রবিউল আখির ১৪৪৭   ||   অক্টোবর ২০২৫

খবর... অতঃপর...

r উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে : মির্জা ফখরুল

প্রথম আলো, ২৩ আগস্ট ২০২৫

l আসলে দেশবাসী এমনটি মনে করে কি না? দেশে উগ্রবাদ আছে বা উগ্রবাদ ছড়ানোর চেষ্টা আছে বলে তো সাধারণ জনগণ মনে করছে না এক্ষেত্রে মির্জা ফখরুলরা তাদের পূর্ববর্তী পতিত সরকারের রাস্তায় হাঁটার চিন্তা করছেন কি না? বোঝা দরকার, এধরনের বক্তব্য দিয়ে তারা বিদেশিদের খুশি করে ক্ষমতায় যাওয়ার রাস্তা মসৃণ করছেন কি না? এমন চিন্তা করে থাকলে ফখরুলরা অনেক ভুল করবেন

r হাসনাতকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

কালবেলা, ২৫ আগস্ট ২০২৫

l সে ফকিন্নি নিশ্চয় রুমিন ফারহানার মতো নয় তাদের মতো লোকদের মুখ দিয়ে এ ধরনের কথাই তো বের হবে, যারা রাতের নির্বাচনের সংসদে বসে ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছেন রাজনীতির অভিধান থেকে লজ্জা বিষয়টি কি পুরোই উধাও হয়ে যাচ্ছে!

r কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা চিন্তা করছি, সিন্ডিকেটের সঙ্গে জড়িত ট্রাভেল এজেন্টগুলোর ট্যাক্স ফাইল ধরে টান দেওয়া হবে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না

কালবেলা, ২৬ আগস্ট ২০২৫

l বাস্তবেই কি তিনি সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? জনগণ তো তা দেখতে পাচ্ছে না কারণ খবর এসেছে, বিমান টিকিটের মূল্য কিছুটা কমার পর আবার অস্বাভাবিক বেড়ে গিয়েছে এধরনের সরকার, যারা দলীয় সরকার নয়, জনগণের কল্যাণের জন্যই যারা অন্তর্বর্তীকালীন সময়ে বসেছে, তারাও যদি এ বিষয়গুলোর প্রতিকার টেকসইভাবে না করতে পারে এবং জনগণের সাথে সম্পৃক্ত ব্যবসার সিন্ডিকেট না ভাঙতে পারে, তাহলে  সেটি হবে চরম ব্যর্থতা

r চিকিৎসকের জবানবন্দি

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রোগীদের চিকিৎসায় বাধা দেন স্বাচিপের কিছু চিকিৎসক

প্রথম আলো, ২৬ আগস্ট ২০২৫

l যদিও বলা হয়ে থাকে চিকিৎসা পেশা মহান এটি জনগণের সেবামূলক একটি প্রয়োজনীয় ও প্রশংসনীয় পেশা কিন্তু এদেশের একশ্রেণির চিকিৎসক আছেন, যাদেরকে জনগণ কসাই বলে আখ্যায়িত করে থাকে তারা তো অযথা মানুষের গলা কেটে টাকা নেয় কিন্তু অন্যান্য পেশার মতো চিকিৎসা পেশায়ও এমন অনেক চিকিৎসক আছে, যারা শুধু দলাদলি, রাজনীতি আর ক্ষমতা নিয়েই ব্যস্ত থাকে

এদেশে একজন নামকরা নিউরোলজির ডাক্তার ছিলেন তাঁর ব্যাপারে প্রসিদ্ধ আছে, তিনি পিজি হাসপাতালে গুরুত্বপূর্ণ এক অপারেশনে ছিলেন হঠাৎ জানতে পারেন, রাষ্ট্রপতি জেনারেল এরশাদ হাসপাতাল পরিদর্শনে এসেছেন সেই ডাক্তার এরশাদের সাথে দেখা করতে রোগীকে ওটিতে রেখেই চলে আসেন তিনি ওটিতে ফিরতে ফিরতে রোগী পরপারে পাড়ি জমায় এটি একটি সামান্য উদাহরণ

