রবিউল আখির ১৪৪৬   ||   অক্টোবর ২০২৪

একটি ভিত্তিহীন দুআ ॥
খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ

আল্লাহুম্মা হানীয়াম মারীয়া

) اَللّٰهُمَّ هَنِيْئًا مَرِيْئًا(

কোনো কোনো মানুষকে উপরোক্ত বাক্যটিকে খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দুআ হিসেবে বলতে শোনা যায়। আবার কোনো কোনো মহিলাকে বলতে শোনা যায়Ñ এটি তরকারি চাখার দুআ।

এখন উপরোক্ত বাক্যটিকে যে বিষয়ের দুআই বলা হোকÑ এর কোনো ভিত্তি নেই। এটি একেবারেই মনগড়া একটি কথা।

এ দুআটি যে ভিত্তিহীন তা আরেকটি বিষয় থেকেও বোঝা যায়। তা হলÑ

খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া সুন্নতÑ এ কথাটিও আমাদের সমাজে অনেকের মাঝে প্রসিদ্ধ আছে আবার একেন্দ্রিক সমাজে কিছু জাল হাদীসও প্রচারিত আছে; যেমনÑ

যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায়, সে তিন শ ষাটটি রোগ থেকে নিরাপদ থাকে। তার মধ্যে সর্বনিম্ন হল কুষ্ঠ ও ধবল।

হাফেয সুয়ূতী রাহ. এবং ইবনে ইরাক রাহ. এ বর্ণনাকে জাল বলেছেন। (দ্র. যাইলুল লাআলিল মানসূআহ ১৪২; তানযীহুশ শারীআহ ২/২৬৬)

খাওয়ার শুরু-শেষে লবণ খাওয়ার আরো কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে; যার সবগুলোই জাল ও ভিত্তিহীন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখা যেতে পারেÑএসব হাদীস নয়’, খণ্ড : ১, পৃষ্ঠা : ১২৮-১২৯।

এখন ভেবে দেখুন, খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার বর্ণনাই যেখানে জাল ও বানোয়াট; তাহলে লবণ মুখে দেওয়ার দুআ কোন্ পর্যায়ের বানোয়াট কথা! 

 

 

advertisement