মুহাররম ১৪৩৯   ||   অক্টোবর ২০১৭

একটি অসচেতনতা
নিঃশব্দে কেরাত কি দ্রুত পড়াই নিয়ম!

কিছু মানুষকে দেখা যায়, নামাযে যখন নিঃশব্দে তিলাওয়াত করেন তো খুব দ্রুত পড়েন। যেন নিঃশব্দে তিলাওয়াতের সময় দ্রুত পড়াই নিয়ম। অথচ সশব্দে হোক বা নিঃশব্দে সর্বাবস্থায় তারতীলের সাথে পড়াই কাম্য।

হাঁ, এটা ঠিক যে, নিঃশব্দে তিলাওয়াতটা সশব্দে তিলাওয়াতের মত হয় না; এর চেয়ে গতি একটু বেশি থাকে। কিন্তু এর অর্থ হড়হড় করে পড়ে যাওয়া নয়। বরং নিঃশব্দে তিলাওয়াতের ক্ষেত্রেও তারতীল রক্ষা করে মদ-গুন্নাহ-মাখরাজ আদায় করে তিলাওয়াত করা উচিত।  তিলাওয়াতের এতটুকু মান রক্ষা করা তো অবশ্যই জরুরি যে, সহীহ-শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট-জিহ্বার নড়াচড়া দেখা যাবে।

ইতিপূর্বে নামাযে মনে মনে কুরআন পড়াশিরোনামে আরেকটি ভুল আমলের কথাও এ বিভাগে লেখা হয়েছে যে, নিঃশব্দে কেরাত পড়াকে অনেকে মনে মনে পড়াধারণা করেন। এটিও একটি ভুল ধারণা। নিঃশব্দে বা নিচু আওয়াযে  পড়া আর মনে মনে পড়া এক বিষয় নয়। এ বিষয়েও সতর্কতা কাম্য।

 

 

advertisement