রবিউল আউয়াল ১৪৪৭   ||   সেপ্টেম্বর ২০২৫

খবর... অতঃপর...

জাতীয়

r দেশের রিজার্ভ আরো বাড়ল

১৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার আর আইএমএফ-এর হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ এখন ২৫৮২৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার

নয়া দিগন্ত, ১৪ আগস্ট ২০২৫

l খুশির বিষয় এবং অব্যাহত থাকা দরকার

r শেখ মুজিব জাতির জনক নন : নাহিদ ইসলাম

শেখ মুজিবুর রহমান আমাদের ‘জাতির জনক’ নন আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি কিন্তু তার শাসনামলের জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি

নয়া দিগন্ত১৫ আগস্ট ২০২৫

l এতে সন্দেহের কী আছে? শেখ মুজিবুর রহমানের জন্ম এক শ বছরের কিছু বেশি হয়েছে তাঁর দল এক বছর আগেই তো দুবছরব্যাপী তাঁর জন্ম শতবার্ষিকী পালন করে গেল বাঙালি জাতির গর্বের ইতিহাস তো সুদীর্ঘকাল থেকেই সুতরাং এ জাতির জনক তিনি কেন হতে যাবেন?

বাঙালি জাতির জন্ম কি ১৯৭১ সালে হয়েছে যে, তিনি এ জাতির জনক হবেন? শেখ মুজিবুর রহমান তো পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন তিনি যুব মুসলিম লীগের নেতা ছিলেন সেখান থেকে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র তৈরিতে কাজ করেছেন ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন তিনি তো বন্দি হয়ে যাওয়ার আগ পর্যন্ত এ কথা বলেননি, আমি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না আমার দেশ পূর্ব পাকিস্তান ভিন্ন হয়ে যাবে কেন তাঁর ওপর এ অপবাদ দেওয়া হচ্ছে, তিনি বাঙালি জাতির জনক বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে পাকিস্তানের বৈষম্যের কারণে

r কলিজা খুলে ফেলার হুমকি দেওয়ায় শোকজ বিএনপি নেতাকে

আমার দেশ, ১৬ আগস্ট ২০২৫

l কলিজা খুলে ফেলার হুমকি দেওয়ার পরও যদি শুধু শোকজই করা হয়, তাহলে অসৎ ও গুন্ডা কর্মীদের ওপর  বিএনপির নিয়ন্ত্রণের আলামত জাহির হয়! দেশের কোনো নাগরিককে এভাবে হুমকি দেওয়ার পরও যে সরকারের আমলে হুমকিদাতা বন্দি না হয়ে থাকতে পারে, সে সরকারের সামর্থ্য ও সদিচ্ছার বিষয়টিও জনগণের বুঝতে অসুবিধা হয় না

r বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

প্রথম আলো, ১৬ আগস্ট ২০২৫

l শুধু দুআ মাহফিলে আটক করার প্রয়োজন কী? দুআ যে কেউ যে কারো জন্য করতে পারে অসদুদ্দেশ্য, লৌকিকতা না থাকলে দুআ মাহফিল যার ইচ্ছা সে করবে এগুলো ভালো পদক্ষেপ নয়

r কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবজমিন, ১৬ আগস্ট ২০২৫

l সারা দেশে এখন যারা চাঁদাবাজি করছে, বিশেষ করে বড় একটি দলের নেতা পরিচয়ে যারা চাঁদাবাজি করছে, তারা বাংলাদেশে বাস করে, না অন্য দেশে বাস করে? স্বরাষ্ট্র উপদেষ্টা কি অন্য কোনো রাষ্ট্রের দিকে ইঙ্গিত করছেন? এধরনের কথা বলার আগে তো অন্তত দেয়াল লিখন পড়ে নেওয়া উচিত

r নিজের নয়, জনগণের ইচ্ছায় ক্ষমতায় বসেছি : ড. ইউনূস

নয়া দিগন্ত, ১৬ আগস্ট ২০২৫

l জনগণের কত পার্সেন্ট তার কথা বলেছেন, সেটা ভিন্ন বিষয় তবে এটা তো ঠিক, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং সেই ছাত্র-জনতার নেতারাই তাকে আমন্ত্রণ জানিয়ে ক্ষমতায় এনে বসিয়েছেন তিনি তো নির্বাচিত নন অনেক রাষ্ট্রনায়ক তো নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেও জনগণের স্বার্থে কাজ করে না ইউনূস সাহেবকেও মানুষ এভাবে মনে রাখবেন, তিনি ক্রান্তিকালে তো ক্ষমতায় বসেছেন, কিন্তু জনগণের স্বার্থে কতটুকু কাজ করেছেন? জনগণের জন্য তিনি কী কী রেখে গেছেন? তাঁর ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তিনি অতীত হয়ে যাবেন তখন তিনি কী করেছেন এবং জাতির জন্য কতটুকু রেখে গেছেন, সে হিসেবেই বিবেচনা করা হবে

