জুমাদাল আখিরাহ ১৪২৮   ||   জুলাই ২০০৭

নবীর নসীহত

উকবা ইবনে আমের রা. বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে সাক্ষাত করলাম। তিনি আমাকে বললেন, উকবা, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করবে আর যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করবে।

আমি আরেকদিন তাঁর সঙ্গে সাক্ষাত করলাম। সেদিন তিনি বললেন, উকবা, জিহ্বাকে সংযত রাখবে। নিজের ভুলত্রুটির জন্য (আল্লাহর দরবারে) ক্রন্দন করবে এবং নিজ গৃহে অবস্থান করবে।

এরপর আরেকদিন তাঁর সঙ্গে সাক্ষাত করলাম। তিনি আমাকে বললেন, হে উকবা! আমি কি তোমাকে এমন কিছু সূরা শিক্ষা দিব না, যার অনুরূপ সূরা না তাওরাত-যাবূর-ইঞ্জিলে অবতীর্ণ হয়েছে, আর না কুরআনে? তুমি অবশ্যই প্রতি রাতে এই সূরাগুলো তিলাওয়াত করবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস-এর কথা উল্লেখ করলেন।

উকবা ইবনে আমের রা. বলেন, এরপর থেকে কোনো রাতেই আমি এই সূরাগুলো তিলাওয়াত না করে ঘুমাইনি। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন তাই তা পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভবও নয়।

হাদীসটির একজন বর্ণনাকারী ফারওয়া ইবনে মুজাহিদ যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন আক্ষেপ করে বলতেন, হায়! তুবও কতজন তার যবানকে সংযত রাখে না এবং কৃত ভুল-ত্রুটির জন্য ক্রন্দন করে না এবং নিজ গৃহে অবস্থান করে না।-মুসনাদে আহমাদ ২৮/৬৫৪

 

নারীর প্রতি সম্মান

উম্মে আইমান রা. ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিতা আবদুল্লাহ রা.-এর দাসী। কিন্তু তিনি নবীজীকে লালন-পালন করেছেন এবং নবীজী ভূমিষ্ঠ হওয়ার সময় দাইমার দায়িত্ব পালন করেছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত সম্মান করতেন। এমনকি তার সঙ্গে সাক্ষাত করতে যেতেন। আবু বকর সিদ্দীক রা. ও উমর রা.ও তার সঙ্গে সাক্ষাত করতে যেতেন।

 

 

advertisement