যিলহজ্ব ১৪৩৭   ||   সেপ্টেম্বর ২০১৬

একটি অমূলক ধারণা : পিতলের তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা কি নিষেধ?

কারো কারো ধারণা, পিতলের, তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা নিষেধ। তাদের এ ধারণা ঠিক নয়। স্বর্ণ-রূপার পাত্র ব্যবহার করা নিষেধ কিন্তু পিতলের প্লেট, গ্লাস বা যে কোনো পাত্র ব্যবহার করতে কোনো অসুবিধে নেই।

হাদীস শরীফে এসেছে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় পাত্রে ওযু করেছেন। সুতরাং পিতলের প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহারে কোনো বাধা নেই। -সহীহ বুখারী ১/৩২, হাদীস ১৯৭; রদ্দুল মুহতার ৬/৩৪১

 

 

 

 

advertisement