মুহাররম ১৪৪৪   ||   আগস্ট ২০২২

খবর ... অতঃপর ...

# পুলিশের তদন্ত

পুলিশের গাড়িতে তুলে নিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই

-প্রথম আলো, ২৫ জুন ২০২২

* প্রবাদ আছে, রক্ষকই ভক্ষক, বেড়াই ক্ষেত খেয়ে ফেলেছে। এমন আরও প্রবাদ আছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।

 

# আফগানিস্তানে ভূমিকম্প

এই বিপর্যয় মোকাবিলার সক্ষমতা তালেবানের নেই

-প্রথম আলো, ২৬ জুন ২০২২

* কাপুরুষ এবং গোলাম জাতীরা শুধু নিজেরাই গোলামী করে না; স্বাধীনচেতা ও স্বনির্ভর কাউকে দেখলেও তাদের হিংসা হয়। নিজেদের গোলামীতে তাদেরকে টেনে নিয়ে আসতে চায়। এ ধরনের উক্তি এ  কথাই প্রমাণ করে। পৃথিবীর বিভিন্ন দেশ এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বড় ছোট সব দেশই ঋণনির্ভর হয়ে চলে। আইএমএফের ঋণ, ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের বোঝায় জাতিকে তারা দায়গ্রস্ত করে রাখে। প্রতিটি ব্যক্তির মাথাপিছু মোটা অংকের ঋণ থাকে। কিন্তু আফগানিস্তানের বর্তমান ইসলামী সরকারের অবস্থা সর্ম্পূর্ণ বিপরীত। তাদেরকে কোনো অর্থসহায়তা তো কেউ দেয়ই না; বরং তাদের বৈধ টাকা পৃথিবীর মোড়লরা আটকে রেখেছে। সেই টাকাটা ফেরত দিতে তারা বারবার দাবি জানিয়ে আসছে। ভূমিকম্পের পর তারা এ দাবি আরও জোরালো করেছে। তাদের রাষ্ট্রীয় টাকা আটকে রেখেছে। অন্যান্য দেশ ঋণও করছে আবার এ ধরনের কোনো বিপর্যয়ে পড়লে তো কোনো কথাই নেই ত্রাণের বন্যা বয়ে যায় তাদের জন্য।

কোথায় গেছে পৃথিবীর মানবিকতা? সবকিছুর প্রমাণ তো হয়ে গেছে। এসব কিছুর পরেও আফগানিস্তান দৃঢ়তার পরিচয় দিতে পেরেছে। এর কারণ হল, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, স্বনির্ভরতা, গোলামী না করার দৃঢ়চেতা সিদ্ধান্ত। যারা গোলামী পছন্দ করে তারা এমন জাতিকে পছন্দ করবে কী করে? এজন্য মাঝে মাঝেই আমরা এধরনের নেতিবাচক খবর দেখতে পাব।

 

# গুজরাট দাঙ্গা

মোদির মামলা খারিজের পরদিন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে আটক

-প্রথম আলো, ২৬ জুন ২০২২

হ একসময়ের স্বীকৃত কসাই। আমরা বলি না। যারা বলেছে আমরা তাদের শব্দ নকল করছি কেবল। এ উপাধী মুসলমানরা দেয়নি। একই অভিযোগে অনেকদিন পর্যন্ত মোদিজির আমেরিকার ভিসাও বন্ধ ছিল। এখন তার সরকার ক্ষমতায় এসে তার মামলাগুলো খারিজ করে দিয়েছে। আমরা দেখি, দেশে দেশে নেতা-নেত্রীদের নামে হাজার হাজার মামলা হয়; এরপর যারা ক্ষমতায় আসে তারা নিজেদের মামলাগুলো খারিজ করে দেয়। এখন যদি গুজরাট ও দিল্লিতে অন্য সরকার ক্ষমতায় থাকত তাহলে বোঝা যেত মামলার প্রকৃত অবস্থা। এ মামলাগুলো খারিজই করা হচ্ছে, যারা সত্য কথা বলতে চায়, যারা মানবিকতার পরিচয় দিতে চায় তাদেরকে দমন করার জন্য। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেওয়ার অজুহাতে এতদিন পর দিল্লির সাংবাদিক যুবায়েরের গ্রেফতারও একই সূত্রে গাঁথা।

