মুহাররম ১৪৩০   ||   জানুয়ারী ২০০৯

একটি ভুল কাজ : মাঝে অনেক ফাঁকা রেখে ইকদিতা করা

হজ্বের সফরে একটি ভুল অনেক হাজীদের ক্ষেত্রে দেখা যায় যে, তারা হারাম শরীফ থেকে বহু দূরে দাড়িয়ে হারাম শরীফের জামাতের সাথে ইকতিদা করে। অথচ মাসআলা এই যে, মসজিদের বাইরে ইকতিদা সহীহ হওয়ার জন্য শর্ত হল, কাতার মিলিত হতে হবে। কাতারের মাঝে কোনো  রাস্তা, নদী অথবা খালি ময়দান থাকলে ইকতিদা সহীহ হবে না। কিন্তু সেখানকার অবস্থা এই যে, অনেক সময় কিছু লোক রাস্তার অন্য পার্শ্বে দাড়িয়ে ইকতিদা করে, মাঝে রাস্তা।

কেউ কেউ মসজিদে হারাম থেকে অনেক দূরে   রাস্তায় দাঁড়িয়ে ইকতিদা করে, এমনকি তাকবীরের আওয়াজও ঠিকমতো শুনতে পায় না। অথচ পাশের মসজিদের তাকবিরের আওয়াজ তার কানে আসছে। মনে রাখবেন, এত বেশি ফাঁকা রেখে ইকতিদা করলে ইকতিদা সহীহ হয় না। এই কারণে নামাযও সহীহ হয় না। এজন্য কর্তব্য হল সামনে এগিয়ে গিয়ে কাতারের সঙ্গে মিলিত হয়ে দাড়ানো কিংবা নিকটবর্তী কোনো মসজিদের জামাতে শরিক হওয়া অথবা কয়েকজন মিলে নিজেরা জামাত করা। হারাম শরীফের এক নামাযে এক লাখ নামাযের ছওয়াবের আশায় ভুল পন্থায় ইকতেদা করা সহীহ হবে না। এইভাবে এক রাকাতেরও ছওয়াব পাওয়া যাবে না।

 


 

 

advertisement