সফর ১৪২৯   ||   ফেব্রুয়ারি ২০০৮

স্বাধীন জাতির অনুভূতি

উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা বদরে আলম মিরাঠী রহ. বলেন, ‘‘ভারত বিভাগের পূর্বে রাষ্ট্রীয় আমন্ত্রণে একবার আমার আফগানিস্তান যাওয়া হয়েছিল। সে আফগানিস্তান ছিল ভিন্ন আফগানিস্তান। বাদশাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকে মিলিত হওয়ার সুযোগ হয়েছিল। আলোচনার এক পর্যায়ে তিনি আমাকে বললেন, রাষ্ট্রীয় প্রয়োজনে আমাকে সাতটি ভাষা শিখতে হয়েছে, তবে ঘরে আমি শুধু পশ্তু বলে থাকি।

‘‘এ সফরে একজন উঁচু পর্যায়ের সেনা কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল। কথাবার্তার সময়- এই চিন্তা করে যে, আমার ফার্সী তাঁর আঞ্চলিক ফার্সীর সঙ্গে নাও মিলতে পারে- ইংরেজী ভাষায় কথা বলা ভালো মনে করলাম, তিনি অত্যন্ত বিরক্তির সঙ্গে বললেন, আমি ইংরেজী ভাষা জানি না এবং জানার কোনো প্রয়োজনও বোধ করি না। যদি ইংরেজদের হাজার বারও প্রয়োজন হয় তাহলে তারা আমাদের ভাষায় আমার সঙ্গে কথা বলবে। তার এই উক্তি সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো পর্যালোচনা করতে চাই না, তবে এটুকু বলতে চাই যে, আমি আপনাদের সামনে একটি স্বাধীন জাতির অনুভূতি পেশ করেছি।’’

সংগ্রহ ও অনুবাদ : শামীমা বিনতে নূর

[সূত্র : জাওয়াহিরুল হিকাম, মাও. বদরে আলম মিরাঠী পৃ. ১৮৯]

 

 

advertisement