রবিউল আখির ১৪৪৪   ||   নভেম্বর ২০২২

খবর ... অতপর ...

* সংকটের সুবিধাভোগী নির্দিষ্ট কিছু গোষ্ঠী দরিদ্র ও কোটিপতি দুটোই বাড়ছে

যুগান্তর, ৩ সেপ্টেম্বর ২০২২

# ধ্বংসাত্মক পুঁজিবাদের আসল প্রতিচ্ছবি।

 

* গণেশপূজা করলেন সালমান-শাহরুখ

কালের কণ্ঠ, ১ সেপ্টেম্বর ২০২২

# গণেষ কেন দুর্গাপূজাও যদি করে তবুও তারা যাদেরকে খুশি করতে চায় তাদেরকে কখনো খুশি করতে পারবে না। এত কিছুর পরেও এদেরকে যারা মুসলমান বলে তারা আরেকবার ভেবে নিতে পারে।

 

* লাখ কোটি টাকা খরচেও রেলে লোকসানের রেকর্ড

সমকাল, ১৮ সেপ্টেম্বর ২২

# শুধু রেল কেন বাংলাদেশ বিমান, বিআরটিসি, বিটিসিএল, টেলিটক, রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক মূলধন হিসেবে জনগণের টাকা গিলেই যাচ্ছে। লাভ বা সেবা কোনোটি কি দিতে পারছে? কথায় আছে, সরকার কা মাল দরিয়া মে ডাল। সরকারি এ প্রতিষ্ঠানগুলোর মনে হয় সে অবস্থাই হয়েছে। যে যার মতো করে লুটেপুটে খাচ্ছে। আর ভর্তুকির জন্য তো জনগণের ওপর চাপিয়ে দেওয়া করের বোঝা রয়েছেই। আজকের পৃথিবীতে অধিকাংশ উন্নত রাষ্ট্রগুলোর (এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও) মূল বাহন হচ্ছে রেল। দেশে দেশে উন্নত থেকে উন্নততর হচ্ছে আধুনিক রেল চলাচলব্যবস্থা। উড়োজাহাজের সাথে পাল্লা দিচ্ছে রেলের গতি, সেখানে আমরা ব্রিটিশ ও পাকিস্তানীদের দিয়ে যাওয়া সুবিধাগুলোই রক্ষা করতে পারিনি। উন্নয়নের জোয়ার বটে!

 

* বিদেশ সফরের ব্যস্ততায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার প্রায় অর্ধেক মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন বিদেশ সফর-সংক্রান্ত ব্যস্ততায়। বর্তমান মন্ত্রিসভায় রয়েছেন ৪৮ জন সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও মন্ত্রীদের ভ্রমণসূচি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সমকাল, ২১ সেপ্টেম্বর ২২

# মনে হচ্ছে ডলারে আবার দেশ ভরে গেছে। শ্রীলঙ্কাকে দেখে যা একটু আমরা ভীত হয়ে উঠেছিলাম এবং কৃচ্ছ্রতা সাধনের নমুনাস্বরূপ মন্ত্রী-এমপি ও সরকারের কর্তাব্যক্তিদের ওপর বিদেশ ভ্রমণে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল; কিছুদিন যেতে না যেতেই অলিখিতভাবে সেটি উঠে গেছে বলে মনে হচ্ছে। অথচ বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অর্থনীতির সকল সূচক এখনো নিম্নমুখী। মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির চাপে জনসাধারণের বেহাল দশা। কিন্তু মন্ত্রী সাহেবদের সেটা ভাবার অবকাশ কই? কিছুদিন বিদেশ ভ্রমণ না করতে পারলে তো সেটা বকেয়ার তালিকায় চলে যাবে। তাই দেশের অর্থনৈতিক অবস্থা যাই হোক, বিদেশ সফর চালিয়ে যেতেই হবে।

 

* ইভ্যালির জমা-খরচের কূল-কিনারা পায়নি আদালত গঠিত পর্ষদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ২৩ সেপ্টেম্বর ২২