r জ্বালানি তেল কিনে গত বছর সাশ্রয় ১৪০০ কোটি টাকা : ফাওজুল কবির

জ্বালানি উপদেষ্টা বলেন, আগে যে প্রক্রিয়ায় জ্বালানি তেল আমদানি করা হত, তা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল নানা সীমাবদ্ধতার কারণে তাতে চার থেকে পাঁচজন বিট করতে পারতো পরে জ্বালানি আমদানির ক্ষেত্রে আমরা কয়েকটি স্পেসিফিকেশন তুলে নিয়েছি এতে করে এখন ১০-১২ জন বিট করতে পারছে এর সুফলও পাওয়া যাচ্ছে এতে প্রচুর বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে গত এক বছরে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে এক হাজার চার শ’ কোটি টাকা সাশ্রয় হয়েছে বিগত এক বছরে আমাদের বিভিন্ন প্রকল্পে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে

নয়া দিগন্ত, ১৬ আগস্ট ২০২৫

l তথ্যটি সঠিক হয়ে থাকলে উপদেষ্টা সাহেব এবং তাঁর সরকার অবশ্যই মোবারকবাদ পাওয়ার যোগ্য কারণ এসময়ের মধ্যে তেলের দামও বাড়ানো হয়নি যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি বাড়েনি তবুও এসময় তেল বিক্রি করে রাষ্ট্রের মুনাফাও হয়েছে জনগণেরও তেমন বেশি মূল্য দিতে হয়নি এবং দুয়েকবার দুয়েক টাকা করে কমানো হয়েছে

ফাওজুল কবির সাহেবের সততার সুনাম শোনা যায় ভবিষ্যতেও এ রীতি অব্যাহত থাকা দরকার

r আ. লীগ নেতা এখন বিএনপির সভাপতি প্রার্থী

বরিশালের বাকেরগঞ্জে ৯ নং কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরম পূরণকারী সাইদুল ইসলাম শামীম গাজী বিএনপির প্রার্থী হয়েছেন একই ইউনিয়নে বিএনপি সভাপতি প্রার্থী হয়েছেন তিনি

আমার দেশ, ১৬ আগস্ট ২০২৫

l এখন নীরবে নিভৃতে আওয়ামী লীগ বিএনপিতে একাকার হয়ে যাচ্ছে জানা কথা, এটা অস্থায়ী ভিত্তিতে এবং কিছু দিনের জন্য সময় গেলেই বোঝা যাবে, কে কার? বিএনপিকে এসব বিষয়ে আগের সময়েও ঢিলেঢালা দেখা গেছে

r প্রধান উপদেষ্টাকে সিআইসি

অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব

প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৫

l এসব হিসাবনিকাশ জনগণ আগেই জেনে গেছে আসল কথা হচ্ছে, আপনারা এগুলোর কতটুকু উদ্ধার করতে পারছেন? কতটুকু ফেরত আনার ব্যবস্থা করতে পারছেন?

r বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না : কাদের সিদ্দিকী

প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৫

lবঙ্গবন্ধু’ ফেরি করে কাদের সিদ্দিকী আর কয় দিন চলবেন? মনে রাখতে হবে, শেখ মুজিবুর রহমান এখন অতীত শেখ মুজিবুর রহমানের কৃত্রিম দোহাই দিয়ে, ফেরি করে আর চলা যাবে না শেখ মুজিবের মূল্যায়ন ও বিচার ইতিহাসেই হবে তাকে নিয়ে আর বলার কিছু নেই

তিনি যদি বাংলাদেশের নেতা হিসেবে অবদান রেখে থাকেন, সেটা অবশ্যই স্বাধীনতা যুদ্ধের আগের কথা স্বাধীনতা যুদ্ধের পুরো সময় তিনি পাকিস্তানের বন্দি ছিলেন দেশে তার শাসনামল কেমন ছিল, তাতে দ্বিমত করার কোনো কারণ নেই তাঁর শাসনামলে কীভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কীভাবে দুর্ভিক্ষ হয়েছে, কীভাবে নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে, কীভাবে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছে, সকল দল বিলুপ্ত করা হয়েছে, সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সবই মানুষের জানা অন্তত স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিবকে নিয়ে এদেশে যারা বাহাদুুরি করবে, বড় কথা বলবে, তারা প্রকারান্তরে স্বৈরতন্ত্রকেই সমর্থন দিয়ে যায়

r ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি

৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে, তা বিএনপিকে ভাবনায় ফেলেছে দলটির নীতিনির্ধারণী নেতারা মনে করছেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ‘ভোটব্যাংক’ বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আঁটছে বলে জানা গেছে এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামি দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে

প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৫

l পদক্ষেপটি ভালো তবে এটি শুধু নির্বাচনের সময় ম্যানেজ করা, প্রয়োজনের খাতিরে আলেমদের কাছে ঘেঁষা, আবার সুযোগমতো ধর্মনিরপেক্ষতা এবং ইসলামবিদ্বেষীদের সাথে আঁতাঁত করা এসব যেন না হয় ইসলামপন্থিদেরকে বিগত সময়ে বিভিন্ন দল কম ধোঁকা দেয়নি কিছু কিছু মতলবি ইসলামী লেবাসধারী লোকদের তারা ম্যানেজ করেও ইসলামের ক্ষতি করেছে, দলগুলোরও ক্ষতি করেছে কিন্তু শেষ পর্যন্ত এটা পতিত ফ্যাসিবাদের জন্য মঙ্গল বয়ে আনেনি যেমন মঙ্গল বয়ে আনেনি মতলবি লেবাসধারী ধর্মীয় লোকদের জন্য বিএনপিকে মনে রাখতে হবে, সে কৌশল যেন তারা অবলম্বন না করে

আগে অনেকবার আমরা বলেছি, বিএনপি জিয়ার রাজনীতি করে থাকলে অবশ্যই তাকে গণমানুষের মূল্যবোধ, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, বিশ্বাসের প্রতি আস্থাশীল হতে হবে জিয়াউর রহমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা সরিয়ে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বসিয়েছেন সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছেন দেশের সরকারি বিভিন্ন স্থাপনায় বিসমিল্লাহ ও কালিমা লাগানো আছে এগুলো জিয়ার অবদান কিন্তু বিগত সময়ে বিশেষত বর্তমান সময়ে দেখা যাচ্ছে, বিএনপির নেতারা সেগুলো থেকে সুকৌশলে দূরে সরে আসছে তাদের কিছু কিছু নেতা সুযোগ পেলে ধর্মীয় নেতাদের আক্রমণও করছে বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পারছে, এটি তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই হয়তো তারা ধর্মীয় অঙ্গনে ধরনা দিচ্ছেন এটি যেন ধরনা পর্যন্তই সীমিত না থাকে বিএনপিকে হতে হবে আন্তরিক ধর্মীয় নেতৃবৃন্দেরও থাকতে হবে সতর্ক যেন বিগত দিনের মতো কেউ তাদেরকে ঠকাতে না পারে

r সিরিয়াল কিলার জিয়াউলের শিকার ১০৩০ জন

যমটুপি পরিয়ে পোস্তগোলা, কাঞ্চন ও কাঁচপুর ব্রিজে নিয়ে খুন মাইক্রোবাসে বন্দিকে ইনজেকশন দিয়ে মেরে রেললাইনে লাশ শুইয়ে দিতেন ২০১১-১৫ সময়ে কমলাপুর-টঙ্গি রেললাইনে ট্রেনে কাটা সবই তার খুন করা নৌকায় তুলে মাথায় গুলি করে লাশ ফেলা হতো বুড়িগঙ্গা নদীতে সীমান্তের ওপারে ‘র’-এর হাতেও অনেককে তুলে দিতেন

আমার দেশ, ১৭ আগস্ট ২০২৫

l জিয়াউল আহসান ও তাদের মতো অন্যান্য দোসর ও সুবিধাভোগীরা এখনো পর্যন্ত অক্ষতই রয়েছে তাদের বিচারকার্য যে শম্বুকগতিতে চলছে, তাতে হয়তো তারা সেই সুযোগের অপেক্ষায় আছে, কখন আবার আগের মতো সরকার ও বিচারকেরা আসবে আর তাদেরকে ক্লিনচিট দিয়ে দেবে!

rঅসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট নেওয়ার অভিযোগ, ১২৩ কর্মকর্তা দুদকের নজরদারিতে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ, অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে

প্রথম আলো, ১৭ আগস্ট ২০২৫

l খালি নজরদারি করলেই তো হবে না বাস্তব পদক্ষেপ নিয়ে আরও আগেই তো তাদের বিচারকার্য সম্পন্ন করা দরকার ছিল এরকম জাত দোসর ও দালালে তো ভরে আছে এদেশের অঙ্গন সবকিছুতেই বিলম্ব করে ফেলেছে ড. ইউনূসের সরকার

r চট্টগ্রামে রুমিন ফারহানা

ধর্ম ব্যবসায়ীদের জায়গা এদেশে হবে না

দেশ রূপান্তর, ১৭ আগস্ট ২০২৫

l তবে এখন আবার তারা ধর্মীয় লোকদের কাছে ধরনা দিচ্ছে তাদের আগের কথা ঠিক ধরতে হবে, না বর্তমানেরটা ঠিক ধরতে হবে? এ ধরনের লোকদের কারণেই বর্তমান বিএনপিকে দেশের ধর্মপ্রাণ জনগণ সন্দেহের দৃষ্টিতে দেখে

r ৭ মাসে স্বামীর হাতে ১১৩ নারী খুন

স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী, আরেক নারীর লাশ পুকুরে

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে এসব ঘটনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের এর মধ্যে ২০৮ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছে আর আত্মহত্যা করেছেন ১১৪ জন

আসকের তথ্য বলছে, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে স্বামীর হাতে ১৩৩ জন নারী স্বামীর পরিবারের সদস্যদের হাতে হত্যার শিকার হয়েছেন ৪২ জন আর ৩৩ জন হত্যার শিকার হয়েছেন নিজ পরিবারের সদস্যদের হাতে

প্রথম আলো, ১৮ আগস্ট ২০২৫

l এদেশের তথাকথিত নারীবাদী ও মানবাধিকারপন্থিরা তো নারীদেরকে কীভাবে তাদের ফুর্তির জায়গায় নামিয়ে আনবে, নিজেদের বিনোদনের জন্য ব্যবহার করবে তা নিয়ে ব্যস্ত; তাদের কি এসব নিয়ে কোনো চিন্তা আছে? যেসব নারী জালেম স্বামীদের হতে প্রহৃত হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের কয়জনের বিচার এরা করিয়েছে কয়জন অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে পেরেছে? এসব বিষয়ে অবশ্যই দেশের সচেতন ও বিবেকবান লোকদের এগিয়ে আসা দরকার যেখানেই নারীর ওপর অবিচার হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা দরকার রাষ্ট্র যদি এসব অপরাধীর সংক্ষিপ্ত সময়ে বিচার করতে পারে, তাহলে অবশ্যই এ ধরনের অপরাধের হারও কমে আসবে যদি অপরাধীরা এভাবে পার পেয়ে যেতে থাকে, তাহলে এমন অপরাধের হার দিন দিন বাড়তেই থাকবে

r জেট ফুয়েলের ২১০০ কোটি বকেয়া রেখে ইতিহাসের সর্বোচ্চ মুনাফা ঘোষণা বিমানের

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে ২০২৪-২৫ অর্থবছরের আগে বিমানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা

তবে পদ্মা অয়েল বলছে, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে জেট ফুয়েল বিক্রি বাবদ প্রায় ২১০০ কোটি টাকা পাবে এই টাকা পরিশোধ না করেই বিমান মুনাফা ঘোষণা করেছে

ঢাকা পোস্ট, ১৮ আগস্ট ২০২৫

l তামাশার মুনাফা রাষ্ট্রীয় সংস্থার বকেয়া আদায় না করেই মুনাফা ঘোষণা করে দেওয়া হয়েছে হিসাব বলছে, ওই রাষ্ট্রীয় সংস্থার বকেয়া টাকা আদায় করলে বিমান লসে থাকবে যেমন অতীতে সংস্থাটি যুগ যুগ ধরে লসে ছিল কোন্ করিতকর্মা দায়িত্বশীল এ ধরনের মুনাফা ঘোষণা করেছে? এ ধরনের কৃত্রিম মুনাফা দেখিয়ে হয়তো সরকারের কোনো কোনো মহল ভুয়া নাম কামাতে চায়

r ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর ‘আন্তর্জাতিক’ থাকছে না

বাণিজ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো বাস্তবে দেখা যাচ্ছে, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এমন এক বাস্তবতায় মেলার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়

প্রথম আলো, ১৮ আগস্ট ২০২৫

l সঠিক পদক্ষেপ কাজে না থাকলে নামের বাহাদুরি দেখিয়ে লাভ কী?

