জুমাদাল উলা ১৪৪০   ||   ফেব্রুয়ারি ২০১৯

দুআর ভুবন

মুহিউদ্দিন ফারুকী।

নামায শেষের দুআ-যিকির

নামাযের পর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যিকির ও দুআ পড়তেন। নামায শেষে সেই দুআ ও যিকিরসমূহ পড়া সুন্নত। আর জীবনের সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত মেনে চলতে পারলেই তো তুমি হতে পারবে একজন সফল মুমিন। তাই গুরুত্বের সাথে নামায শেষের দুআ ও যিকিরসমূহ মুখস্থ করে নাও।

আজ আমরা নামাযের পরে পড়ার কয়েকটি দুআ-যিকির শিখব।

নামায শেষে সালাম ফেরানোর সাথে সাথে প্রথমে তিন বার ইস্তেগফার পড়বে, এভাবে-

أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ

(আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই।)

এরপর নিচের দুআটি পড়বে-

اللّهُمّ أَنْتَ السّلاَمُ، وَمِنْكَ السّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الجَلاَلِ وَالإِكْرَامِ.

অর্থ : হে আল্লাহ! তুমি শান্তিদাতা, আর তোমার নিকট থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে সম্মান ও মর্যাদার অধিকারী! -জামে তিরমিযী, হাদীস ৩০০

এরপর আয়াতুল কুরসি পড়বে। তোমার কি আয়াতুল কুরসি মুখস্থ আছে? না থাকলে আজই মুখস্থ করে নাও।

 

 

advertisement