এদেশে এধরনের ঘটনা ব্যাপকভাবে ঘটে স্বাচিপের (আওয়ামীপন্থি চিকিৎসক দল) লোকেরা কী কী ঘটিয়েছে, তা তো কিছু কিছু ওই সময়ে প্রচারমাধ্যমেও প্রকাশ পেয়েছ এখন যে খবর প্রকাশ পেয়েছে, তা ওই কথাকেই দৃঢ় করে এদেশে ফ্যাসিবাদ যেসমস্ত অপকর্ম করেছে, তা হাসিনা একাই ঘটায়নি, তার সঙ্গে হরেক পেশার লোভীদুর্নীতিবাজ লোকেরাও জড়িত ছিল তাদের মধ্যে ডাক্তাররাও আছে

r ভিকারুননিসা নূন স্কুল

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করার অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলো, ২৬ আগস্ট ২০২৫

l প্রশ্ন হল, এদেশে কুরুচিপূর্ণ ব্যক্তিরা এমন সাহস পায় কী করে? কেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হয় না? এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ নব্বই ভাগেরও বেশি মুসলমান মুসলিমদের স্বার্থেই তো হিজাব পরার অধিকার মেয়েদের রয়েছে সাথে যদি বর্তমানে বহুল চর্চিত নারী অধিকারের কথাও আনা হয়, সে হিসেবেও একজন মেয়ে তার ধর্মীয় পোশাক পরতে পারে সেখানে হিজাব পরার কারণে বহিষ্কার তো দূরের কথা, তাকে কটু কথা বলার অধিকারও তো কোনো শিক্ষক-শিক্ষিকার নেই

এসব বিষয়ে অবশ্যই প্রশাসনকে সতর্ক থাকা দরকার ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বেশি সচেতন থাকা দরকার, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া করতে শিখেছে তারা তাদের বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে থাকে তাই ধর্মীয় অধিকার নিয়েও তাদের সচেতন ও সোচ্চার থাকতে হবে যেন এ ধরনের দুঃসাহস ভবিষ্যতে কেউ দেখাতে না পারে

r ইসলামী ব্যাংক লভ্যাংশ দেবে না

প্রথম আলো, ২৮ আগস্ট ২০২৫

l যারা মূলধনই রক্ষা করতে পারেনি, তারা নিজেদেরকে ইসলামী দাবি করা ঠিক না যারা দুর্নীতিবাজদেরকে নিজেদের মূলধন দিয়ে দিয়েছে, সে লাভ করবে কোত্থেকে? লভ্যাংশ দিবেই বা কোত্থেকে? এখন তো আরও খবর এসেছে, তারা যে লভ্যাংশ হিসাব করেছে, তাতে শুভংকরের ফাঁকি ছিল আমাদের দেশে ইসলামের নামে ব্যবসা করা ব্যাংকগুলোর এখন করুণ দশা

r ইসির উপজেলা কর্মকর্তা কল্যাণ পরিষদের সভায় বক্তারা : ৩ বিতর্কিত নির্বাচনের সব দায় চাপানো হয়েছে আমাদের ওপরে

২০১৪, ১৮ ও ২৪-এর বিতর্কিত নির্বাচনে প্রকৃত ভূমিকা না থাকলেও সব অনিয়মের দায় তাদের ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশনের (ইসি) উপজেলা নির্বাচন অফিসার কল্যাণ পরিষদের নেতাদের আগামীতে তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান

সভায় সংগঠনের নেতাদের অভিযোগ, অতীতের নির্বাচনগুলোতে কমিশনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়নি তারপরও সব অনিয়মের দায় এসে পড়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ওপর

