রবিউল আখির ১৪৪৫   ||   নভেম্বর ২০২৩

খবর অতঃপর

দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালাহয়ে গেছে : ওবায়দুল কাদের

প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৩

● পত্রপত্রিকায় এবং বিভিন্ন গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের যে অসংখ্য ছবি প্রতিদিন প্রকাশিত হয় সেগুলো তাকে একা একাই হয়তো দেখায়। অথবা কাদের সাহেব যেগুলো দেখেন, সেগুলো একাই হয়তো দেখেছেন। কথা সেটা নয়, যদি কথা সেটা হয়ও, তাহলে দ্বিমুখী নীতি কেন?

আওয়ামী লীগ ও ক্ষমতাবানেরা এক দিক থেকে আমেরিকার নীতির বিরোধিতা করছে, আমেরিকা কেন নিষেধাজ্ঞা দিচ্ছে? আমেরিকা কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামায়? আরেক দিক থেকে তারা কেন সেই একই দেশের প্রেসিডেন্টের সাথে সেলফি তুলতে আগ্রহী হল এবং সেটাকেই এখন তারা তাদের মর্যাদা হিসেবে, ক্ষমতাবানদের আরো ক্ষমতা বৃদ্ধি পেয়ে গেছে, সামনের নির্বাচনের জন্য তাদের রাস্তা খুলে গেছে বলে প্রচার করছে। সেটা কেন? দ্বিমুখিতা কেন?

এর জবাব কি তারা কখনো দেবে? যদি তারা মার্কিন প্রেসিডেন্টের ভক্তও হয়ে থাকে এবং তাঁর সাথে সেলফি তুলে সেটা প্রচারই করতে চায়, তাহলে তাদের পক্ষেই থাকুক। আবার তাদের বিরোধিতা করতে যায় কেন?

 

গভর্নরদের সূচকে ডি গ্রেড পেয়েছেন আব্দুর রউফ তালুকদার

গভর্নর হিসেবে একটি র‌্যাঙ্কিংয়ে ডি গ্রেডপেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

প্রথম আলো, ২৬ সেপ্টেম্বর ২০২৩

● প্রথমদিন থেকেই বোঝা যাচ্ছিল, তিনি কার কাজে কোন্ মিশন নিয়ে বসেছেন এবং কাদেরকে ছাড় দেওয়া ও কাদেরকে ডোবাতে বসেছেন। এটা শুরুতেই বোঝা যাচ্ছিল। প্রথম দিকে এসেই তিনি ঋণ খেলাপিদের পক্ষে, ব্যাংক লুটেরাদের পক্ষে যে সমস্ত নীতি নিয়েছেন তাতে আন্তর্জাতিক কোনো সূচকে তার ডি গ্রেডপাওয়া অপ্রত্যাশিত কোনো কিছু নয়। এর নিচেও যদি কোনো গ্রেড থাকত সেটাও তার জন্যই বরাদ্দ থাকত।

 

সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতি, ৬ তারকা হাসপাতালে

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুই দলের খেলোয়াড়দের (চলচিত্রাঙ্গনের নায়ক-নায়িকার) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত খেলোয়াড়রা চিকিৎসা নিতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে গেছেন।

বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

● এ না হল তারকা! এবার ভেবে দেখুন, যারা তাদেরকে তারকা মানেন এবং যারা তাদের ভক্ত তাদের হালত কী!

 

আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরোধে ঝরল দুই প্রাণ

বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম, ১ অক্টোবর ২০২৩

● অন্যদেরকে হামলা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে শেষ পর্যন্ত তো এমনিই হাত-পা চুলকাতে থাকবে। তখন আর কাউকে না পারলে নিজেরা নিজেরা তো মারামারি করাই লাগবে।

 

লন্ডনে শেখ হাসিনা : আমরাও স্যাংশন দেওয়ার ক্ষমতা রাখি

বাংলাদেশ প্রতিদিন, ৩ অক্টোবর ২০২৩

● সে আর বলতে! তবে কাদেরকে দেওয়ার অধিকার রাখি, সেটা এখন আর বললাম না।

 

বয়স ৮০-এর উপরে, সময় হয়ে গেছে, কান্নাকাটি করে লাভ নেই : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে স্থানীয় সময় সোমবার লন্ডনে নাগরিক সংবর্ধনায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, পৃথিবীর কোন্ দেশের সাজাপ্রাপ্ত আসামিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? কোনো দেশে পাঠায়? তারা এটা দাবি করে। আমাদের কেউ কেউ আতেল আছে। তারা বলে, একটু কি সহানুভূতি দেখাতে পারেন না! সে এভারকেয়ার, বাংলাদেশের সবথেকে দামি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়...

ইনকিলাব, ৩ অক্টোবর ২০২৩

● আসলে সময় সকলেরই আসবে। আর এই সময় কেউ ঠেকাতে পারবে না। কারণ কারটা আগে আসবে কারটা পরে আসবে- এটাও কেউ জানে না।

 

মূল্যস্ফীতির হার বেড়েছে, কমছে ক্রয়ক্ষমতা

যুগান্তর, ৪ অক্টোবর ২০২৩

● এটি এ সময়ের চরম বাস্তবতা এবং জনগণের প্রধান সমস্যাও বটে।

 

সন্ত্রাসী হামলা হয়েছে, আমরা ইসরাইলের পাশে আছি : মোদি

প্রথম আলো, ৮ অক্টোবর ২০২৩

● এটা উনি না বললেও জাতি জানত। নেতানিয়াহু এবং মোদিদের মধ্যে যে কোনো পার্থক্য নেই; মুসলিম নিধন, মুসলিম বিদ্বেষে সবাই যে একে অন্যের সাথে বরং কে কার আগে, কে কাকে ছাড়িয়ে যাবে, সেই অলিখিত প্রতিযোগিতায় থাকে- এটা বিশ্ববাসী আগে থেকেই জানে। এখন সেটা মোদি প্রচারও করে দিচ্ছে- তুমি ফিলিস্তিনীদের মারো, আমি কাশ্মিরীদের মারি। মোদিদের কাছে এর ব্যতিক্রম কিছু পেলেই বরং জনগণ অবাক হত। তবে কারোরই শেষ রক্ষা হবে না, ইনশাআল্লাহ।

 

ফিলিস্তিনীদের ওপর নিপীড়নের ফল এই ভয়াবহ যুদ্ধ : ইসরাইলী এমপি

যুগান্তর, ৯ অক্টোবর ২০২৩

একটি দেশ ও একটি জাতির সকল লোক তো আর একসাথে বিবেকহীন হয়ে যায় না। দুয়েকজন বিবেকবান লোকও থাকে।

গ্রন্থনা : ওয়ালিউল্লাহ খান

 

 

advertisement