একটি ভুল ধারণা
কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন না করলে কি কুরবানী হবে না!
কুরবানীর গোশত বণ্টনের ক্ষেত্রে উত্তম হল, তিন ভাগ করে এক অংশ সদকা করা, এক অংশ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গরীব প্রতিবেশীকে দেওয়া। আর এক অংশ নিজের জন্য রাখা।
এটি একটি মুস্তাহাব ও উত্তম আমল; ওয়াজিব ও আবশ্যকীয় নয়। কিন্তু অনেক মানুষ মনে করে, কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কুরবানী হবে না। সাথে এটাও মনে করে, এ বণ্টন হতে হবে মেপে মেপে। এ তিন ভাগ ওজনে সমান হতে হবে, কোনো কমবেশি চলবে না।
স্পষ্ট কথা যে, এমন ধারণা ঠিক নয়।