যিলকদ-১৪৩২   ||   অক্টোবর-২০১১

এটি হাদীস নয় : تَعَامَلُوْا كَالْأَجَانِبِ وَتَعَاشَرُوْا كَالْإِخْوَانِ

 

বিভিন্ন হাদীসের শিক্ষার আলোকে কথাটি কোনো বিজ্ঞজন বলেছেন। তার

অর্থ হল, লেনদেন কর অপরিচিতের মতো। আর তোমাদের পারস্পরিক আচরণ যেন হয় ভাইদের মতো। 

কথাটি খুবই গুরুত্বপূর্ণ। লেনদেনের ক্ষেত্রে তার সাধারণ নিয়ম-কানূন যথাযথ পালন করা উচিত। নতুবা বিভিন্ন সময় পেরেশানিতে পড়তে হয়। আর লেনদেনের সকল বিধিবিধান ও পারস্পরিক হকগুলোর ব্যাপারে যত্নবান হওয়া তো মাসআলার দিক থেকেই জরুরি। বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্কের কারণে এতে শীথিলতা কোনো ভাবেই  

বাঞ্চনীয় নয়।

তবে যাই হোক, উপরোক্ত উক্তিটি কারো মুখে হাদীস হিসেবে শোনা গেলেও তা মূলত হাদীস নয়। কোনো মনীষীর বাণীমাত্র। আরবী প্রবাদ বাক্যসমূহের একাধিক সংকলনে তা উল্লেখ আছে। যেমন-মাজমাউল আমছাল, মায়দানী পৃষ্ঠা ৭৭০

 

 

 

advertisement