জুমাদাল আখিরাহ-রজব ১৪৪০   ||   মার্চ ২০১৯

একটি গর্হিত আমল

যাকাত থেকে বাঁচার জন্য নাবালেগ সন্তানকে মালিক বানিয়ে দেয়া!

কোনো কোনো মানুষ সম্পর্কে শোনা যায়, তারা যাকাত থেকে বাঁচার জন্য না-বালেগ সন্তানদেরকে সম্পদের মালিক বানিয়ে দেয়। এটি একটি গর্হিত আমল ও কঠিন কবীরা গুনাহ।

যাকাত ইসলামের অন্যতম প্রধান রোকন। যাকাত সম্পদের হক। কারো কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকার পরও যাকাত আদায় না করা বা আদায় না করার জন্য হীলা-বাহানা অবলম্বন করা নিন্দনীয় ও অত্যন্ত গর্হিত কাজ। শরীয়তের দৃষ্টিতে তা সম্পূর্ণ নাজায়েয এবং আল্লাহকে ধোঁকা দেয়ার শামিল।

সম্পদ আল্লাহ তাআলার দান। পৃথিবীতে কেউই সম্পদ নিয়ে আসে না; আল্লাহ দান করেন। সুতরাং আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর হুকুম আদায়ে ব্যয় করতে কার্পণ্য করা উচিত নয়। মুমিন আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর হুকুমে ব্যয় করতে কার্পণ্য করে না।

সূরা বাকারার শুরুতে মুমিনের এ গুণ বর্ণনা করা হয়েছে-

وَ مِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ.

এবং আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে। (আয়াত : ৩)

আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَ لَا یَحْسَبَنَّ الَّذِیْنَ یَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَیْرًا لَّهُمْ،  بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ،  سَیُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ یَوْمَ الْقِیٰمَةِ،  وَ لِلهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ،  وَ اللهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ .

আর আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল- এটা যেন তারা কিছুতেই মনে না করে। না, এটা তাদের জন্য অমঙ্গল। যাতে তারা কৃপণতা করবে, কিয়ামতের দিন তা তাদের গলায় বেড়ি হবে। আসমান-যমীনের স্বত্বাধিকার একমাত্র আল্লাহরই। তোমরা যা কর আল্লাহ তা বিশেষভাবে অবহিত। -সূরা আলে ইমরান (৩) : ১৮০

সুতরাং আমরা যাকাত আদায়ে অবহেলা করব না বা যাকাত থেকে বাঁচার জন্য হীলা-বাহানা অবলম্বন করব না।

হাঁ, সন্তানকে যদি সম্পদ দিতে হয় দিব, কিন্তু তা যাকাত থেকে বাঁচার হীলা-বাহানা হিসেবে নয়। আর একথা মনে রাখা চাই যে, যাকাতের ভয়ে সন্তানকে নামেমাত্র মালিক বানালেও যাকাত মাফ হবে না। (রদ্দুল মুহতার ২/২৮৪)

আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আল্লাহর দেয়া সম্পদের শোকরগোযারি ও যথাযথ হক আদায় করার তাওফীক দান করুন- আমীন।

 

 

advertisement