মুহাররম ১৪২৯   ||   জানুয়ারি ২০০৮

একটি ভুল ধারণা

ইফতারের ওয়াক্ত কি আযান শুরু হওয়ার পর হয়

কিছু দিন আগে একজন বিশিষ্ট বন্ধুর সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম। তিনি শাওয়ালের রোযা রেখেছিলেন। সূর্যাস্তের র্নিধারিত সময়েরও কিছু পরে তিনি সংক্ষিপ্ত ইফতার করলেন। ইফতারের পর মাগরিবের আযান শোনা গেল। তখন উপস্থিত কেউ কেউ বলে উঠলেন, আপনি তো আযান হওয়ার আগেই ইফতার করলেন!

অনেক সময় বেখেয়ালীর কারণে মানুষ এ ধরনের ভুল ধারণায় পড়ে যায়। না হয় সবারই জানা আছে যে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, সেই সাথে ইফতারেরও। সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে রোযাদার ইফতার করবে এবং মুয়াজ্জিন আযান দিবে। ইফতারের ওয়াক্ত আযান শুরু হওয়ার পর হয় বিষয়টি এমন নয়।

আমাদের দেশে রেওয়াজ আছে যে, লোকেরা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে এবং আযানের শব্দ শোনার আগ পর্যন্ত ইফতার করে না। এ থেকে কারো কারো মনে এ ধারণা সৃষ্টি হয়েছে যে, ইফতারের ওয়াক্তই শুরু হয় আযানের পর। এই ধারণা ঠিক নয়। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের ওয়াক্ত হয়। আর বিনা কারণে ইফতার বিলম্ব করা খেলাফে সুন্নত। ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা উচিত।

 

 

advertisement