আমার দেশ, ৩০ আগস্ট ২০২৫

l কিছু দায় তো আছেই তাঁদের কেউ কি তখন প্রতিবাদ করেছিলেন? তাঁদের কেউ কি সাহস করে ইস্তফা দিয়েছিলেন? তাঁরা ইস্তফা দিয়ে দিলে এখন তো তাঁরা পূর্বের স্বপদে বহাল হয়ে যেতেন তাঁদের কেউ কি এমন সৎসাহস দেখিয়েছিলেন? এদেশে দুষ্ট, মিথ্যাবাদী, চোরেরা একেকটা কথা বলে, একেকটা নির্দেশ দেয় আর অধীনরা সেগুলো চোখ বুজে মানতে থাকে আর ধ্বংসের মুখে পতিত হয় সাধারণ জনগণ এখন তাদের হা-হুতাশ করার কী আছে? দায় তো তাদেরও নিতে হয় তবে শুধু উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ওপর দায় চাপালেই তো হবে না সবার আগে দায়-দায়িত্ব হল ইসির এরপরে পর্যায়ক্রমে জেলা-উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের

r নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

প্রথম আলো, ৩০ আগস্ট ২০২৫

l সরকারের দায়িত্ব নিন্দা জানানো, না ব্যবস্থা নেওয়া? প্রকাশ্যে রাজপথে একজন দলীয় প্রধানকে নিরাপত্তা বাহিনী পেটাল আর সরকার কি না কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে নিন্দা জানাল!

r নিজের জুস পানে নিজেই জ্ঞান হারালেন অজ্ঞান পার্টির সদস্য

প্রথম আলো, ৩০ আগস্ট ২০২৫

l কাজটি খারাপ হয়নি এতদিনে হয়তো সে বুঝতে পেরেছে, মানুষকে  অজ্ঞান করে যে কষ্ট দিয়েছে, সেটির স্বাদ আসলে কেমন!

r জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে : উপদেষ্টা আসিফ

মানবজমিন, ৩১ আগস্ট ২০২৫

l আপনারা করছেন কী? ক্ষমতায় বসেই যদি আপনারা আওয়ামী লীগের দোসর এবং তাদের সাথে হালুয়ারুটি সমানভাবে ভোগ করে যাওয়া গৃহপালিত দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, তাহলে তো এখন আর এ চেষ্টার সুযোগ হত না

r ঢাকা উত্তর-দক্ষিণের টানাটানিতে মর্গে জমছে বেওয়ারিশ লাশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, জুরাইন কবরস্থানে মাসে মোট বেওয়ারিশ লাশের এক-তৃতীয়াংশের দাফন হবে আর উত্তর সিটি করপোরেশন বলছে, উত্তরের শতভাগ লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন হলেও দক্ষিণের কোনো লাশ এখানে দাফন করা যাবে না এ টানাটানিতে হাসপাতালের মর্গগুলোতে লাশ জমে যাচ্ছে

প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০২৫

l মতলবি আওয়ামী সরকার তো ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছিল তাদের পরাজয় এড়ানোর জন্য ঢাকা সিটি কার্পোরেশকে অবিভক্ত রেখে তাদের মেয়র পদে জয়ী হওয়া কঠিন ছিল সেজন্য তারা সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছে তখন বিষয়টা সবাই বুঝত এখন দেখা যাচ্ছে, সেই বিভক্তির কুফল মানুষের অন্তিম অধিকার দাফন ব্যবস্থার ওপর গিয়েও পড়েছে ভাবটা এমন, সিটি কর্পোরেশনের কবরস্থান দুটি কর্তৃপক্ষের বাবার কেউ বেওয়ারিশ হলে রাষ্ট্রের দায়িত্বে পড়ে তাকে কাফন-দাফনের ব্যবস্থা করা এমন কাজে গড়িমসি করা, আইনের মারপ্যাঁচ তৈরি করা জঘন্য অন্যায় যারা এমনটি করেছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত

r চোরাচালানের জব্দ করা গরু হয়ে গেল ‘বাছুর’, পাঁচ জিম্মাদারের বিরুদ্ধে মামলার নির্দেশ

ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছিল ৯০টি গরু সেগুলো জব্দ করে টাস্কফোর্স পরে ৮০ লাখ টাকা দাম নির্ধারণ করে স্থানীয় পাঁচজন ব্যক্তির হেফাজতে দেওয়া হয় সেগুলো কিন্তু নিলামের দিন দেখা যায় ৯০টির মধ্যে ৭৬টি গরু বদলে ফেলা হয়েছে এগুলো আকারে ছোট বাছুর আকৃতির

প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০২৫

l রক্ষক যখন ভক্ষক!

r মবকারীরা ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : মার্কিন দূতকে সিইসি

প্রথম আলো, ১ সেপ্টেম্বর ২০২৫

l সিইসি সাহেবের কাছে কি মবকারীদের তালিকা আছে? তিনি কি মনে করছেন মবকারীরা ভবিষ্যতে সীমাবদ্ধ থাকবে? এদেশে নির্বাচনে পেশিশক্তি ব্যবহারের যে রেওয়াজ এত বছর যাবৎ চালু হয়েছে, সেটি ঠ্যাকানোই ইসির মূল চ্যালেঞ্জ বক্তব্য দিয়ে কোনোদিনও তা পূর্ণ হবে না নির্বাচন কমিশনকে বাস্তবেই এমন শক্তি অর্জন করতে হবে, এমন ব্যবস্থা নিতে হবে, যেন নির্বাচনে পেশিশক্তির ব্যবহার না হয় কোথাও পেশিশক্তি ব্যবহার হলে তৎক্ষণাৎ নির্বাচন বন্ধ করে দিতে হবে

r বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে : হাইকোর্ট

যুগান্তর, ২ সেপ্টেম্বর ২০২৫

l সেটি ভালো তবে সুপ্রিম কোর্ট যেন অতীতের মতো না হয় দেশের সর্বোচ্চ আদালত যেন সত্যিকারের ইনসাফদাতা হয় এবং নিরপেক্ষ থাকে না হলে দায়িত্ব যার হাতেই যাক, সে যদি অসৎ ও দুর্নীতিপরায়ণ হয়, তাতে  জনগণের কোনো ফায়েদা হবে না

r খালের মধ্যে কুমিরটা ১৭ বছর যন্ত্রণা দিয়ে দিল্লিতে পালিয়ে আছে : গয়েশ্বর

প্রথম আলো, ২ সেপ্টেম্বর ২০২৫

l একটি কুমির পালিয়ে গেলেও তার অসংখ্য ছানাপোনা এখানে রেখে গেছে তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আবার জনগণকে কামড়ানোর প্রস্তুতি নিচ্ছে

 

r বিএনপির নিশ্চিত জয় দেখেই ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে : বেবী নাজনীন

আমার দেশ, ৪ সেপ্টেম্বর ২০২৫

l ভোটের আগেই কীভাবে বিএনপি নিশ্চিত হয়ে গেল যে, তারা জয়ী হবে এবারও কি আগের যুগের সেই পাতানো নির্বাচন হবে?

r নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ, এই তেল গেল কোথায়?

প্রথম আলো, ৪ সেপ্টেম্বর ২০২৫

l কারণ এক তাপস চলে গেলেও নগর ভবনে অনেক ছোট ছোট তাপস থেকে গেছে ভবিষ্যতে নির্বাচিত মেয়রদের জন্য চ্যালেঞ্জ হবে এদেরকে নগর ভবন থেকে বিতাড়িত করা

r আওয়ামী দোসর বিচারপতি সচিব সেনা কর্মকর্তা

পাসপোর্টে গ্রিন সিগন্যাল

যুগান্তর, ৪ সেপ্টেম্বর ২০২৫

l সাধেই কি আর অন্তর্বর্তীকালীন সরকারের কারও কারও বিরুদ্ধে ফ্যাসিস্টদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে!

