যিলক্বদ ১৪৩৮   ||   আগস্ট ২০১৭

একটি অসচেতনতা : কোনো মজমা থেকে বের হওয়ার সময় অন্যের জুতা-সেন্ডেল মাড়ানো

কিছু মানুষকে দেখা যায়, কোনো মজমা থেকে বের হওয়ার সময়; বিশেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় বা প্রবেশের সময় নিজের জুতা দিয়ে অন্যের জুতা মাড়িয়ে চলে যায়। ফলে অন্যের জুতায় কাদা-মাটি লেগে যায়। তিনি কষ্ট পান। এ কাজটি যে ঠিক নয়- তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এ বিষয়টি যখন আমার সাথে ঘটে তখন আমি কষ্ট পাই এবং খুব সহজে বুঝতে পারি- এ কাজটি ঠিক নয়। অথচ একটু সচেতন হলেই এ থেকে বাঁচতে পারি। অন্যকে কষ্ট দেয়া হারাম। এ কথা কে না জানে। এখন এটি যদি হয় সবচেয়ে শ্রেষ্ঠ আমল নামায আদায় করতে গিয়ে! দেখুন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়াজ-রশুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন; যতক্ষণ না এর গন্ধ দূর করা হয়। তেমনি অন্যের কাঁধ ডিঙিয়ে সামনের কাতারে যেতে নিষেধ করেছেন। এ সবই অন্যকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে। উল্লেখ্য, মুসল্লীদের উচিত সিঁড়ির কোনো স্থান খালি রেখে জুতা খোলা, যাতে অন্য ভাই সিঁড়ির কাছে জুতা খুলে ভেতরে নিতে পারেন। হাঁ, অন্যদের জুতার কারণে যদি এ সুযোগ না থাকে তখন দূরে জুতা খুলে হাতে নিয়ে নেওয়া চাই। তাহলে অন্যের জুতার উপর দিয়ে যাওয়ার প্রয়োজন হলেও অন্তত কাদা-মাটি লাগবে না। আল্লাহ আমাদের অন্যকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকার তাওফীক দিন- আমীন।

 

 

advertisement