শাবান-রমযান ১৪৪২   ||   মার্চ-এপ্রিল ২০২১

মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়াহ ঢাকা
১৪৪২-১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষে তাখাসসুসমূহে ভর্তিচ্ছুগণ লক্ষ্য করুন

* গণপরিবহন বন্ধ থাকায় নতুনদের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে (২৬ এপ্রিল) হচ্ছে না।

* ইনশাআল্লাহ সম্ভাব্য নিকটতম সময়ে ভর্তি কার্যক্রম শুরু হবে।

* নিম্নের বিভাগগুলোতে নতুন ভর্তি নেওয়া হবে :

   ১. কিসমুদ দিরাসাত লি-আকীদাতি খাতমিন নুবুওয়াহ

   ২. কিসমুত তাদরীব ফিদ দাওয়াহ ওয়া আদাবিহা

   ৩. আততাখাসসুস ফী উলূমিল হাদীসিশ শরীফ

   ৪. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা ।

 

* ভর্তিচ্ছুক তালিবুল ইলমগণ নিচের নম্বরগুলোতে ফোন করে নিজ নিজ নাম নিবন্ধন করবেন।

   (ফোন করার সময় : বেলা ১১ টা থেকে ৫ টা)

   ১. 01722-816885 (খতমে নবুওয়াত ও দাওয়াহ বিভাগের জন্য)

   ২. 01876-205613 (উলূমুল হাদীস বিভাগের জন্য)

   ৩. 01743-747318 (ফিকহ ও ইফতা বিভাগের জন্য)।

 

* নিবন্ধনের সময় নিম্নের তথ্যগুলো চাওয়া হবে :

   ১. নিবন্ধনকারীর নাম

   ২. পিতার নাম

   ৩. কোন মাদরাসায় ও কোন সনে দাওরা পড়েছেন

   ৪. পরীক্ষার গড় নম্বর কত ছিল

   ৫. কোন বিভাগে দাখেলা নিতে চান

   ৬. কোন এলাকায় অবস্থান করছেন

   ৭. যোগাযোগ নম্বর।

 

* ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে নিবন্ধনকারীগণকে জানিয়ে দেওয়া হবে।

   এছাড়া মাসিক আলকাউসার-এর অত্র ওয়েব সাইটেও প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

 

 

advertisement