r দেশে মোট মামলার ৮০ শতাংশ ভূমি সংক্রান্ত : ভূমি সচিব

আমার দেশ, ৪ সেপ্টেম্বর ২০২৫

l আমাদের ভঙ্গুর আদালত ব্যবস্থার এটি একটি প্রমাণ ইংরেজ আমলের সেই সনাতনি দেওয়ানি ব্যবস্থা এদেশে এখনো সচল রয়েছে সাথে যোগ হয়েছে এদেশীয় আমলাতান্ত্রিক জটিলতা তারা আইনগুলোকে এমনভাবে বানায়, যার ফলে মামলায় দীর্ঘসূত্রিতা দেখা দেয় এছাড়া এর পেছনে জনগণের লোভ-লালসা ও নৈতিকতা বিবর্জিত আচরণও দায়ী অযথাই অনেক লোক মামলা দায়ের করে আদালতের অসৎ কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে মামলা দীর্ঘায়িত করে নিরীহ লোকেরা এক আদালত থেকে আরেক আদালতে দৌড়াতে থাকে যে পর্যন্ত এগুলো ঠিক না করা হবে, অবস্থা বেগতিকই থাকবে যে ৮০ পার্সেন্ট মামলার কথা বলা হচ্ছে, এর অনেকগুলোই এমন, যেগুলো দায়ের হওয়াই উচিত ছিল না আদালতে এমন ব্যবস্থা থাকা দরাকার, যেন মামলা দায়েরের আগেই একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যে, মামলাটি গ্রহণের উপযুক্ত কি না অন্যথায় এধরনের মামলার হার ৮০% থাকবে না; বরং আরও বেড়ে যাবে

r আলোচনা সভায় ড. মঈন খান

সাইফুর রহমানের উদ্ভাবিত ভ্যাট কার্যকর না হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ত

নয়া দিগন্ত, ৬ সেপ্টেম্বর ২০২৫

l যিনি এটা বলেছেন তিনি অনেক বড় অর্থনীতিবিদ(!) সাইফুর রহমান যখন প্রথমবারের মতো ভ্যাট আরোপ করেন, তখন তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে ভ্যাট আরোপিত হয়েছে ভ্যাট সাইফুর রহমান উদ্ভাবন করেননি, তিনি বিদেশ থেকে আমদানি করেছেন বিএনপির লোকদের একটু পড়াশোনা করা উচিত

r বদরুদ্দীন উমর এদেশের স্বাধীন বিবেকের প্রতীক : তারেক রহমান

আমার দেশ, ৭ সেপ্টেম্বর ২০২৫

l সেই স্বাধীন বিবেক যখন বেঁচে ছিল, তখন তার কথা আপনাদের কেউই তো শোনেননি একথা ঠিক, অন্য বামপন্থিদের মতো বদরুদ্দীন উমর নিজেকে বিকিয়ে দেননি তবে তিনি যে মতাদর্শ লালন করতেন, সেটিও যে বাস্তবসম্মত ছিল না, তা তো আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই

r নারীদের সুরা-কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি

যাযাদি, ৮ সেপ্টেম্বর ২০২৫

l সে হুজুর কারা? জাতীয়তাবাদী উলামা দল বলে একটা গোষ্ঠী আছে, নিশ্চয় তারা ওই পদগুলো নেবে এসব কথা বলে কি আর দেশের ধর্মপ্রাণ মানুষের মন জয় করা যাবে? একদিক থেকে তারা ধর্মীয় চিন্তা লালন করা লোকদেরকে এটা সেটা বলে খোঁচাখুঁচি করেন, আরেকদিক থেকে মহিলাদের পড়ানোর জন্য হুজুর রাখতে চান শুধু মহিলাদের পড়ানোর জন্য হুজুর রাখা দরকার, না পুরুষদের পড়ানোর জন্যও হুজুর রাখা দরকার? যারা নেতা তাদেরও তো কুরআন পড়া এবং কুরআন বোঝা দরাকার যেন তারা সৎপথে চলতে পারেন

rইসরাইলের বন্ধু’ চার্লি কার্কের মৃত্যুতে নেতানিয়াহুর শোক

সময় টিভি অনলাইন, ১১ সেপ্টেম্বর ২০২৫

চার্লি কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

যুগান্তর, ১১ সেপ্টেম্বর ২০২৫

l তারেক জিয়ারা আর শোকপ্রকাশের জায়গা পায়নি আমরা আগেও বলেছি, এদেশের রাজনীতিবিদদের পড়াশোনা, ইতিহাস চর্চা, বিশ্ব নিয়ে জ্ঞান অর্জনের মানসিকতাই কম তারেক রহমান কি জানেন না, ওই লোক কে ছিল? তার মানসিকতা কী ছিল? এক ইহুদীবাদীর জন্য শোক প্রকাশ করে তিনি ইসরাইলকে খুশি করতে চাইলেন, নাকি মন্তব্যে অসতর্ক হওয়ার পরিচয় দিলেন?