 

# তলেতলে একজোট সৌদি আরব ও ইসরায়েল

-প্রথম আলো, ২৭ জুন ২০২২

# ইসরায়েলকে সুবিধা দিতে সব উড়োজাহাজের জন্যসৌদির আকাশসীমা উন্মুক্ত

-প্রথম আলো, ১৫ জুলাই ২০২২

# আকাশ উন্মুক্ত মানেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নয় : সৌদি আরব

-প্রথম আলো, ১৭ জুলাই ২০২২

* ইসলামের চির শত্রু ইহুদীদের সঙ্গে বন্ধুত্বই ক্ষমতার তরী ডোবানোর জন্য যথেষ্ট।

 

# নূপুর-ক্ষতের মধ্যেই আমিরাতের প্রেসিডেন্টের সাথে তীব্র আলিঙ্গন মোদির

-নয়া দিগন্ত, ২৯ জুন ২০২২

* এজন্যই আরব দেশগুলোর নূপুর বিষয়ে রাজনৈতিক অবস্থানকে অনেকেই সন্দেহের চোখে দেখছে। এটি তাদের নাগরিকদের দ্বীনী অনুভূতি ও জযবা দমিয়ে রাখার কৌশল ছিল। আসলে ভেতরে ভেতরে তারা এখনো মাসতুতো ভাই-ই থেকে গেছে। ভারত-আমেরিকাপ্রীতি তাদের কাছে নবীপ্রেম থেকে ঢে... ...র বড়। এরই তারা প্রমাণ দিয়ে যাচ্ছে বার বার।

 

# ভারতে তালেবানি মানসিকতাবরদাশত করা হবে না : আজমির শরিফ প্রধান

-প্রথম আলো, ২৯ জুন ২০২২

হ* মাযারপূজারীদের সাথে পৌত্তলিকদের মিল আগেও পরিষ্কার ছিল। কিন্তু রাসূল অবমাননার প্রতিবাদকে তালেবানী মানসিকতা বলে গালি দিয়ে তারা তো নিজেদের মুখোশ পুরোপুরি খুলে দিল। মুখে নবীর ভালবাসা আর কাজে নবীর দুশমনদের পক্ষাবলম্বন! আর কতদিন চলবে এ ব্যবসা?

 

# ন্যাটো সম্মেলনের ক্যাফেতে রাশিয়ান সালাদ

-প্রথম আলো, ২৯ জুন ২০২২

* একূল-ওকূল দুটি রক্ষা করে যুদ্ধ যুদ্ধ খেলা খেলে নিজেদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ উদ্ধারই মোড়ল রাষ্ট্রগুলোর কাজ। রাশিয়াবিরোধী মিটিং আবার খাবার রাশিয়ান- এরই হয়তো ইঙ্গিত বহন করে।

 

# ইউনিয়ন ব্যাংকে সমস্যা হয়েছে আমরা দেখছি

ইউনিয়ন ব্যাংকের ৯০% ঋণই খেলাপি। এমন তথ্য সম্পর্কে প্রশ্নের জবাবে গভর্নর ফজলে কবীর।

-প্রথম আলো, ৩০ জুন ২০২২

* ভদ্রলোক তো অবসরে চলে গেছেন। তিনি কী দেখে গেছেন? আচ্ছা একটা ব্যাংক প্রায় দেওলিয়া হয়ে যাওয়ার পরই কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের দেখার সময় আসে!? তাদের না ব্যাংকগুলোর যাবতীয় কার্যক্রম মনিটরিং ও তদারকি করা নিয়মিত দায়িত্ব। আরেকটি কথা, এ ব্যাংকটি সরকারকে সমর্থন দেওয়ার তোহফাস্বরূপ জেনারেল এরশাদ সাহেব পেয়েছিলেন। আবার এটি নিজেদেরকে শরীয়াহ ব্যাংক হিসাবেও দাবি করে থাকে। আবুল মাল সাহেব মারা গেছেন। জানি না আবার কোন্ মন্ত্রী বলে বসেন- এটা কোনো টাকা হল, রাবিশ!