# কিন্তু সে পর্ষদের সভাপতি, চরম বিতর্কিত ব্যক্তিত্ব, সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক তো দায়িত্ব নিয়ে বলেছিলেন, এটি লাভজনক করবেন। এখন লাভের হিসাব তো পরে, সে পর্ষদের পেছনে কত টাকা খরচ হল- সেটার হিসাব কি প্রকাশিত হয়েছে? আর ইতিমধ্যেই ই-ভ্যালির রাসেলের স্ত্রীকে দিয়ে সেটি চালুও করে দেওয়া হয়েছে। এটি কি একথার বার্তা বহন করছে না যে, এদেশে টাকার কাছে সবকিছু হার মেনে যায়! জনগণের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার পরও কিছুদিন হাউকাউ ও লোকদেখানো কিছু ব্যবস্থা নেয়ার পর প্রতারকদেরই আবার জয় জয়কার, যা পরবর্তীতে এমন আরও অনেককে প্রতারণার পথ বেছে নিতে উৎসাহিত করে।

 

* নুরানী ডায়িংয়ের শেয়ার

পাঁচ বছর পর জানা গেল কোম্পানিটি জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করেছে

প্রথম আলো, ২৯ সেপ্টেম্বর ২০২২

# অথচ শেয়ার বাজার জালিয়াতদের জন্য রয়েছে পৃথক একাধিক কর্তৃপক্ষ। যাদের পেছনে শত শত কোটি টাকাও রাষ্ট্রের খরচ হয়। এই ডিজিটাল উন্নয়নের যুগে একটি জালিয়াতির তথ্য পেতে যদি পাঁচ বছর লাগে তাহলে বুঝতেই হবে, ডাল মে কুছ কালা হায়। আসলে জালিয়াতির সাথে বাহ্যিকভাবে কাউকে জড়িত দেখলে এটা ভাবার অবকাশ নেই- সঙ্গে আর কেউ নেই। বরং...!

 

* এক বছরে প্রতি পরিবারকে গড়ে ৬ হাজার ৬৩৬ টাকা ঘুস দিতে হয়েছে : টিআইবি

যুগান্তর, ৩১ আগস্ট ২০২২

* ব্যবসায়ীদের অভিযোগ

সরকারি দপ্তরে টাকা ছাড়া কাজ হয় না

প্রথম আলো, ২ অক্টোবর ২০২২

# প্রথম আলোর এ সাংবাদিক কি বিদেশে বাস করেন, না হয় রিপোর্টের শিরোনাম করতে এত ভদ্রতা দেখালেন কোন্ কারণে? এদেশে কয়টি সরকারি অফিসের কাজ ঘুস ছাড়া উদ্ধার করা  যায়?

আর টিআইবি যে প্রতিবেদন দিয়েছে সেটাও নিশ্চয়ই অনুমান নির্ভর। বাস্তব ভুক্তভোগীদের সঠিক তথ্য ও পরিসংখ্যান পাওয়া গেলে ঘুসের পরিমাণ আরও অনেক বেশি হবে। সন্দেহ নেই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছুসংখ্যক সৎ ও ভালো লোকও রয়েছেন; কিন্তু ঘুস/উপঢৌকন-খোরদের দৌরাত্ম্যে সৎ আমলারা হিসাবেই আসেন না। অভিশপ্ত এই ঘুস-ব্যবস্থার কোনো পরিবর্তন তো হচ্ছেই না; বরং গণমানুষ এখন এতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর ঘুসখোরেরা বেতনভাতার মতো ঘুসের হারও বছর বছর বৃদ্ধি করে যাচ্ছে। হাল আমলে গুডগভর্নেস  শব্দযুগল ব্যবহার করা হয়। জানি না এর ব্যাখ্যা কী?

 

* ইন্দোনেশিয়ায় পদদলনে নিহত বেড়ে ১৭৪, ফুটবল ম্যাচে নিরাপত্তা পুনর্মূল্যায়নের নির্দেশ প্রেসিডেন্টের

প্রথম আলো, ২ অক্টোবর ২০২২

# মুসলমানরা অহেতুক কাজে আর কত নিজেদের জান-মাল হানি করবে? বিজাতীদের তথাকথিত বিনোদন ও সংস্কৃতিতে মগ্ন হয়ে নিজেদের সকল স্বকীয়তাই বিসর্জন দেওয়া হচ্ছে। সম্পদের সাথে জীবনহানিও ঘটছে অহরহ।

 

* ভোটের মাঠে দুই সতিন ও সাবেক স্বামী-স্ত্রী

যুগান্তর, ২ অক্টোবর ২০২২

# আগে বলা হত, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন যোগ করা যেতে পারে, রাজনীতিতে আত্মীয়তা বলে কিছু নেই। জনসেবার (!) জন্য সব সম্পর্কই জলাঞ্জলি দেওয়া যায়।

 

* বিএনপি আবার ক্ষমতায় গেলে জোট বেঁধে নির্যাতন করবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ

যুগান্তর, ২ অক্টোবর ২০২২

# এ বৃদ্ধ বয়সেও তোফায়েল সাহেবের এত ভয় কেন? অবশ্য মুশতাকের মন্ত্রিসভার সদস্যদেরকে কোনো কালেই তো সাহসী বলা যায়নি।

 

* ই-গেমে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন সৌদি যুবরাজ

যুগান্তর, ২ অক্টোবর ২০২২

# যেমন ব্যক্তি তেমন কর্ম। কখনো ইউরোপীয়ান ফুটবল ক্লাবে শত শত কোটি ডলারের বিনিয়োগ, কখনো প্রমোদতরী ও বিভিন্ন দেশে বিলাসবহুল প্রাসাদ ক্রয়ের খবর, কখনো বা হলিউড-বলিউড তারকাদের জন্য রাজসিক সফরের আয়োজন। কোনটিতে পিছিয়ে আছেন তিনি!

 

* অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটালেন ঠিকাদার!

ইত্তেফাক, ২ অক্টোবর ২০২২

# সরকার ব্যবস্থা কেমন চলছে তার সামান্য একটি নজীর। ঠিকাদাররা এ দুঃসাহস কী কারণে অর্জন করতে পারে- তা তো ওয়াকিফহাল মহলের অজানা নয়।

 

* আমি মুসলিম কিন্তু মানবধর্মে বিশ্বাসী : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

বাংলাদেশ প্রতিদিন, ২ অক্টোবর ২০২২

# আইভি ইসলাম সম্পর্কে কী পড়াশোনা করেছেন জানি না। অবশ্য মানবতা বলতে যা বোঝায় তার পুরোটাই ইসলামে রয়েছে। ইসলামের নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জাহেলী যুগেই মানবতার সর্বোচ্চ তালীম দিয়ে গেছেন এবং বাস্তবেও তা রূপায়িত করেছেন। সুতরাং ইসলাম থেকে মানবতাকে পৃথক করার সুযোগ নেই। কেউ মুসলিম হয়েও ভিন্ন জায়গায় মানবতা খুঁজলে বুঝতে হবে, সে আসলে ইসলামকে জানেনি, বোঝেনি।

 

* শেখ হাসিনার আমলে গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে, দেশের ইতিহাসে তা পায়নি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি

বাংলাদেশ প্রতিদিন, ২ অক্টোবর ২০২২

# কথাটি শুনে পাকিস্তানের জেনারেল মোশাররফের একজন অনুসারী সাংবাদিকের কথা মনে পড়ে গেল। পত্রিকায় পড়েছি, সে লোক বলেছিল, পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক শাসক জেনারেল মোশাররফ গণমাধ্যমকে যে স্বাধীনতা দিয়েছে আর কেউ দিতে পারেনি। পরে সে দেশেরই অন্যান্য সাংবাদিকরা এ নিয়ে হাস্যরস করেছে এবং বলেছে, মোশাররফ একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের সমর্থনের জন্য টাকা ও লাইসেন্স দিয়ে নামে বেনামে অনেকগুলো সংবাদমাধ্যম তৈরি করেছে। এটি যদি গণমাধ্যমের স্বাধীনতা হয় তাহলে তো বলার কিছু নেই। আমাদের দেশের মন্ত্রীর কথা নিয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন মনে হচ্ছে না।

 

