রবিউল আউয়াল ১৪৩৯   ||   ডিসেম্বর ২০১৭

আলো দিল লাঠি!

আবু উবাইদুল্লাহ হাম্মাদ

তোমরা কি কখনো শুনেছ, লাঠি আলো দেয়! হাঁ, মূসা আলাইহিস সালামের লাঠির কথা হয়ত শুনেছ- আল্লাহর হুকুমে তা সাপ হয়ে গিয়েছিল। মস্ত বড় সাপ, যা দেখে মূসা আ. নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। আসলে লাঠির তো সাপ হওয়ার কোনো ক্ষমতা নেই। সে আল্লাহর হুকুমের অনুগামী। আল্লাহ সাপ হতে বলেছেন, তাই তা সাপ হয়ে গেছে; আবার লাঠি হয়ে গেছে। তেমনি একটি ঘটনা আজ তোমাদের শোনাব। লাঠি আলো দেয়ার ঘটনা। তুমি বলতে পারো, লাঠি আবার আলো দেয় নাকি? হাঁ, আল্লাহর হুকুমে লাঠি যেমন সাপে পরিণত হতে পারে তেমনি আলোও দিতে পারে। আল্লাহ যদি চান তাহলে লাঠি কেন; মাটি, পাথর বা যে কেনো জিনিষ আলো দিতে পারে; তেমনি আল্লাহ চাইলে একটি লাঠিও আলো দিতে পারে। তো চলো শোনা যাক লাঠি আলো দেয়ার ঘটনা- নবীজীর প্রিয় সাহাবী আনাস রা. বলেন, একবার এক ভীষণ অন্ধকার রাতে উসাইদ ইবনে হুযাইর রা. এবং আব্বাদ ইবনে বিশ্র রা. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। যখন তাঁরা কাজ শেষে বাড়ির দিকে রওয়ানা দিলেন, তখন ঘটল আজব এ ঘটনা। তাঁদের দুজনের একজনের হাতের লাঠি আলো দেয়া শুরু করল। সে আলোতে তাঁরা পথ চলতে লাগলেন। তাঁরা একসাথে চলছিলেন। এক পর্যায়ে আলাদা হয়ে গেলেন এবং নিজ নিজ বাড়ির দিকে রওয়ানা হলেন। এতক্ষণ একজনের লাঠি থেকে আলো বের হচ্ছিল, কিন্তু যখন তাঁরা আলাদা হয়ে গেলেন তখন উভয়ের লাঠি আলো দিতে লাগল। আল্লাহর কুদরতি সেই আলোতে তাঁরা নিজ নিজ বাড়িতে পৌঁছলেন। (দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ১২৯৮০; মুসতাদরাকে হাকেম, হাদীস ৫২৬১)

 

 

advertisement