r সব সময় চুনোপুঁটি ধরি, রুই-কাতলা ধরা পড়ে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম আলো, ১৮ আগস্ট ২০২৫

l যোগ্যতা, দক্ষতা ও শক্তিমত্তার পরিচয় বটে!

r যাকে রাষ্ট্রপ্রধান বানানো হলো, তিনি লন্ডন গিয়ে সিজদা দিলেন : হাসনাত আব্দুল্লাহ

আমাদের সময়.কম, ২১ আগস্ট ২০২৫

l রাজনীতিবিদদের ভাষা আরেকটু শালীন হওয়া উচিত তবে নাহিদ-হাসনাতরা মানুষ চিনতে ভুল করেছেন কি না ভেবে দেখতে হবে তা হয়তো তাঁরা সময় মতো বুঝবেন

 

আন্তর্জাতিক

r গ্রিক অর্থোডক্স ব্যাংকের সব হিসাব জব্দ করল ইসরাইল

ইসরাইলি কর্তৃপক্ষ প্যাট্রিয়ার্কেটের কাছে লক্ষ লক্ষ শেকেল ও বকেয়া সম্পত্তি কর দাবি করেছে কিন্তু প্যাট্রিয়ার্কেট জানায়, তাদের মালিকানাধীন সম্পত্তি মূলত উপাসনালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য কাজে ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিক আইন ও ইসরাইলি আইনে করমুক্ত তারা এই পদক্ষেপকে “পবিত্র স্থানগুলোর মর্যাদা ক্ষুণ্ন এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত” বলে অভিহিত করেছে

আমার দেশ, ১৫ আগস্ট ২০২৫

l ইসরাইলের সন্ত্রাসের আরেকটি নমুনা বিশ্বকে বুঝতে হবে, ইসরাইলকে এভাবে ছাড় দিতে থাকলে শুধু নিরপরাধ মুসলমানরাই নয়, অন্যদেরকেও শান্তিতে বসবাস করতে দেবে না তারা আমেরিকারও এটা বোঝা উচিত আজকে কেন আমেরিকার কথাও ইসরাইল শোনে না! হয়তো আমেরিকা কড়া করে বললে বা কার্যকর পদক্ষেপ নিলে শুনবে আদেশ-উপদেশ তো ইসরাইল অগ্রাহ্য করছে সাহস দেখাচ্ছে

এখান থেকে বুঝতে হবে, তারা যে এই সন্ত্রাসী গোষ্ঠী ও রাষ্ট্রটিকে আদর-যত্ন করে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছে, তারা এখন তাদের মাথার ওপরই চড়ে বসছে সময় থাকতেই পৃথিবীর শান্তিকামী লোকদের ওই দুষ্ট হাতগুলো ভেঙে দেওয়ার পদক্ষেপ নিতে হবে সে সময় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে

r ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হবে যদি...

সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন, যদি ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন তবে এক্ষেত্রে কিয়েভকে যেনো কোনো ভূখণ্ড ছাড়া না লাগে, সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে

মানবজমিন, ১৬ আগস্ট ২০২৫

l ইতিমধ্যেই হিলারির শর্তে ট্রাম্প অকৃতকার্য হয়েছেন কারণ ট্রাম্প-পুতিনের প্রথম বৈঠকটি ফলাফল ছাড়াই শেষ হয়েছে ট্রাম্পের আজকের কথায় যা বোঝা যাচ্ছে, তিনি এ শর্ত পূরণ করতে পারবেন না তিনি বরং ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য ছাড় দিতে হবে এ কথা জানিয়ে দিয়েছেন সুতরাং হিলারিরও আর ট্রাম্পকে মনোনয়ন দিতে হবে না তবে একটু কথা আছে, হিলারি, ট্রাম্প এবং এসব দেশের নেতারা যে নোবেলের মনোনয়ন দেন, ভাগাভাগি করে নেন সেটা নিয়েও বিশ্বের মানুষের কিছু বোঝার থাকে ইউক্রেনের একটা যুদ্ধ বন্ধ করা গেলেই নোবেল পাওয়া যায়! তো তারা একবার যুদ্ধ লাগাবে, বন্ধ করাবে যুদ্ধগুলো বাঁধায় কারা? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কেন লেগেছে? এর পেছনেও তো সেই আন্তর্জাতিক মহলের স্বার্থ জড়িত আছে অথচ এই যুদ্ধের ক্ষতি বহন করেছে বিশ্বের সব দেশ একবার যুদ্ধ বাঁধাও, আবার বন্ধ কর এবং নোবেল প্রাইজ নাও এই তো খেলা!

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement