সফর ১৪৪০   ||   নভেম্বর ২০১৮

একটি ভুল প্রথা

বদনযর থেকে রক্ষার উদ্দেশ্যে যানবাহনে, ফসলের ক্ষেতে, বাছুরের গলায় জুতা-স্যান্ডেল ঝুলিয়ে রাখা

বিভিন্ন যানবাহনের পেছনে দেখা যায়, একটি পুরনো জুতা/স্যান্ডেল ঝুলছে। তেমনি গ্রামে দেখা যায়, বাছুরের গলায় জুতা-স্যান্ডেলের টুকরা ঝুলছে কিংবা ফসলের ক্ষেতে  জুতা ঝুলানো রয়েছে। এটি করা হয় বদনযর থেকে হেফাযতের জন্য। মনে করা হয়, এগুলো বদনযর থেকে রক্ষা করে। এমনটি করলে মানুষের বদনযর কোনো ক্ষতি করতে পারবে না।

এটি একটি ভুল প্রথা। এমনটি করা যাবে না। হাদীস শরীফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আব্বাদ ইবনে তামীম রাহ. বলেন, আবু বশীর আনসারী রা. তাকে বলেছেন, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কোনো এক সফরে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন-

لَا يَبْقَيَنّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلَادَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلَادَةٌ إِلّا قُطِعَتْ

قَالَ مَالِكٌ: أُرَى ذَلِكَ مِنَ الْعَيْنِ

কোনো উটের গলায় (ধনুকের) তারের ‘কিলাদা’ (মালা) থাকলে তা যেন কেটে ফেলা হয়।

বর্ণনাকারী বলেন, অথবা নবীজী শুধু ‘কিলাদা’ শব্দ বলেছেন।

মালেক রাহ. বলেন, আমার ধারণা, এখানে ‘কিলাদা’ দ্বারা উদ্দেশ্য, বদনযর থেকে রক্ষার উদ্দেশ্যে যে কিলাদা পরানো হয়। -সহীহ মুসলিম, হাদীস ২১১৫

জাহেলী যুগে মানুষের বিশ্বাস ছিল, এসকল কিলাদা বদনযর বা ক্ষতি থেকে রক্ষা করে। ফলে নবীজী এগুলো ছিঁড়ে ফেলতে বলেছেন। কারণ, এটি একটি শিরকী বিশ্বাস।

 

 

advertisement