যিলকদ ১৪৩১   ||   নভেম্বর - ২০১০

একটি শব্দের অর্থহীন প্রয়োগ: ‘রূহ’ বা ‘বিদেহী আত্মা’র মাগফিরাত কামনা

মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দুআর ক্ষেত্রে মরহুমের রূহ কিংবা বিদেহী আত্মার মাগফিরাত কামনাজাতীয় শব্দ ব্যবহারের প্রচলন আছে।

মরহুমের জন্য মাগফিরাতের দুআ করা একটি নেক আমল। হাদীস শরীফে এ আমলের তারগীব দেওয়া হয়েছে এবং এ প্রসঙ্গে অনেক মাসনূন দুআও হাদীস শরীফে বর্ণিত হয়েছে। অতএব মরহুমের জন্য মাগফিরাতের দুআ করা উচিত। কিন্তু বিষয়টিকে মরহুমের রূহ বা বিদেহী আত্মার সাথে যুক্ত করার কী অর্থ?

মাগফিরাত কামনার অর্থ হল, আল্লাহ যেন তার গুনাহখাতামাফ করে দেন, এই দুআ করা। গুনাহ যেমন মানুষের আভ্যন-রীণ নফসদ্বারা হয় তেমনি বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারাও হয়। তদ্রূপ আল্লাহ তাআলা না করুন-দুনিয়ার এইসব গুনাহখাতার জন্য যদি আখিরাতের আযাব ভোগ করতে হয় তাহলে রূহ যেমন তা ভোগ করবে তেমনি দেহও যে অবস্থায়ই থাকুক না কেন, তা ভোগ করবে। এটিই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। একইভাবে নেয়ামত, সুখ-শান্তি ও দেহ-আত্মা উভয়ই ভোগ করবে। তাই দেহকে বাদ দিয়ে শুধু রূহের জন্য মাগফিরাত প্রার্থনার কোনো অর্থ হয় না। 

 

advertisement