রজব ১৪৩৯   ||   এপ্রিল ২০১৮

নবীজীর দস্তরখানে

আবু আহমাদ

৩৪. যে পান করাবে সে সবার শেষে পান করবে

মুহাম্মাদের আব্বু আজ হজ¦ থেকে ফিরেছেন। সাথে এনেছেন যমযমের পানি। প্রতিবেশীরা তাঁর সাথে দেখা করতে এসেছেন। আব্বু মুহাম্মাদকে বললেন, বাবা সবাইকে যমযমের পানি পান করাও।

যমযমের পানির বোতল এখনো খোলা হয়নি। মুহাম্মাদও এখনও যমযমের পানি পান করেনি। মেহমানদের জন্যই প্রথম খোলা হল। সে সবাইকে পান করানো শুরু করল। সে সবাইকে পান করাচ্ছে ঠিকই কিন্তু তার আর তর সইছে না। তার মনে চাইছে সবার আগে নিজে পান করি। কিন্তু সে তা করছে না। কারণ, সে এই হাদীস পড়েছে- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

سَاقِي الْقَوْمِ آخِرُهُمْ شُرْبًا.

যে পান করাবে সে সকলের শেষে পান করবে। -জামে তিরমিযী, হাদীস ১৮৯৪; সুনানে আবু দাউদ, হাদীস ৩৭২৫; সুনানে ইবনে মাজাহ, হাদীস ৩৪৩৪

৩৫. পাত্রের ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করব না

সালমান ও সাফওয়ান একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। সাফওয়ান পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিল। রাখার সময় বেখেয়ালে গ্লাসটা কাত হয়ে পড়ে মুখের কাছে সামান্য একটু ভেঙে গেল। একটু পরে সালমান পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিল। সে ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করতে গিয়ে ঠোঁট কেটে গেল। এমনটি হত না, যদি সে ভাঙা স্থান খেয়াল করে পান করত।

যে পাত্রটি একেবারে ভেঙে যায়নি সে পাত্র আমরা ব্যবহার করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে, ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করা যাবে না।

হযরত আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

نَهَى رَسُولُ اللهِ صَلى اللهُ عَلَيْهِ وَسَلمَ عَنِ الشرْبِ مِنْ ثُلْمَةِ الْقَدَحِ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভাঙা স্থানে মুখ লাগিয়ে পান করতে নিষেধ করেছেন। -সুনানে আবু দাউদ, হাদীস ৩৭২২; মুসনাদে আহমাদ, হাদীস ১১৭৬০; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫৩১৫

 

 

advertisement