মুহাররম ১৪২৯   ||   জানুয়ারি ২০০৮

আলকাউসার আমার সাথী

প্রথমে আমি আলকাউসার-এর সাথে ততটা পরিচিত ছিলাম না বর্তমানে যতটা আছি। পরিচয়টা হল তখন, যখন মাদরাসার মুহতামিম সাহেবের সাথে ২০০৫ সালের শেষ মাসে আমি ঢাকা তাঁতী বাজার মাদরাসার হযরত মাওলানা হাবীবুর রহমান খান সাহেবের খেদমতে আসি। আলাপ শেষ হওয়ার পর ফেরার সময় তিনি আমাদের দুজনকে ডিসেম্বর মাসের দুটি মাসিক আলকাউসারসহ অন্য দুটি বই দিলেন। আলকাউসার-এর প্রচ্ছদ দেখেই পত্রিকাটির প্রতি আকর্ষণ অনুভব করছিলাম। রাস্তায় গাড়িতে বসেই অনেক দূর পড়লাম। আমি যদিও মাসিক রহমত, মাসিক আদর্শ নারী ও মাসিক কওমী কণ্ঠের পাঠক ছিলাম এবার আল কাউসার পড়ে তারও ভক্ত হয়ে গেলাম। এবং পরের মাস থেকে তাদের সাথে আলকাউসারকেও সাথী করে নিলাম। মুফতী সাহেব হুজুরের মাধ্যমে যেহেতু আমার প্রিয় সাথী আলকাউসার-এর সঙ্গে পরিচয় হল, তাই যখনই আলকাউসার আমার দৃষ্টি গোচর হয় মনের অজান্তেই হুজুরের জন্য মুখ থেকে বেরিয়ে আসে- জাযাহুল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মাও. জাহাঙ্গীর আলম মায়মূন

কাশিনাথ পুর, ধোবাউড়া, ময়মনসিংহ

 

 

advertisement