রজব ১৪৪৪   ||   ফেব্রুয়ারি ২০২৩

একটি ভিত্তিহীন বর্ণনা
যে ব্যক্তি রজব মাসের প্রথম তারিখ, পনের তারিখ ও শেষ তারিখে গোসল করবে...

বার চান্দের আমল শিরোনামের বেশ কয়েকটি পুস্তিকায় নিম্নোক্ত কথাকে হাদীস হিসেবে উল্লেখ করা হয়েছে-

"من أدرك شهر رجب فاغتسل في أوله وأوسطه وآخره، خرج من ذنوبه كيوم ولدته أمه.

যে ব্যক্তি রজব মাস পেয়ে তার প্রথম তারিখ, পনের তারিখ এবং শেষ তারিখে ইবাদতের নিয়তে গোসল করবে সে ব্যক্তি গোনাহ হতে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানের মত বিমুক্ত হয়ে যাবে।

এটি একটি ভিত্তিহীন বর্ণনা। নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না। এটি মূলত শিয়াদের থেকে আমাদের সমাজে প্রসিদ্ধ হয়েছে।

শিয়াদের প্রসিদ্ধ কিতাব বিহারুল আনওয়ার, বাকের আলমাজলিসী (খ. ৭৮, পৃ. ১৭), রিয়াযুল মাসায়েল, সায়্যেদ আলী আততবাতবায়ী (খ. ২, পৃ. ২৭৮) ও ওসায়েলুশ শীয়াহ, হুর আলআমিলী (খ. ৩, পৃ. ৩৩৪) সবগুলো কিতাবেই ইবনে তাউসের ইকবালুল আমাল-এর হাওয়ালায় এটিকে হাদীস হিসেবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু ইবনে তাউসের ইকবালুল আমালে [পৃ. ১১৮ (৬২৮)] দেখা গেল, সেখানে তিনি তা সনদহীন উল্লেখ করেছেন।

যাইহোক, এটি একটি ভিত্তিহীন কথা।

 

 

advertisement