r স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা : লাখ টাকা ধার করে চল্লিশা করল পরিবার

ইত্তেফাক, ১৪ সেপ্টেম্বর ২০২৫

অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারেরই বহিঃপ্রকাশ চরমপর্যায়ের অমানবিকতাও বটে যে আত্মীয়-স্বজন লাখ টাকা খরচ করে চল্লিশা করল, সে আত্মীয়-স্বজন দশ হাজার টাকা দিয়ে তাদেরকে রক্ষা করতে পারত তাদের চাল-ডাল কিনে দিলে তো তাদের মধ্যে ওই হতাশা কাজ করত না এই সমাজকে বাঁচানোর জন্য সমাজপতি ও আলেম-উলামার চিন্তা করতে হবে, কার্যকর ব্যবস্থা নিতে হবে

দাওয়াত না পেয়ে মাদরাসার খাবার সাবাড় করলেন বিএনপি নেতাকর্মীরা

আমার দেশ, ১৫ সেপ্টেম্বর ২০২৫

l বিনা দাওয়াতেই খাবার সাবাড় এই যখন ক্ষমতার বাইরের বিএনপির অবস্থা, ভবিষ্যৎ বাংলাদেশ সাবধান!

 

প্রতিবেশী রাষ্ট্র

r যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত

ঢাকা পোস্ট, ২৪ আগস্ট ২০২৫

l নরেন্দ্র মোদি এখন বিভিন্নভাবেই মুখ রক্ষার চেষ্টা করছেন একদিক থেকে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের হাতে মার খাওয়া আরেকদিকে মার্কিন শুল্কের চাপ এবং দেশের অভ্যন্তরে ভোট চুরির অভিযোগ সব মিলিয়ে মোদির যে খারাপ সময় যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না

 

r হাইকোর্টের নির্দেশনা মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছিলেন কি না, তা রহস্যাবৃতই রইল দিল্লি হাইকোর্ট গতকাল সোমবার এসংক্রান্ত এক মামলার রায়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর স্নাতকের ডিগ্রি প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয় নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ঘিরে নানা প্রশ্ন ১১ বছর ধরে মাঝেমাঝেই উঠে এসেছে দেশের প্রধানমন্ত্রীর ডিগ্রি জানতে মামলাও কম হয়নি কিন্তু আজও সেই জিজ্ঞাসা বা রহস্যের কিনারা হল না এখনো জানা গেল না, দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী মোদি সত্যিই কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছিলেন কি না

সংশয় ও সন্দেহের কারণ মোদি নিজেই গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কৈশোরে গৃহত্যাগী হওয়ায় স্কুলের গণ্ডি পেরোতে পারেননি প্রধানমন্ত্রী হওয়ার পর হঠাৎই জানাজানি হয়, তিনি গুজরাট ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সরকারের পক্ষ থেকে সেই দুই ডিগ্রির প্রশংসাপত্রের অনুলিপিও প্রকাশ করা হয় কিন্তু সেই প্রশংসাপত্র ঘিরে জন্ম নেয় একাধিক প্রশ্ন, যার গ্রহণযোগ্য জবাব আজও কেউ দিতে পারেনি