* ব্যাংক থেকে ৪০০ কোটি লোন নিয়ে ভারতে অবস্থান সমীর দত্তের

নয়াদিগন্ত, ৩ অক্টোবর ২০২২

# এখন তো সমীর দত্ত, পিকে হালদার, এসকে সিনহা, অমুক গুপ্ত, তমুক সেনদেরই যুগ। এসব নিয়ে কি বেশি মাতামাতি করা  উচিত? তারা যেভাবে খুশি টাকা জমাবে। আবার যখন খুশি ওপারে চলে যাবে। এটি তাদের একপ্রকার অলিখিত অধিকারই বটে।

 

* বিশ্ব বসতি দিবস আজ

ঢাকার ৭০% মানুষের নেই নিজের ঘর

সমকাল, ৩ অক্টোবর ২২

# তা না থাকুক, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয়ও বাড়ছে এবং ঢাকা শহরের অসংখ্য উঁচু ভবন দেখে বাইরে থেকে একথা বোঝার উপায়ও নেই, এই শহরেরই সত্তর ভাগ লোক ভাড়া বাড়িতে বাস করেন। ধনতান্ত্রিক অর্থনীতির এটি আরেকটি প্রহসন।

 

* ধর্ম যার যার, উৎসব সবার : মির্জা ফখরুল

সমকাল, ৩ অক্টোবর ২২

# ফখরুল কি দল বদলি করেছেন? এটি তো তার দলের স্লোগান ছিল না। তিনি আবার পূজাপন্থি হয়ে উঠলেন কবে? আগে লোকটিকে কেউ কেউ বামপন্থী বলতে শুনেছি।

 

* একই উঠানে মসজিদ-মন্দির, শ্রদ্ধা-সম্প্রীতির প্রাচীন বন্ধন

কালের কণ্ঠ, ৩ অক্টোবর ২০২২

# বিষয়টি একাধারে কুরআন-গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করে অনুষ্ঠান শুরু করার মতোই। ধর্ম যেন ডাল, চাল ও সবজির নাম। একত্র করে দিলেই খিচুড়ি হয়ে যায়, খেয়ে নেওয়া যায়।

 

* বিএনপির মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস পুরনো : সুলতানা কামাল

ইত্তেফাক, ৩ অক্টোবর ২০২২

# কত পুরনো? ব্রিটিশ আমল, পাক আমল এবং ১৯৭২ থেকে ৭৪; এসব সময় সম্পর্কে কি সুলতানা কামাল কিছু বলেছেন? অবশ্য এটি তো ঠিক যে, এদেশে কোনো রাজনৈতিক দলের কাছেই ক্ষমতা থেকে উপরে কখনো কোনো কিছু স্থান পায়নি এবং পাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। কিন্তু সুলতানা কামালরা এসব ক্ষেত্রে জাতির জন্য কী ভূমিকা রাখছেন?

 

* একটি ডেমুও সচল নেই, দায় নিচ্ছে না কেউ

১৯৫৩ সালে কেনা রেলের ইঞ্জিন এখনো কার্যকর। চীন থেকে কেনা ডেমু অচল হয়েছে তিন থেকে সাত বছরে।

প্রথম আলো, ৪ অক্টোবর ২০২২

# এই দায় না নেওয়া এবং কোনো বিচার বা ব্যবস্থা হবে না- এমন সাহসেই দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা ও সংশ্লিষ্টরা রাষ্ট্র ও জনগণের সর্বনাশ করে থাকে। ওই অপরাধগুলো তো কোনো অদৃশ্য লোক করেনি; বরং যাদের মাধ্যমে এগুলো কেনা হয়েছে, যারা অনুমোদন দিয়েছে, যারা ব্যবস্থপনায় জড়িত ছিল তাদের সবার নাম-ঠিকানা ও যাবতীয় হিসাব-নিকাশ নথিতে সংরক্ষিত থাকবে। সুতরাং রেলমন্ত্রী যে অপারগতা দেখাচ্ছেন সেটি কেন- তাও ভাবার অবকাশ রয়েছে।

 

* বিএনপি আমলের ১০০ দিনের আমলনামা নিয়ে জয়ের পোস্ট

ইত্তেফাক, ৪ অক্টোবর ২০২২

# দিনকাল তো বদলেছে। আগে বলা হতো, তারাই সত্যিকারের বুদ্ধিমান, যারা আয়নায় নিজের চেহারা দেখে।

 