 

# গোটা জাতির কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত : ভারতের সুপ্রিম কোর্ট

-প্রথম আলো, ১ জুলাই ২০২২

* কিন্তু সে দেশের হিন্দুত্ববাদীরা এতই বেশি শক্তিশালী যে, সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তকে এখনও তারা বৃদ্ধাঙ্গুলী দেখিয়েই চলেছে। ক্ষমা চাওয়া তো দূরের কথা, এখনো কোনো বিবৃতিই দেয়নি। মুসলমানদের ঘর-বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, বেছে বেছে মুসলিম সাংবাদিক ও নেতৃবৃন্দকে জেলে পোরা তাদের জন্য সহজ হলেও ভারতের পুলিশ এখনো নূপুর শর্মাকে গ্রেপ্তারের সাহস দেখাতে পারেনি। এদিকে নতুন খবর (১৯ জুলাই ২২) হল, ভারতের সুপ্রিম কোর্টই আবার নূপুরকে গ্রেপ্তার করতে বারণ করে দিয়েছে। হায়রে গান্ধি-নেহরুর সেক্যুলার ইন্ডিয়া!

 

# ইভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট খালি, পাওনাদারদের টাকা ফেরত অসম্ভব’- উচ্চ আদালত কর্তৃক গঠিত ইভ্যালির বর্তমান নতুন বোর্ডের চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক

-মানবজমিন, ১ জুলাই ২০২২

* কেন ইভ্যালির পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার জন্য গঠিত কমিটির দায়িত্ব পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক তো প্রথম দিনই বলেছিলেন, তিনি ব্যবসাটিকে ৬ মাসে লাভজনক করে তুলবেন। অথচ এতদিন যাওয়ার পর এখন বলছেন, ইভ্যালির সার্ভারের একসেসই তাঁরা এখনও পাননি। সেটাতেই তাঁরা এখনো প্রবেশ করতে পারেননি। আচ্ছা, এই করিৎকর্মা ভদ্রলোকেরা এত মাসে যে ভাতা ও পারিতোষিক নিয়েছেন সেগুলো দিয়েও তো কিছু লোকের পাওনা হয়তো আদায় করা যেত।

 

# গ্যালপের প্রতিবেদন

বিষণœ দেশের তালিকায় সপ্তম বাংলাদেশ

-বণিক বার্তা, ০৪ জুলাই  ২০২২

* উন্নয়ন-অবনমন, কোটিপতির সংখ্যাবৃদ্ধি, বিপন্ন ও বিষণœ গণমানুষের ঢল- এটিই হল নব্য ধনতন্ত্র ও পুঁজিবাদ। এ তন্ত্রের একটি দেশ একইসাথে উন্নত ও বিপন্ন, ধনাঢ্য ও বিষণœ এবং বাস অনুপোযোগী হতে কোনো বাধা নেই।

 

# গতবারের চেয়ে সাড়ে ৮ লাখের বেশি পশু কুরবানি হয়েছে দেশে

-যুগান্তর, ১১ জুলাই ২০২২

হ একশ্রেণির লোকের অব্যাহত পশু জবাই ও কুরবানী বিরোধী প্রোপাগান্ডার পরও...