যেমন, নির্বাচনী হলফনামায় মোদি বলেছিলেন, ১৯৭৮ সালে বহিরাগত ছাত্র হিসেবে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ‘এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স’-এ তৃতীয় ডিভিশনে বিএ পাস করেন অথচ দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স’ নামে কোনো বিষয়ই কোনোকালে ছিল না সে সময় ডিগ্রিধারীদের হাতে লেখা প্রশংসাপত্র দেওয়া হতো অথচ মোদির যে প্রশংসাপত্র সরকারের পক্ষে প্রচার করা হয়, তা ছিল ছাপানো প্রশংসাপত্র ছাপার ক্ষেত্রে যে হরফ ব্যবহার করা হয়েছে, দেখা যায় তা ১৯৯২ সালে তৈরি একইভাবে হলফনামায় তাঁর দাবি ছিল, ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রথম শ্রেণিতে এমএ পাস করেছিলেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ নিরসনের চেষ্টা আগেও হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালে অরবিন্দ কেজরিওয়াল মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করার দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে সেই দাবি মেনে সিইসি আইন অনুযায়ী গুজরাট বিশ্ববিদ্যালয়কে মোদির স্নাতক ডিগ্রি প্রকাশের নির্দেশ দিয়েছিল

তবে গুজরাট বিশ্ববিদ্যালয় সেই নির্দেশ মানতে অস্বীকার করে ফলে কেজরিওয়াল গুজরাট হাইকোর্টে মামলা করেছিলেন গুজরাট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য ছিল, কেজরিওয়ালের দাবি শিশুসুলভ তাঁর কৌতূহল জনস্বার্থের বিষয় নয় প্রধানমন্ত্রীর ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই দেওয়া আছে

গুজরাট বিশ্ববিদ্যালয়ের যুক্তি গুজরাট হাইকোর্ট মেনে নিয়েছিলেন শুধু তাই নয়, হাইকোর্টের ‘মূল্যবান সময় নষ্টের’ কারণে কেজরিওয়ালকে ২৫ হাজার রুপি জরিমানাও করা হয়েছিল

প্রথম আলো, ২৬ আগস্ট ২০২৫

l এভাবেই তো দেশে দেশে দুষ্ট লোকেরা প্রশাসন, আদালত, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীকে হাত করে ক্ষমতায় টিকে থাকতে পারে কিন্তু শেষ রক্ষা কারোই হয় না

 

r নিজেকে কম বয়সী দেখাতে ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার, তাঁকে দেখার পর নৃশংস প্রতিক্রিয়া দেখালেন তরুণ প্রেমিক

প্রথম আলো, ৩ সেপ্টেম্বর ২০২৫

l মহিলাটি যে প্রতারক তা তো বোঝা গেল যে প্রতারিত হয়েছে তার কি দায় নেই? সে ইনস্টাগ্রামে দেখে কেন বিয়ে করতে যায়?

 

r স্ত্রী কালো বলে পুড়িয়ে মারলেন স্বামী, এই হত্যা মামলার রায়ে কী বলছেন আদালত

প্রথম আলো, ৩ সেপ্টেম্বর ২০২৫

l ভারতের জন্য এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয় সেখানে অহরহই এ ধরনের ঘটনা ঘটতে থাকে ভারতে বিশেষত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মধ্যে যে শ্রেণি ও গোষ্ঠীবৈষম্য বিরাজমান, তা এ ধরনের নৃশংসতার পথ প্রশস্ত করে

 

আন্তর্জাতিক

r নকল বস, নকল অফিস, আসল টাকা : চীনে ‘কাজের ভান করা’ কোম্পানির উত্থান

চীনে তরুণদের মধ্যে বেকারত্বের হার অনেক বেশি এই সংকটকেও কাজে লাগাচ্ছে অনেকে সেখানে এমন সব কোম্পানি গড়ে উঠেছে, যাদের মূল কাজই হল মানুষের উৎপাদনশীলতার অনুভূতি ধরে রাখতে সাহায্য করা অনেক তরুণ-তরুণীর মধ্যেও এখন টাকা দিয়ে নকল অফিসে গিয়ে কাজের ভান করার চল ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে যখন আসল চাকরি পাওয়াই কঠিন হয়ে পড়ছে, তখন কেউ কেউ ঘরে বসে থাকার চাইতে টাকা দিয়ে হলেও অফিসে গিয়ে কাজের ভান করাটাই পছন্দ করছেন

বিবিসি, ২৫ আগস্ট ২০২৫

l এআই-কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে এগুলোই তো হবে! ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবনযাপন ছেড়ে ভণিতা আর কৃত্রিমতায়ই মগ্ন হবে এর কি অন্ত আছে?

 

r গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় অসন্তুষ্ট ট্রাম্প

আমার দেশ, ২৬ আগস্ট ২০২৫

l অনেক কিছুর সাথে ট্রাম্প সাহেব ভণিতাও ভালো পারেন তিনি হাসপাতালে হামলায় অসন্তুষ্ট হন আবার কোনো কোনো সময় বলেন, এ কাজটি ইসরাইলের করা ঠিক হয়নি, ইসরাইলের এ কাজটি করা উচিত ছিল না

ট্রাম্প কি ইসরাইলের রাষ্ট্রপ্রধান, না ইসরাইলের ধর্মগুরু সেটাই তো এখন ভাবার বিষয় তিনি গুরু ধরনের কথাবার্তা বলেন মনে হয়, তিনি উপদেশ দিচ্ছেন একথা কে না জানে, আমেরিকা ও ট্রাম্প যদি ইসরাইলের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে ইসরাইলের হঠকারিতা বন্ধ হতে বাধ্য ট্রাম্প এগুলো বলে নিজের দায়িত্ব এড়াতে পারবেন না

 

rভারতকে টুকরো করে দাও’ পোস্টের পর অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট ব্লক

প্রথম আলো, ৫ সেপ্টেম্বর ২০২৫

l এই অর্থনীতিবিদ একাই বলেননি অনেকেই বলেছেন একসময় হয়তো তা অনিবার্যও হয়ে উঠবে ভারত যেভাবে শ্রেণিবৈষম্য তৈরি করে, বিভিন্ন প্রদেশকে অধিকার থেকে বঞ্চিত করে, যেভাবে সেখানে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়, এসব দেখেই বিভিন্ন মহল থেকে ভারতবিভক্তির কথা আসছে একজনের এক্স একাউন্ট বন্ধ রেখে তো আর এ ভাঙন ঠেকিয়ে রাখা যাবে না

 

r মনে হচ্ছে ‘অন্ধকারতম’ চীনের কাছে ভারত-রাশিয়াকে হারিয়েছি : ট্রাম্প

প্রথম আলো, ৫ সেপ্টেম্বর ২০২৫

l এটা তো স্বাভাবিক কথায় আছে, শত্রুর শত্রু বন্ধু হয়ে ওঠে নরেন্দ্র মোদির বন্ধু বলে পরিচিত ট্রাম্প যখন ভারতের বিরুদ্ধে কড়া শুল্ক আরোপ করলেন, তখন মোদি তো ট্রাম্পের শত্রুর কাছেই যাবেন তবে চীন অন্ধকার বোঝা গেল; কিন্তু ট্রাম্প বা আমেরিকা কোন্ আলো দেখাচ্ছে পৃথিবীকে?!

 

r আমেরিকা আফগান জাতির স্বাধীনতাকে সম্মান করে : মার্কিন প্রতিনিধিদল

ইনসাফ-২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

l যদিও বহু বছর যাবৎ তাদের ওপর আগ্রাসন চালিয়েছে তাদের সম্পদ লুটপাট করে খেয়েছে তাদেরকে নিজ দেশ থেকে বিতাড়িত করেছে তাদের দোসরদের বসিয়ে ছড়ি ঘুরিয়েছে এতদিন পরে হলেও আমেরিকার যদি বোধোদয় হয়, সেটাও কম কী!

কিন্তু এখন তো আবার নতুন খবর এসেছে, আফগানিস্তানের বাগরাম এয়ারবেস আবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প আগ্রহ প্রকাশ করেছে; বরং হুমকি ধমকিও দিচ্ছে

এ না হয় আমেরিকা! এ না হয় ডোনাল্ড ট্রাম্প!

 

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement