সফর ১৪৪৫   ||   সেপ্টেম্বর ২০২৩

এ কিসসাটি প্রমাণিত নয়
নামাযের সময় নবীজী আয়েশা রা.-কেও চিনতেন না

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযকে কত গুরুত্ব দিতেন বা নামাযের সময় হলে নবীজীর কী অবস্থা হত- একথা বোঝাতে কাউকে কাউকে নিচের কিসসাটি বলতে শোনা যায়।

একবার নামাযের সময় হলে নবীজী ওযু করছিলেন। এমন সময় আয়েশা রা. তাঁর কাছে গেলে তিনি তাকে চিনলেন না। জিজ্ঞেস করলেন, তুমি কে?

আয়েশা রা. বললেন, আমি আয়েশা।

নবীজী বললেন, আয়েশা কে?

তিনি বললেন, আবু বকরের মেয়ে।

নবীজী বললেন, আবু বকর কে?

আয়েশা রা. বললেন, ইবনে কুহাফা।

অর্থাৎ নামাযের সময় ঘনিয়ে আসার কারণে নবীজী নামায নিয়ে এতটাই নিমগ্ন যে, প্রিয় সহধর্মিণী আয়েশা রা.-কেও চিনতে পারছেন না। প্রিয় সাহাবী আবু বকর রা.-কেও চিনতে পারছেন না।

নামায বা জামাতের নামায নবীজীর কাছে কী পরিমাণ গুরুত্বের বিষয় ছিল- তা তো বলাই বাহুল্য। কিন্তু সে কারণে আয়েশা রা.-কেও চিনতে পারছেন না- এমন কথার কোনো ভিত্তি নেই। কোনো নির্ভরযোগ্য সূত্রে তা পাওয়া যায় না।

হাঁ, একটি যয়ীফ বর্ণনায় এর কাছাকাছি কথা পাওয়া যায়। বর্ণনাটি হল-

كَانَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ- إِذَا نُوْدِيَ بِالأَذَانِ كَأَنَّهُ لاَ يَعْرِفُ أَحَداً مِنَ النَّاسِ.

قال الذهبي في سير أعلام النبلاء (في ترجمة سويد بن غفلة) : هَذَا حَدِيْثٌ ضَعِيْفُ الإِسْنَادِ.

যখন আযান হত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হত, যেন তিনি কাউকে চেনেন না। [দ্রষ্টব্য : তারীখে দিমাশক, ইবনে আসাকির, খ. ৭২, পৃ. ৩৬৭; তারীখু আবি যুরআহ আদদিমাশকী, খ. ১, পৃ. ৬৬০; সিয়ারু আলামিন নুবালা, খ. ৫, পৃ. ২৯ (সুওয়াইদ ইবনে গাফালা রাহ.-এর জীবনী); তাখরীযু আহাদীসিল ইহইয়া, ইরাকী, বর্ণনা ৩৮৭]

আযান শুনলে বা নামাযের সময় হলে নবীজী কী পরিমাণ গুরুত্বের সাথে নামাযের জন্য মসজিদে চলে যেতেন- আয়েশা রা. থেকেই বর্ণিত এসংক্রান্ত সহীহ হাদীস রয়েছে। আসওয়াদ ইবনে ইয়াযীদ রাহ. বলেন, আমি আয়েশা রা.-কে জিজ্ঞেস করলাম, নবীজী পরিবারে থাকা অবস্থায় কী করতেন। উত্তরে আয়েশা রা. বলেন-

كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ، فَإِذَا سَمِعَ الأَذَانَ خَرَجَ.

তিনি পরিবারের খেদমতে নিয়োজিত থাকতেন (পারিবারিক কাজে সহযোগিতা করতেন); যখন আযান শুনতেন সাথে সাথে (নামাযের জন্য মসজিদে) বের হয়ে যেতেন। -সহীহ বুখারী, হাদীস ৫৩৬৩ 

 

 

advertisement