* নিজেকে ইহুদিবাদী ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের

বাংলাদেশ প্রতিদিন, ৫ অক্টোবর ২০২২

# ঘোষণা না দিলেও যুগ যুগ থেকে আমেরিকার সাথে যৌথভাবে ব্রিটিশ সরকারগুলো ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এ সত্য তো কারও অজানা নয়। তবে ঐ ভদ্র মহিলার ক্ষমতা নড়বড়ে অবস্থা হওয়াই হয়তো আমেরিকা, ইসরায়েল ও ইহুদী লবির আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন।

 

* খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস মিয়ানমারের : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ প্রতিদিন, ৫ অক্টোবর ২০২২

# দুষ্ট লোকেরা কাউকে দুর্বল এবং কৌশলহীন ভাবলে যা হয়।

 

* মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য রাজউকের উপহার

অথচ রাজউকের প্লট বরাদ্দসংক্রান্ত বর্তমান বিধিমালায়, মন্ত্রী বা সংসদ সদস্যদের জন্য বিশেষ কোনো সুবিধা নেই।

প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২

# এ আর নতুন কী? একসময় বলা হত, একটি বিষয়ে অন্তত জাতীয় সংসদে সবদলের ঐকমত্য পাওয়া যায়। তা হচ্ছে সংসদ সদস্যদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি। দেশের জমিজমা টাকা পয়সা সবকিছু তো আসলে তাদের। তারা নিজেরা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকবে ততটুকুই সাধারণ জনগণের।

 

* ডিজিটাল সিকিউরিটি আইন : ক্ষমতাবানদের সমালোচনা বা কৌতুক করলেই মামলার ঝুঁকি

বিবিসি বাংলা, ৬ অক্টোবর ২০২২

# সুতরাং খবর অতঃপর বিভাগে যেন এমন কোনো সমালোচনা না ছাপানো হয়। কিন্তু সমস্যা হয় যখন পর্যালোচনাকে সমালোচনা এবং কল্যাণকামিতাকে তিরস্কার ভাবা হয়।

 

* যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবার ৩১ লাখ কোটি ডলার ছাড়াল

যুগান্তর, ৭ অক্টোবর ২০২২

# এটি হচ্ছে বিশে^র সবচেয়ে বড় অর্থনীতির দেশের চিত্র। সাথে সাথে পুঁজিবাদী ব্যবস্থা বোঝার জন্য একটি উদাহরণ।

 

* বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দেশ যেন দুর্ভিক্ষের মুখে না পড়ে, প্রস্তুত থাকুন

আলোকিত বাংলাদেশে, ১৩ অক্টোবর ২০২২

# তবুও ভালো অনেক বছর উন্নয়নের সাগরে ডুবে থেকে আমরা এখন বাস্তব অর্থনীতিকে স্বীকার করে নেওয়ার পথে হাঁটছি। অবশ্যই সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নেওয়া দরকার।

 

* সরকারি ভবন

বিপুল ব্যয়ের ভবন কাজে লাগে না

বিশেষজ্ঞরা বলছেন, বহুতল ভবন নির্মাণ করে বছরের পর বছর ফেলে রাখা রাষ্ট্রীয় সম্পদের বিরাট অপচয়।

প্রথম আলো, ১৩ অক্টোবর ২০২২

# কাজে লাগেনি কে বলল? বিল্ডিং বানাতে শত শত কোটি টাকা খরচ হয়েছে তা কি জিডিপি প্রবৃদ্ধিতে অবদান রাখেনি? সুতরাং সংশ্লিষ্ট বিভিন্ন জনের হাতে চলে যাওয়া টাকাগুলো হিসাব না করলেও তো বুঝতে হবে এ বিল্ডিং নির্মাণ খাত সংশ্লিষ্ট অসংখ্য শিল্পে ব্যাপক অবদান রেখেছে। রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি কম কীসে? একসময় হয়তো স্লোগান হবে, ভবন কাজে লাগানো বড় কথা নয়, ভবন বানানোই বড় কথা। রেল চলাচল বড় কথা নয়, রেল লাইন তৈরি করাই বড় কথা। যাত্রী পরিবহন মূল বিষয় নয়, নতুন নতুন বিমান ও রেলওয়ে ইঞ্জিন ও বগি কিনতে থাকাই বড় বিষয়।

