রজব ১৪৪৩   ||   ফেব্রুয়ারি ২০২২

দলীল জেনে নিন
কুরআন স্পর্শ করার জন্য পবিত্রতা জরুরি

আল্লাহ তাআলা বলেছেন-

لَّا یَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَ.

একে স্পর্শ করে কেবল তারাই, যারা অত্যন্ত পবিত্র। -সূরা ওয়াকিয়া (৫৬) : ৭৯

মুফাসসিরীনে কেরাম এই আয়াতের তাফসীরে বলেছেন, এই আয়াতে যদিও লাওহে মাহফুযে ফেরেশতাদের কুরআন স্পর্শ করার কথা বলা হয়েছে, কিন্তু এই আয়াত থেকে এটাও প্রমাণিত, দুনিয়াতেও অপবিত্র ব্যক্তির কুরআন স্পর্শ করা জায়েয নেই। কুরআন স্পর্শ করার জন্য পবিত্রতা অর্জন করা আবশ্যক।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে আমর ইবনে হাযেম রা.-এর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, তাতে নির্দেশ দিয়েছিলেন-

لَا يَمَسّ الْقُرْآنَ إِلّا طَاهِرٌ.

অর্থাৎ কেবল পবিত্ররাই যেন কুরআন স্পর্শ করে।

ইসলাম গ্রহণের আগে হযরত উমর ফারূক রা. বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের কথা শুনে রাগান্বিত হয়ে বোনের বাড়ি গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা তার মনোজগতে হেদায়েতের আলো জ্বালিয়ে দেন। তিনি বোনের ঘরে থাকা কুরআন খুলে দেখতে চাইলেন। তার বোন তখন উপরিউক্ত আয়াত পড়ে বললেন, এই কুরআন স্পর্শ করতে হলে আপনাকে পবিত্র হতে হবে।

ফুকাহায়ে কেরাম সকলেই একমত, অপবিত্র অবস্থায় কুরআন স্পর্শ করা জায়েয নেই। (কিতাবুল মারাসীল, আবু দাউদ, বর্ণনা ৯৪; তাফসীরে ইবনে কাসীর ৭/৫৪৩; আদ্দুররুল মুখতার ১/১৭৩) হ

 

 

advertisement