যিলকদ ১৪৪০   ||   জুলাই ২০১৯

একটি ভিত্তিহীন কথা

মাটির ঢিলা-কুলুখ ব্যবহারের আগে কি  ‘উসকুত আন যিকরিল্লাহ’ বলতে হয়!

কোনো কোনো মানুষের মাঝে একথা প্রচলিত আছে যে, মাটির ঢিলা-কুলুখ ব্যবহারের আগে বলতে হয়- ‘উসকুত আন যিকরিল্লাহ’ (আল্লাহর যিকির বন্ধ কর)। কারণ, তা আল্লাহর যিকিরে রত থাকে।

তাদের ধারণা, যেহেতু কুরআনে কারীমে আল্লাহ বলেছেন-

وَ اِنْ مِّنْ شَیْءٍ اِلَّا یُسَبِّحُ بِحَمْدِهٖ.

এমন কিছু নেই, যা তাঁর সপ্রশংস তাসবীহ-পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। (সূরা ইসরা, আয়াত ৪৪) এখন এস্তেনজার জন্য ব্যবহৃত ঢিলা-কুলুখও যেহেতু তাঁর তাসবীহ পড়তে থাকে, ফলে তা ব্যবহারের আগে তাসবীহ বন্ধ করে নিতে হবে।

এটি একটি অমূলক কথা, শরীয়তে যার কোনো ভিত্তি নেই।

তাহলে তো যমিনে কদমও ফেলা যাবে না; যতক্ষণ না যমীনকে বলা হবে- উসকুত আন যিকরিল্লাহ। এমনিভাবে অন্যান্য সকল বস্তু। আল্লাহ বান্দাকে এমন কঠিন অবস্থায় ফেলে দেননি। সুতরাং এটি একটি অমূলক ও ধারণাপ্রসূত কথা। এর শরয়ী কোনো ভিত্তি নেই।

 

 

advertisement