শাওয়াল ১৪৩৪   ||   আগস্ট ২০১৩

একটি এলান

আলকাউসারের গত সংখ্যায় (শাবান-রমযান ১৪৩৪ হি.) ইসলাম যিন্দা হোতা হ্যায় ... লেখাটিতে মোহাম্মাদ আলী জাওহার রহ.-এর একটি শের লেখা হয়েছিল। তার সঠিক পাঠ নিম্নরূপ :

قتل حسين اصل ميں مرگ يزيد ہے + اسلام زندہ ہوتا ہے ہر كربلا كے بعد

 কাছাকাছি বিষয়ের আরেকটি শের হল-

سرخ رو ہوتا ہے انسان ٹهوكريں كهانے كے بعد + رنگ لاتى ہے حنا پتهر ميں پس جانے كے بعد.

এ শেরটি কার তা জানি না। গত সংখ্যায় এই শেরটির ২য় অংশ প্রথম শেরের সাথে যুক্ত হয়ে যাওয়ায় আমি দুঃখিত। আল্লাহ ক্ষমা করুন। তালেবে ইলম ভাইগণ অনুগ্রহপূর্বক নিজ নিজ কপিতে বিষয়টি সংশোধন করে নিন।

উভয় শেরের পূর্ণরূপ স্মরণ করিয়ে দেওয়ার জন্য মুহতারামী মুকাররমী জনাব মাওলানা উবায়দুর রহমান খান নদভীকে অসংখ্য জাযাকাল্লাহু খায়রান।

আল্লাহ তাঁকে পূর্ণ আফিয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন।

মুহাম্মাদ আবদুল মালেক

 

১৮ রমযান ১৪৩৪ হিজরী

 

 

advertisement