রজব ১৪৪১   ||   মার্চ ২০২০

৬ জুমাদাল আখিরাহ ১৪৪১ হিজরী, ০১-০২-২০২০ ঈ. রবিবার

এশার পরের দুআর মজলিসে দৈনিক যে  দুআগুলো পড়া হয় সেগুলোর পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে দুআয়ে ইউনুসের আমল।

ছাত্রসংখ্যা হিসাবে এভাবে তরতীব করা হয়েছে যে, দৈনিক প্রত্যেকে ৩০০ বার করে পড়বে। তাহলে আট দিনে সোয়ালক্ষ বার পূর্ণ হবে।

এ আমলের লক্ষ্য হল, মারকাযুদ দাওয়াহ্র বিভিন্ন প্রয়োজন ও সমস্যার সমাধান রুজু ইলাল্লাহ তথা আল্লাহ্র দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে করা।

আমীনুত তালীম হুযূর বলেন, দুআয়ে-ইউনুস হল নবীর দুআ, যা কুরআনে কারীমে বর্ণিত হয়েছে। এ দুআয় একসাথে তাওহীদের ঘোষণা, তাসবীহ, তাওবা, রুজু ইলাল্লাহ, ইনাবত- এ সবগুলো রয়েছে। নিজেদেরকে আল্লাহ্র হাওয়ালা করার জন্য, নিজেদের সমস্যা, প্রয়োজন আল্লাহ্র কাছে পেশ করার জন্য, আল্লাহ্র সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক ফলপ্রসূ দুআ এটি।

এ অযীফার শব্দ তো মাসূর তথা কুরআন-হাদীসে বর্ণিত হয়েছে কিন্তু সংখ্যা ও পদ্ধতি মাসূর নয়; বরং এক্ষেত্রে বিভিন্ন জায়েয পন্থা থেকে অভিজ্ঞতার ভিত্তিতে একটি পন্থা গ্রহণ করা হয়েছে। সে সংখ্যা বা পদ্ধতি সুন্নত নয়, মুস্তাহাবও নয়; মুবাহ মাত্র। আমাদের উদ্দেশ্য হল, আল্লাহ্র দিকে রুজু করা এবং তাঁর কাছে নিজেদের সমস্যা ও প্রয়োজনগুলো পেশ করা।

 

 

advertisement