মুহাররম-১৪৩৪   ||   ডিসেম্বর-২০১২

দরসে তাওহীদ-২

মাওলানা মুহাম্মাদ মনযূর নোমানী রাহ.

(পূর্ব প্রকাশিতের পর)

আল্লাহ তাআলাকে খালিক ও মালিক মেনেও কেন মুশরিকরা অন্যদের কাছে প্রার্থনা করত অনেকের মনে প্রশ্ন জাগে এবং তা জাগাও উচিৎ যে, এই মুশরিকেরা যখন এক আল্লাহকেই গোটা বিশ্বজগতের খালিক ও মালিক এবং গোটা সৃষ্টিজগতের নিয়ন্ত্রক ও পরিচালক বলে মানত এবং তাদের দেব-দেবী, যাদেরকে তারা মনে করত হাজত পূরণকারী ও বিপদাপদ থেকে উদ্ধারকারী তাদেরকে তাঁরই সৃষ্টি ও দাস বলে বিশ্বাস করত এবং ঐ সকল দেব-দেবীর যেসকল কর্তৃত্ব ও ক্ষমতায় তারা বিশ্বাসী ছিল সেটাকেও খুব ক্ষুদ্র ও খন্ডিত ক্ষমতা বলেই বিশ্বাস করত, পূর্ণ ও সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একমাত্র আল্লাহকেই মনে করত, সর্বোপরি এই বিশ্বাসও তাদের ছিল যে, তিনি আছেন এবং তাঁর কাছে প্রার্থনাও করা যায় তাহলে কেন তারা ঐ সকল দেব-দেবীর কাছে প্রার্থনা করত? আর কেনইবা খোদার পরিবর্তে ঐ সকল দেব-দেবীর উপাসনায় লিপ্ত হত? এই প্রশ্ন যেমন জাগতে পারে প্রাচীন আরবের মুশরিকদের সম্পর্কে তেমনি জাগতে পারে আমাদের যুগের মূর্তিপূজারী হিন্দু (বৌদ্ধ)দের সম্পর্কেও; এমনকি মুসলিম নামধারী তাজিয়া-পূজারী ও কবর-পূজারীদের সম্পর্কেও।

এ বিষয়ে অনেক চিন্তা-ভাবনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, মুশরিকরা মনে করত এবং এখনো মনে করে যে, আল্লাহকে রাজি-খুশি করে তাঁর নিকট থেকে প্রার্থনা মঞ্জুর করিয়ে নেওয়া খুবই কঠিন। কারণ আল্লাহ তো রাজি হবেন যদি তাঁর সকল আদেশ-নিষেধ মেনে চলা হয়-মিথ্যা, প্রতারণা ও ছলচাতুরি ত্যাগ করা হয়, অন্যের হক্ব নষ্ট না করা হয়, সকল হারাম ও গর্হিত কাজ থেকে দূরে থাকা হয় এবং পবিত্র ও নিষ্কলুষ জীবন যাপন করা হয়। কিন্তু এ তো ঐ সকল মুশরিকের জন্য অতি কঠিন। একারণে তারা আল্লাহকে রাজি খুশি করে তাঁর নিকট থেকে মনোবাঞ্ছা পূরণ করানো নিজেদের সাধ্যের অতীত মনে করে, বস্ত্তত আল্লাহর রহমত সম্পর্কে তারা সম্পূর্ণ নিরাশ। পক্ষান্তরে আল্লাহ ছাড়া যে সব ছোট ছোট বাস্তব বা কাল্পনিক সত্তাকে তারা হাজত পূরণকারী ও ভালো-মন্দের ক্ষমতাশালী বলে বিশ্বাস করে, তাদের সম্পর্কে মনে করে, এদেরকে চার আনার বাতাশা বা একটি সাষ্টাঙ্গ প্রণাম কিংবা দু-চার পয়সার ফুল-কাগজের মালা ও একটি মোমবাতির দ্বারাই খুশি করা যায় ও কাজ হাসিল করে নেওয়া যায়। আমাদের মতে সব ধরনের শিরকের মূলে এই শয়তানী ধোকাই কার্যকর।

শয়তানের এই কুমন্ত্রণা থেকে আত্মরক্ষার কুরআনী উপায়

শয়তানের এই কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে ও অন্যকে রক্ষা করতে হলে এই সত্য বুঝতে ও বোঝাতে হবে যে, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। সুস্থতা-অসুস্থতা, সম্মান-অসম্মান, সচ্ছলতা-অসচ্ছলতা, জীবন ও মরণ কোনো বিষয়েই কিছুমাত্র ক্ষমতা আল্লাহ ছাড়া কারো হাতে নেই। সব কিছুই এক আল্লাহর কব্জায়। তিনিই কাউকে কিছু দিতে পারেন এবং কারো প্রয়োজন পূরণ করতে পারেন। গোটা সৃষ্টিজগত তাঁরই মুখাপেক্ষী।

ইরশাদ হয়েছে-

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

‘বল হে আল্লাহ! হে সার্বভৌম শক্তির মালিক! তুমি যাকে চাও ক্ষমতা দান কর যার থেকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে ইচ্ছা সম্মান দান কর এবং যাকে চাও লাঞ্ছিত কর। সমস্ত কল্যাণ তোমারই হাতে। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান।-সূরা আলে ইমরান (৩) : ২৬

অন্যত্র ইরশাদ হয়েছে-

فَسُبْحَانَ الَّذِي بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ

অতএব পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই সব বিষয়ের সর্বময় কর্তৃত্ব। আর তাঁরই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।-সূরা ইয়াসীন (৩৬) : ৮৩

আরো ইরশাদ হয়েছে-

لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ

আসমান-যমীনের সকল খাযানার চাবি তাঁরই হাতে।-সূরা শুরা (৪২) : ১২

আরো ইরশাদ হয়েছে-

مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খোলেন কেউ নেই যে তা বন্ধ করতে পারে। আর যা তিনি আটকে রাখেন কেউ নেই তাঁর পর যে তা খুলতে পারে।-সূরা ফাতির (৩৫) : ২

মুশরিকদের শিরক থেকে নিবৃত্ত করার জন্য কুরআন মজীদে এ সত্যই বারবার উচ্চারিত হয়েছে এবং বারবার সাবধান করা হয়েছে যে, শয়তান তোমাদের মনে এই কুমন্ত্রণা দিচ্ছে, আল্লাহ ছাড়া আরো কিছু সত্তা আছে, যারা তোমাদের প্রয়োজন পূরণ করতে পারে এবং যাদের হাতে তোমাদের ইষ্ট-অনিষ্টের কিছু ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে!

এটা শয়তানের চরম প্রতারণা। তোমাদের ভালো-মন্দের পূর্ণ এখতিয়ার এবং তোমাদের প্রয়োজন পূরণের সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে। সুতরাং এক আল্লাহকেই হাজত পূরণকারী বলে বিশ্বাস করো। যা কিছু চাওয়ার তাঁর কাছেই  চেয়ো এবং তাঁরই ইবাদত ও উপাসনায় মশগুল থেকো।

 (চলবে ইনশাআল্লাহ)

 

 

 

advertisement