 

* দায়িত্বজ্ঞানহীন কেউ যেন ক্ষমতায় না আসে সে জন্য সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

নয়াদিগন্ত, ১৪ অক্টোবর ২০২২

# সতর্কবাণী যথাযথ তবে মূল গুরুত্বপূর্ণ বিষয় হল, গদিতে বসার পর কে কতটুকু দায়িত্বসম্পন্ন থাকে সেটি।

 

* দানাদার খাদ্য মাছ গোশত ডিম উৎপাদনে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

নয়া দিগন্ত১৫ অক্টোবর ২০২২

# স্বয়ংসম্পূর্ণ তো বটেই। তবে সেটি একশ্রেণির লোকের জন্য। দেশে যদি সবকিছুই হয়ে যায় আমদানি করতে হয় কেন? আর দেশে যাদের নুন আনতে পানতা ফুরায় অবস্থা তারা আমিষের চিন্তা করবে কীভাবে? এটি মাথাপিছু গড় আয়ের মতোই কথা। সকল মাথার ভাগেই তিন হাজার ডলার আছে। কিন্তু অধিকাংশের মাথায় হাত বুলালে শুধু শূন্যই পাওয়া যায়।

 

* আইএসপিএবির কর্মশালায় মোস্তফা জব্বার

রাজনৈতিক নেতাদের মধ্যে শেখ হাসিনাই প্রথম কম্পিউটার ব্যবহার করেন

প্রথম আলো, ১৫ অক্টোবর ২০২২

# এভাবে না বললে মোস্তফা জব্বারের মতো লোকেরা মন্ত্রী হতে পারেন?

 

* আমদানি করা বিদ্যুৎ কি বোঝা হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য

বিবিসি বাংলা, ১৫ অক্টোবর ২০২২

# উঠতে পারে না, ইতিমধ্যে হয়ে উঠেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্যুৎ পাওয়ার আগেই তো ভাড়া পরিশোধ শুরু হয়ে গেছে।

 

* দুই কর্মকর্তাসহ ৪ পুলিশকে পেটাল গ্রামবাসী

যুগান্তর, ১৫ অক্টোবর ২০২২

# এটি অনাকাক্সিক্ষত এবং অসমর্থনযোগ্য। তবে ঐ পুলিশেরা গ্রামবাসীর সাথে কী আচরণ করেছে তাও খতিয়ে দেখা দরকার।

 

* লুটপাট, মাস্তানি উন্নয়ন আকাক্সক্ষাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে : ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রথম আলো, ১৬ অক্টোবর ২০২২

# প্রবীণ এই অধ্যাপকের বাক্যে সুন্দর শব্দ রয়েছে, উন্নয়ন আকাঙ্ক্ষা। কিন্তু সে আকাক্সক্ষাটি কি এখন আর অবশিষ্ট আছে?

 

* সাকাপুত্রের (নারায়ে তাকবীর আল্লাহু আকবার) স্লোগানের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

জাগো নিউজ, ১৬ অক্টোবর ২০২২

# নারায়ে তাকবীর মানে হল, আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করো। মসজিদগুলোতে দৈনিক পাঁচ বার এ ধ্বনি উঁচু হয়। পৃথিবীর শত কোটি মানুষ প্রতিদিন নামাযে এ ধ্বনি উঁচু করে। পবিত্র হজে¦র সময় লক্ষ লক্ষ হাজ্বী একত্রে উচ্চৈঃস্বরে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে। তাহলে এ ধ্বনির বিরুদ্ধে বিক্ষোভকারীরা কী বোঝাতে চায়। তারা আসলে এ দেশে কার এজেন্ট? ষোল কোটি মুসলমানের দেশে তারা কার দালালী করছে?

 

* মুসলিম গণহত্যা : ইতিহাসের সাক্ষীতে প্যারিসে আলজেরিয়দের গণহত্যার খবর ধামাচাপা দেবার কাহিনি

বিবিসি বাংলা, ১৮ অক্টোবর ২০২২

# ইউরোপীয় মানবাধিকারের নমুনা!

 

 

advertisement