যিলক্বদ ১৪৩৪   ||   সেপ্টেম্বর ২০১৩

৫/১০/৩৪ হি., ১৩/০৮/১৩ ঈ., মঙ্গলবার

প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ শাওয়াল যথারীতি মারকাযুদ দাওয়াহর ভর্তি কার্যক্রম শুরু হয়। বাদ ফজর থেকে দুপুর ১টা পর্যন্ত দরখাস্ত গ্রহণ, প্রাথমিক যাচাই ও ফরম বিতরণ করা হয়। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব বাংলা ও আরবী প্রবন্ধের পরীক্ষা হয়। সকল বিভাগের পরীক্ষা মারকাযের প্রধান দফতর ৩০/১২ পল্লবীতে অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় প্রথম পর্বে (লিখিত ও প্রবন্ধ) উলূমুল হাদীস ও ফিকহ বিভাগে মোট ১০৫ জন তালিবুল ইলম অংশগ্রহণ করেন।

 

 

advertisement