রজব ১৪৪৪   ||   ফেব্রুয়ারি ২০২৩

একটি ভিত্তিহীন কাহিনী
ফিরিশতাদের ছুটি ঘোষণা

কোনো কোনো মানুষকে বলতে শোনা যায়, যেদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে এসেছেন (কেউ বলে, যেদিন ভূমিষ্ঠ হয়েছেন) সেদিন আল্লাহ ফিরিশতাদের ছুটি ঘোষণা করেছিলেন!

এটি একটি অমূলক ও মনগড়া কথা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

ফিরিশতা আল্লাহ তাআলার এক বিশেষ মাখলুক। এরা সর্বদা আল্লাহ তাআলার অনুগত; কখনো নাফরমানী করে না। আল্লাহ যে ফিরিশতাকে যে কাজে নিয়োজিত করেছেন সে ঐ কাজে সর্বদা নিয়োজিত থাকে। আর ফিরিশতারা নূরের সৃষ্টি; তাদের পানাহার বা বিশ্রামের প্রয়োজন হয় না যে, তাদের ছুটির প্রায়োজন হবে।

আল্লাহ আমাদের এমন মনগড়া কথা বলা থেকে বিরত থাকার তাওফীক দান করুন- আমীন।

 

 

advertisement