যিলকদ ১৪৩৯   ||   আগস্ট ২০১৮

দুআর ভুবন

মুহিউদ্দিন ফারুকী

ঘর থেকে বের হওয়ার দুআ

ওযু করে পবিত্র হয়ে সুন্দর কাপড় পরিধান করে তুমি ঘর থেকে বের হবে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তার পিছু নেয় এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাকে খারাপ পথে নিয়ে যেতে চায়। তবে যখন মানুষ ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং রাসূলের শেখানো দুআ পড়ে বের হয় তখন সে আল্লাহ্র হেফাজতে ও রক্ষণাবেক্ষণে চলে যায়। শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। তাকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারে না।

তাই চল আমরাও ঘর থেকে বের হওয়ার সেই দুআটি শিখে নিই। যেন শয়তান আমাদের কোনো ক্ষতি করতে না পারে। দুআটি হচ্ছে- 

بِسْمِ اللهِ، تَوَكّلْتُ عَلَى اللهِ، لاَ حَوْلَ وَلاَ قُوّةَ إِلاّ بِاللهِ.

অর্থ : আল্লাহ্র নাম নিয়ে তাঁরই উপর ভরসা করে বের হলাম। আল্লাহ্র অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি সামর্থ্য নেই। -জামে তিরমিযী, হাদীস ৩৪২৬; সুনানে আবু দাউদ, হাদীস ৫০৯৫

 

ঘরে প্রবেশের দুআ

নামায শেষে বা প্রয়োজনীয় কাজ সেরে তোমাকে আবার ঘরে ফিরতে হবে। কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহ্র যিকির ও রাসূলের শেখানো দুআ না পড় তাহলে শয়তান বলে কি- এই তো সুযোগ পেয়েছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দেয়া যাবে। অতপর সে ঘরে ঢুকে ঘরওয়ালাদের বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। আর যদি ঘরে প্রবেশের সময় দুআ পড়া হয়, তাহলে শয়তান বলে- নাহ্ এই ঘরে আর যাওয়া যাবে না। তাই ঘরে প্রবেশের সময় রাসূলের শেখানো দুআ পড়ে নিবে, যাতে তোমার ঘরে শয়তান প্রবেশ করতে না পারে । দুআটি হচ্ছে-

اللّهُمّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللهِ وَلَجْنَا، وَبِسْمِ اللهِ خَرَجْنَا، وَعَلَى اللهِ رَبّنَا تَوَكَّلْنَا.

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে চাই- উত্তম প্রবেশস্থল এবং উত্তম গমনস্থল। আল্লাহ্র নামে আমরা প্রবেশ করি, আল্লাহ্র নামেই আমরা বের হই এবং আমাদের প্রভু আল্লাহ্র উপরই আমরা ভরসা করি।

আর শোনো, ঘরে প্রবেশ করে সালাম দিতে যেন ভুল করো না। ঘরে প্রবেশ করে সবার আগে সালাম দিবে। (দ্র. সুনানে আবু দাউদ, হাদীস ৫০৯৬) হ

 

 

advertisement