 

# শ্রীলঙ্কা সংকট

মালদ্বীপে পালালেন প্রেসিডেন্ট গোতাবায়া

-প্রথম আলো, ১৩ জুলাই ২০২২

# গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপে ক্ষোভ

-প্রথম আলো, ১৩ জুলাই ২০২২

# দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিলেন মাহিন্দা-বাসিল

-প্রথম আলো, ১৪ জুলাই ২০২২

* যারা অনেক সময় কর্তৃত্ববাদী ও জালেম ক্ষমতাসীনদের দীর্ঘদিন ক্ষমতায় থাকা ও জুলুম চালিয়ে যাওয়া দেখে নিরাশ হয়ে ওঠেন; রাজাপক্ষে পরিবারের এই চরম লজ্জাজনক পতন তাদের জন্য আশার আলো বটে। যাদের দাপটে শ্রীলঙ্কা কেঁপেছে বহু বছর আজ তাদের পালাবার পথ পেতেও অনেক বেগ পেতে হয়েছে। হায় যদি এ থেকে অন্যান্য জালেম শাসকরা শিক্ষা নিত!

 

# করোনা বেশ চতুর হয়ে উঠছে : ডব্লিউএইচও

-প্রথম আলো, ১৫ জুলাই ২০২২

ভিন্ন ভাষায় বললে, আমরা, দুনিয়ার চিকিৎসক, বিজ্ঞানী, নীতি-নির্ধারক ও সাধারণ লোকজন আরও বেশি অসহায় হয়ে পড়েছি। ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি জীবাণু আমাদের অসহায়ত্ব ও অসামর্থ্যকে সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে।

 

# যুক্তরাষ্ট্রও ভুল করেছে : সাংবাদিক জামাল খাশোগি বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যের পর তাকে লক্ষ করে সৌদি যুবরাজের উক্তি

-প্রথম আলো, ১৬ জুলাই ২০২২

* পৃথিবীব্যাপী কর্তৃত্ববাদী একনায়ক ক্ষমতাসীনদের এগুলো হচ্ছে সম্মিলিত ভাষা। যেকোনো অন্যায়, অবিচার, মানবাধিকার লঙ্ঘন, হত্যা, নির্যাতন নিয়ে একদেশ অন্য দেশের বিরুদ্ধে কথা বললে, অথবা দেশের কোনো দল সরকারের বিরুদ্ধে কথা বললে একটাই জবাব হয়, তোমাদের দেশেও তো এমন হত্যা-নির্যাতন হয়, মানবাধিকার লঙ্ঘন হয় অথবা তোমরা সরকারে থাকতেও তো এমন হত্যাকা- ঘটেছে। অর্থাৎ দুষ্ট জালেমরা দেশে দেশে তাদের অপকর্ম বৈধতা দেয়ার জন্য শুধু একটি দলীলকেই যথেষ্ট মনে করে, অন্যরা করছে তো আমরা করলে দোষ কী? কিন্তু সব জুলুমেরই একটি সমাপ্তি আছে। সকল জালেমের পতনই অবশ্যম্ভাবী। শুধু সময়ের অপেক্ষা মাত্র।

 

# রাশিয়া, ইরান ও চীনকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না : বাইডেন

-প্রথম আলো, ১৬ জুলাই ২০২২

হ ইতিমধ্যেই ওই অঞ্চলে চীন-রাশিয়ার যে বাণিজ্যিক প্রভাব রয়েছে বাইডেন কি খোলা চোখে তা দেখতে পারেন না। ভদ্রলোক আসলে ভারি বিপদেই আছেন। আমেরিকার একচ্ছত্র মোড়লগিরির অবসানের সময় দ্রুতই ঘনীভূত হচ্ছে।

 

# চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে : মেনন

-মানবজমিন, ১৬ জুলাই ২০২২

# বাংলাদেশ তালেবান রাষ্ট্রের দিকে যাচ্ছে : সম্মিলিত সামাজিক আন্দোলন

-প্রথম আলো, ১৮ জুলাই ২০২২

* আফগানিস্তান কীভাবে হল? সেখানে তো ইসলামের অনুশাসন রয়েছে। সেখানে তো বর্তমান সরকার ইসলামী বিধি-বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইনসাফ ও ন্যায় বিচার, অন্যের গোলামী না করে নিজস্ব উৎস থেকে রাষ্ট্র পরিচালনা করা- এসব বিষয় তাদের বৈশিষ্ট্য- তা তো কেউ অস্বীকার করতে পারছে না। এদেশে কি এসব আছে? মেনন সাহেবদের পুরোনো রঙ্গিন চশমায় সাদাকে কালো, কালোকে সাদা দেখার চরিত্র তো রয়েছেই; সঙ্গে বার্ধক্যে এসে নিজের জীবনের মিশনের ব্যর্থতা দেখে লোকটির ভীমরতিও হয়েছে বলে মনে হয়।

 

# মাদকে সর্বনাশ

সেরা সুন্দরীর করুণ পরিণতি

-মানবজমিন, ১৬ জুলাই ২০২২

*  

حسن تيرا چند روز آخر فنا ہو جائیگا

جس پہ تیرا نازہے وہ خاک میں مل جائیگا

রূপ তোমার কয়েকদিনের তারপর ক্ষয়ে যাবে;

যা নিয়ে এত গর্ব তা তো মাটিতে মিলিয়ে যাবে।

 

# ঋণ খেলাপিদের জন্য আরো বড় ছাড়

আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণীকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার যুক্তি দেখিয়ে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের আরো বড় ছাড় দিয়েছে। ফলে খেলাপি ঋণ নিয়মিত করতে এর আড়াই থেকে সাড়ে চার শতাংশ অর্থ জমা দিলেই চলবে। আগে যা ছিল ১০-৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে পাঁচ থেকে আট বছরে। আগে  এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হত। আবার নতুন করে ঋণও পাওয়া যাবে।

আবদুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসাবে যোগদানের পাঁচ কর্ম দিবসের মাথায় বাংলাদেশ ব্যাংক নতুন এ নীতিমালা জারি করেছে।

-প্রথম আলো, ১৮ জুলাই ২০২২

* নতুন গভর্নর ভদ্রলোক নিজের ভবিষ্যত কর্মপন্থা শুরুতেই বুঝিয়ে দিলেন আরকি!

দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার প্রবণতা তো পুরোনো। এখন নতুন গভর্নরও চিনিয়ে দিলেন তিনি কার পক্ষের লোক!

প্রথম আলোর ঐ সংবাদের একেবারে শেষে এটিও লেখা রয়েছে- ২০১৯ সালের ১০ জানুয়ারি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, আজ থেকে খেলাপি ঋণ আর এক টাকাও বাড়বে না।আমরা শুধু বলতে চাই, মুস্তফা কামাল সাহেবই এখনো দেশের অর্থমন্ত্রী রয়েছেন। অথচ ৩০/৩৫ হাজার কোটি টাকার খেলাপী ঋণ এখন লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। একদিকে ঋণ পরিশোধ না করেও আরো ঋণ পাওয়ার সুযোগ দিয়ে রাঘব-বোয়ালদের নামে-বেনামে দেশে দেশে অর্থ কামাবার সুযোগ দেয়া। অন্যদিকে আবার সে টাকা দেশে এনে বৈধ করার অবারিত পথ তৈরি করা- এসব হয়ত একই সূত্রে গাঁথা। জনগণ তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে গচ্ছিত রাখে মূলত হেফাজতের জন্য (সুদ/লাভ তো অন্য সূত্রগুলো আরো বেশি দিয়ে থাকে) আর সে ব্যাংকগুলোই এখন রাক্ষসদের কবলে। নিয়ন্ত্রণকারীগণও পক্ষ নিচ্ছেন তাদের।

 

 

advertisement