জুমাদাল উলা ১৪৩৭   ||   ফেব্রুয়ারি ২০১৬

একটি বানোয়াট কিচ্ছা : নবীজীর ওফাতের সময় মালাকুল মাওতের অনুমতি প্রার্থনা

লোকমুখে নবীজীর ওফাতের বিষয়ে এ কিচ্ছাটি প্রসিদ্ধ যে, নবীজীর ইন্তেকালের সময় মালাকুল মাউত এক গ্রাম্য বেদুঈনের ছুরতে আগমন করেন এবং গৃহে প্রবেশের অনুমতি চান। অনুমতি দেওয়া হলে তিনি গৃহে প্রবেশ করেন এবং বলেন, আল্লাহ আমাকে অনুমতি ছাড়া গৃহে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং অনুমতি ছাড়া আপনার পবিত্র রূহ কবজ করতে নিষেধ করেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে রূহ কবজ করব অন্যথায় ফিরে যাব। একপর্যায়ে নবীজী অনুমতি দিলে তারপর তাঁর রূহ মোবারক কবজ করেন। এটি নবীজীর ওফাত সংক্রান্ত একটি দীর্ঘ জাল বর্ণনার অংশবিশেষ, যা আবদুল মুনঈম নামক এক ব্যক্তি জাল করেছে। ইবনুল জাওযী রাহ. বলেন,

هَذَا حَدِيث مَوْضُوع...وَالْمُتَّهَم بِهِ عبد الْمُنعم بن إِدْرِيس.

এটি একটি জাল বর্ণনা। আবদুল মুনঈম ইবনে ইদরীস নামে এক ব্যক্তি এটা জাল করেছে।

জালালুদ্দিন সুয়ূতী রাহ. ও ইবনু আররাক রাহ. ইবনুল জাওযী রাহ.-এর সিন্ধান্তের সাথে একমত পোষণ করেছেন। Ñকিতাবুল মাওযূআত, ইবনুল জাওযী ১/৩০১; আললাআলিল মাছনূআহ, সুয়ূতী ১/২৫৭; তানযীহুশ শরীআহ, ইবনু আররাক ১/৩৩১ 

 

 

advertisement