন বা মূল্য নেই

 

r প্রকাশ্যে নিন্দা করলেও অনেক নেতাই গোপনে আমাদের ধন্যবাদ দেন : জাতিসংঘে নেতানিয়াহু

প্রথম আলো, ২৬ সেপ্টেম্বর ২০২৫

l তাতে আর সন্দেহের কী আছে নেতানিয়াহু মার্কা আরও লোকজন যদি পৃথিবীতে না থাকত, তাহলে তো তিনি আর একা টিকে থাকতে পারতেন না আরবের অনেক নেতা তো প্রকাশ্যেই তাকে সঙ্গ দেয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির সরকার প্রধান নরেন্দ্র মোদি আর নেতানিয়াহু তো দুই দেহ এক প্রাণ

 

r গাজায় লাউডস্পিকারে বাজানো হলো নেতানিয়াহুর ভাষণ

আন্তর্জাতিক চাপ নিন্দার পরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই গাজায় তার কাজ (হামাসকে নির্মূল) শেষ করবে

নেতানিয়াহু এদিন ভাষণ দিতে গিয়ে বিশ্বনেতাদের চাপের মুখে পড়েন তিনি বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা গণহারে ওয়াকআউট করেন তবে এরপরও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু

আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘পশ্চিমা নেতারা হয়তো চাপের কাছে নতি স্বীকার করেছেন আর আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করছি, ইসরায়েল এমনটা করবে না

নেতানিয়াহুর ভাষণ গাজায় লাউডস্পিকারের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে তিনি নিজেও ভাষণে কথাটি স্বীকার করেছেন তিনি সময় গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্দেশে সরাসরি একটি বার্তা দেন

প্রথম আলো, ২৭ সেপ্টেম্বর ২০২৫

l জোর করে ভাষণ শোনানোর কী প্রয়োজন ছিল? ভাষণে তিনি যা বলেছেন তারচে অনেক বেশি জঘন্য কাণ্ড তো তিনি গাজাবাসীর ওপর দুই বছরের অধিককাল চালিয়ে গেছেন তারপরও কি গাজাবাসীকে নেতানিয়াহুর পরিচয় চেনাতে হবে!

 

r নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যাওয়ায় বাতিল হচ্ছে কলম্বিয়ার প্রেসিডেন্টের মার্কিন ভিসা

প্রথম আলো, ২৭ সেপ্টেম্বর ২০২৫

l হচ্ছে, পশ্চিমাদের উদারতা, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্যের সামান্য নমুনা! শুধু কি কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করা হয়েছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ফিলিস্তিনের পক্ষাবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে বন্দি করা হয়েছে তাদের অপরাধ একটাই, তারা ইসরাইলের গাজাবাসীর প্রতি নির্মম অত্যাচার জাতিনিধন কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এমনিই কি আর মশহুর আছে, যুক্তরাষ্ট্রের ক্ষমতাবানদের অভিধানেলজ্জাশব্দটি নেই

 

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement