জুমাদাল আখিরাহ ১৪৪৭   ||   ডিসেম্বর ২০২৫

পাঠকের পাতা

আলকাউসার’ নবীনদের মাঝে দ্বীনের সৌরভ ছড়াক!

আমি একজন মাওলানা তালিবুল ইলম ছাত্র জামানায় বুঝ হওয়ার পর থেকেই পত্রিকাটির একজন নিয়মিত পাঠক

শিক্ষক জীবনে এসে অজপাড়াগাঁয়ের একটি মাদরাসায় খেদমত শুরু করি সাধারণত শহুরে মাদরাসা বা মাকতাবাগুলোতে যত দ্রুত পত্রিকাটি পৌঁছে, গ্রামে বা মফস্বলে অত তাড়াতাড়ি পৌঁছে না তেমনি গ্রামের মাদরাসার ছাত্রদের জানাশোনার কমতি বা অবহেলার কারণে চাহিদা নেই বললেই চলে তাই মাসিক আলকাউসারের গবেষণালব্ধ প্রবন্ধ-নিবন্ধ, নাসীহা, বিশেষ করে গঠনমূলক শিক্ষা পরামর্শ ও সমসাময়িক মাসায়েল জানা থেকে মাহরূম হচ্ছিলাম অবশেষে আল্লাহর ওপর ভরসা করে পত্রিকাটির এজেন্ট হলাম ছাত্রদের ‘আলকাউসার’ পড়ার প্রতি উদ্বুদ্ধ করলাম

আলহামদু লিল্লাহ, আমাদের মাদরাসার প্রায় ত্রিশের ওপর ছাত্র ও সম্মানিত আসাতিযা আলকাউসারের নিয়মিত পাঠক স্বয়ং মুহতামিম সাহেবও আগ্রহের সাথে পত্রিকাটি পড়ার প্রতি, বিষেশত মাসআলা-মাসায়েল বোঝার প্রতি গুরুত্ব দিয়ে থাকেন

আরও আনন্দের বিষয় হল, মাদরাসার ইবতেদায়ী মারহালার (তাইসীর) নবীন-কিশোর ছাত্ররা ‘আলকাউসার শিশুকিশোর’-এর মন্ত্রমুগ্ধ পাঠক তারাও তাদের কাক্সিক্ষত সাপ্লিমেন্টের প্রতীক্ষায় থাকে

নবীন-প্রবীণ, কিশোর-যুবকদের মাঝে ‘আলকাউসার’ দ্বীনের সৌরভ ছড়াক এই কামনায়...

মাওলানা জামালুদ্দীন

রামগঞ্জ, লক্ষ্মীপুর

 

তালিবুল ইলমদের উত্তম পথনির্দেশ

মাসিক আলকাউসার পত্রিকাটি বর্তমান সময়ের তালিবুল ইলমদের   জন্য উত্তম পথনির্দেশ একজন গভীর অধ্যয়নরত শিক্ষার্থীর জন্য যেমন এর মাঝে ইলমী খোরাক রয়েছে, তেমনি একজন উদাসমনা অমনোযোগী শিক্ষার্থীর জন্য এতে অধ্যয়নের পথে অগ্রসর হওয়ার বা আগ্রহ সৃষ্টিতে আলোর পাথেয় রয়েছে আমি মনে করি, একজন অমনোযোগী তালিবুল ইলম যদি প্রতি মাসে আলকাউসার থেকে নিজের পছন্দনীয় বিষয়গুলো পাঠ করে নেয়, তাহলে একদিন না একদিন সে মনোযোগী, মেহনতি তালিবুল ইলম হয়ে উঠবে আর বুঝমান তালিবুল বুঝতে পারবে তার কত পরিমাণ পড়াশোনা প্রয়োজন মাসিক আলকাউসার তার আপন গতিতে এগিয়ে যাক এটাই আমাদের কামনা  আল্লাহ তাআলা মাসিক আলকাউসারকে কবুল করুন আমীন

মানসূর

 

আলকাউসারের সাথে আমার পথচলা

আলকাউসার সম্বন্ধে আমার আগে তেমন জানাশোনা ছিল না যখন আমি আলীগঞ্জ মাদরাসায় ভর্তি হলাম, তখন দেখলাম, অনেক ছাত্র মাসিক আলকাউসার সংগ্রহ করে তাদেরকে দেখে আমিও  আলকাউসার সংগ্রহ করার ইচ্ছা করি আমার শায়েখ হযরত মাওলানা উবায়দুল্লাহ হাফি.-এর কাছে আলকাউসার সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করলাম তখন তিনি আমাকে বললেন, অবসর সময়ে আলকাউসার পড়বে এবং বিশেষ করে ‘শিক্ষার্থীদের পাতা’ পড়বে আমি তাঁর কথা অনুযায়ী আলকাউসার হাতে পাওয়া মাত্রই প্রথমে ‘শিক্ষার্থীদের পাতা’ পড়তাম আলহামদু ল্লিল্লাহ, আমি ‘শিক্ষার্থীদের পাতা’ পড়ে অনেক উপকৃত হয়েছি এখন আমি অপেক্ষায় থাকি, কখন মাস শেষ হবে; আবার কখন নতুন মাসের আলকাউসার আমার হাতে আসবে

হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দা. বা.-এর লেখা আমার কাছে আলাদা এক প্রশান্তি ও অনুপ্রেরণার উৎস তাঁর প্রতিটি লেখায় গভীর গবেষণা আর দরদি হৃদয়ের আহ্বান থাকে সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যেভাবে কুরআন-সুন্নাহ থেকে সমাধান হাজির করেন, তা পাঠককে শুধু তথ্য দেয় না, বরং ঈমান, আখলাক ও আমলের দিকে টেনে নেয়

অনেক দিন পর গত জুলাই ২০২৫ ঈ. সংখ্যায় হযরত পাহাড়পুড়ী রাহ.-এর লিখিত বয়ান পড়ার সৌভাগ্য হল  লেখাটা ছিল ‘দশটি আত্মিক রোগ ও চিকিৎসা’ আহ! হযরত রোগের সাথে সাথে সংশোধনের পথও বাতলে দিয়েছেন এভাবে যদি প্রতি সংখ্যায় আমাদের আকাবিরদের মধ্য থেকে দুয়েকজনের তরবিয়াতি বয়ান থাকত, তাহলে আমরা আরও বেশি উপকৃত হতাম

আলহামদু লিল্লাহ আমার বাসার অনেকেই আলকাউসার পড়ে উপকৃত হয়েছে একবার আমার এক বোন আমাকে বলল আমাকে কিছু দ্বীনী বই দাও, যা পড়ে কিছু শিখতে পারব আমি তার হাতে আলকাউসার ও ত্রৈমাসিক নারী তুলে দিলাম তিনি আমাকে ফোন করে জানালেন, তিনি অনেক অজানা বিষয় জানতে পেরেছেন এবং খুব উপকৃত হয়েছেন তবে দুঃখের বিষয় হল, গ্রামে থাকার কারণে প্রতি মাসে সংগ্রহ করতে পারেন না

আলকাউসার পরিবারের কাছে আশা করব, পত্রিকাটির আরও প্রচার-প্রসার হোক যাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল জায়গায় পৌঁছে যায় গ্রামের সকল অঞ্চলে পৌঁছে যায় যেন গ্রামের মানুষও উপকৃত হতে পারে শিখতে পারে সঠিক পথে চলতে পারে

আল্লাহ প্রিয় পত্রিকা আলকাউসার-এর প্রচার প্রসার দান করুন আমীন

তানভীর হাসান জুলহাস

আলীগঞ্জ মাদরাসা

 

আলকাউসার বাড়াবাড়ি ও অপব্যাখ্যার বিরুদ্ধে দালীলিক প্রমাণ তুলে ধরে

আলকাউসারের প্রতিটি সংখ্যা আমি পুরো মাস হাতের কাছে রাখি প্রয়োজনীয় হাদীস, আসার, মাসায়েল, সালাফের উক্তি নোট খাতায় টুকে রাখি এরপর (পিন খুলে) সেলাই করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করি কারণ এতে প্রকাশিত রিসালাগুলোর আয়নায় (একজন) পরিপূর্ণ মুসলমানের বৈশিষ্ট্যসমূহ ফুটে ওঠে দৈনন্দিন আমলগুলোর সঠিক-বেঠিক জানা যায় পূর্বসূরিগণের নকশা-নমুনা চেনা যায় ছোটখাটো অনেক দামি আমলের সন্ধান ও তারগীব লাভ হয় অনেক পরিভাষা শেখা যায় বিভিন্ন মাকতাবার বিজ্ঞাপন প্রকাশের কারণে বাংলা ভাষায় কোথায় কোন্ কিতাব প্রকাশিত হচ্ছে, সন্ধান পাওয়া যায়

আমার নিকট ‘এর’ আরও একটি প্রশংসানীয় অবদান হল, বাড়াবাড়ি আর অপব্যাখ্যার বিরুদ্ধে দালীলিক প্রমাণ তুলে ধরা তাই আমি তো এটিকে একপ্রকার রাহবার বানিয়ে নিয়েছি ভালো হত, যদি বাংলার প্রতিটি মুসলিমের হাতে হাতে, ঘরে ঘরে পত্রিকাটি থাকত

 মো. রেজাউল করীম

মাধবদী, নরসিংদী

 

ইলমের খাযানাহসমূহ থেকে একটি খাযানাহ

এই বিভাগে কথা বলার সুযোগ পাচ্ছি, এজন্য আলহামদু লিল্লাহ

আমি পুরো পত্রিকা থেকেই ইস্তিফাদা করি খাস করে এই চারটি আমাকে বেশি উপকৃত করেছে

১. শিক্ষার্থীদের পাতা

২. হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমের প্রবন্ধ ও শিক্ষা পরামর্শ

৩. হযরত মুদীর ছাহেব, মুফতী আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ দামাত বারাকাতুহুমের প্রবন্ধ ও মন্তব্য

৪. আনওয়ারুল কুরআন বিভাগ

আমার আবদার তালিবুল ইলমদের বিভাগ, হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব দামাত বারাকাতুহুমের প্রবন্ধ, প্রয়োজনবোধে বায়তুল মোকাররমের বয়ান যেন নিয়মিত থাকে আর কুরআনের মতো হাদীসেরও একটা বিভাগ চাই

আল্লাহ তাআলা উত্তম তাওফীকদাতা তিনি যেন আমাদের সবাইকে কবুল করেন আমীন

মুহাম্মাদ লুৎফুর রহমান বিন লুকমান সিরাজী

মুকিমে হাল, বগুড়া

 

আধুনিক ফেতনার বৈচিত্র্য নিয়ে বিস্তর আলোচনা এবং আকীদা বিষয়ক আরও লেখা কামনা করি

দুই বছর আগে এক বন্ধুর মাধ্যমে আলকাউসারের সাথে পরিচিত হই তারপর থেকে নিয়মিত পাঠক হিসেবে লক্ষ করেছি এর প্রতিটি কলামই চিন্তাশীল ও গুরুত্ববহ বিশেষত শিক্ষার্থীদের পাতা অত্যন্ত উপকারী সমসাময়িক পাঠ্যতালিকা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধিকরণে অনন্য ভূমিকা রাখছে ‘আনওয়ারুল কুরআন’ বিভাগে কুরআনের আয়াতসমূহের সূক্ষ্ম ব্যাখ্যা গভীর চিন্তার খোরাক জোগায় পাশাপাশি সালাফের জীবনবৃত্তান্ত পাঠকের অন্তরে দ্বীনদারীর অনুপ্রেরণ জোগায় জাতীয় সংবাদপত্রের পর্যালোচনার মাধ্যমে এটি আরও সমৃদ্ধ হয়েছে, ফলে পাঠক জাতীয় বিষয়ে অবগত হয়

তবে আধুনিক  ফেতনার বৈচিত্র্য নিয়ে আরও বিস্তর আলোচনা কামনা করি, যা পাঠক মহলকে উপকৃত করবে এবং দ্বীনী সচেতনতা বৃদ্ধি পাবে পাশাপাশি আকীদার সূক্ষ্ম বিষয়াদি আলোচনার মাধ্যমে ভ্রান্ত আকীদার সংশয় দূরীভূত হবে প্রয়োজনে আকীদা সংক্রান্ত আলাদা বিভাগ করা যেতে পারে

আলকাউসার নিছক একটি পত্রিকা নয়, বরং প্রজন্মের পথপ্রদর্শক

মাহমুদ হুজাইফা

পটিয়া, চট্টগ্রাম

 

একটি আবদার ও কৃতজ্ঞতা

আলকাউসার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের মতো সাধারণ পাঠকদের জন্য অনেকদিন পর ‘পাঠকের পাতা’ বিভাগটি চালু করেছেন, শুধু চালু করেই ক্ষান্ত থাকেননি; বরং প্রতিটি লেখা, প্রতিটি আবদার খুব গুরুত্ব দিয়ে দেখেন এবং বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন

আলকাউসার পরিবারের নিকট আমাদের একটি আবদার, যেন ‘পাঠকের পাতা’ বিভাগটি চালু রাখেন এবং পাঠকের মনের গহিনে যেসমস্ত আশা-প্রত্যাশা উদিত হয়, তা পাঠক জানানোর সুযোগ পায়

আল্লাহ তাআলা তাদের এই মেহনত শ্রম-ঘাম কবুল করুন এবং আখেরাতে উত্তম বিনিময় দান করুন আমীন

আহমাদ ইবনে হাবীব

তারাকান্দা, মোমেনশাহী

 

 

advertisement