শাওয়াল-১৪৩২   ||   সেপ্টেম্বর-২০১১

একটি ভুল ধারণা : কষ্টের সংবাদ দিয়ে না গেলে কবরে বৃক্ষ জন্মায় না

একজন সাহিত্যিক একটি বইয়ে লিখেছেন, আমরা উত্তর বিনা মৃত্যুর দিকে অগ্রসর হতে চাই না, কি তোমার কষ্ট, তুমি আমাদের বল সাহেবচান্দ, আমরা শুনেছি, মানুষের কষ্টের সংবাদ না দিয়ে যারা কবরে যায় তাদের কবরে কোনো বৃক্ষ কোনোদিন হয় না।

উক্ত শোনা কথাটি ভিত্তিহীন। কুরআন-হাদীসে এমন কোনো কথা নেই। তাছাড়া এটা স্বাভাবিকও নয়।

মানুষের মনে নানা দুঃখ-কষ্ট থাকে। মৃত্যুর আগে কাউকে না কাউকে এই সব দুঃখ-কষ্টের কথা বলতেই হবে তা অপরিহার্য নয়। শরীয়তও এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। বরং এমন সব কথা, যা অন্যের মনোকষ্টের কারণ হতে পারে কিংবা ঝগড়া-বিবাদ সৃষ্টি করতে পারে তা না বলাই ভালো।

অতএব কারো মনে এই ধরনের অলীক কথা ও ভিত্তিহীন বিশ্বাস থাকলে তা পরিহার করা চাই। 

 

advertisement