সফর ১৪২৮   ||   মার্চ ২০০৭

একটি ভুল কর্মপদ্ধতি
হিসনে হাসীন কি খতম বা অজীফা আকারে পড়ার কিতাব?

হিসনে হাসীন মুহাদ্দিস ইবনুল জাযারী (মৃত্যু ৮৩২ হিজরী) এর একটি প্রসিদ্ধ কিতাব, যে কিতাবে তিনি বিভিন্ন সময়ে ও বিভিন্ন অবস্থায় পঠিতব্য মাসূর দুআগুলো হাদীস গ্রন্থসমূহ থেকে সংকলন করেছেন। এ কিতাবের পঞ্চম অধ্যায়ে তার ওই দুআগুলো সংকলন করেছেন যা কোনো বিশেষ অবস্থা বা বিশেষ সময়ের সঙ্গে সংযুক্ত নয়। এটি কোনো অজীফার পুস্তকও নয় আর মুসীবত কিংবা বিশেষ উদ্দেশ্যে খতম করার কিতাবও নয়। আফসোসের বিষয় হল, খুব কম সংখ্যক লোকই কিতাবটির মূল উপকার হাসিল করে। অর্থাৎ এই কিতাবে উল্লেখিত দুআগুলো মুখস্থ করে কিংবা দেখে দেখে যে সময়ে যে দুআ পড়া উচিত তা পড়ে। অধিকাংশ মানুষ এ কিতাবটিকে শুধু মুসীবতের সময় খতম করানোর কিতাব মনে করে। আর যারা একে গুরুত্বের সঙ্গে পড়ে থাকেন তাদের মধ্যেও অনেকে কিতাবটিকে অজীফা আকারে প্রতিদিন এক মঞ্জিল করে পড়ে থাকেন। প্রত্যেক যিকির ও দুআ, যা বিশেষ সময়ে বা বিশেষ অবস্থায় পড়া কাম্য ছিল তার ব্যাপারে যত্নবান হতে সাধারণত দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এর তাওফীক দান করুন।

হিসনে হাসীনের উর্দূভাষায় অনুদিত একটি সংষ্করণ আমাদের উস্তাদে মুহতারাম হযরত মাওলানা ইদরীস রহ. (মৃত্যু ১৪০৯ হিজরী) কতৃক সংকলিত হয়েছে। এই সংকলনটি বাংলাভাষায় অনুবাদ হওয়া প্রয়োজন। সংকলনটির উপস্থাপনা থেকেই এই দুআগুলো হাদীসের শিক্ষা অনুসারে পড়ার আগ্রহ সৃষ্টি হয়।

 

 

advertisement