রবিউল আখির ১৪৩০   ||   এপ্রিল ২০০৯

একটি ভুল মাসআলা : মাকরূহ ওয়াক্তে কি যিকির-তিলাওয়াত মাকরূহ

যে তিন ওয়াক্তে যেকোনো ধরনের নামায পড়া মাকরূহ সে ওয়াক্তের ব্যাপারে কারো কারো ধারণা এই যে, সে সময় যিকির-তিলাওয়াত, দুআ-দরূদ পড়াও মাকরূহ। এটা সঠিক নয়। ওই ওয়াক্তগুলোতে যিকির-তিলাওয়াত, দুআ-দরূদ সবই পড়া যায়। এটা মাকরূহ নয়।

 

 

advertisement