রবিউল আউয়াল ১৪৩১   ||   মার্চ ২০১০

এটি হাদীস নয় - দুনিয়ার কাছে আল্লাহ ওহী প্রেরণ করেছেন, (দুনিয়া!) যে আমার সেবা করে, তুমি তার সেবা কর আর যে তোমার সেবা করে তাকে কষ্ট দাও।

أوحى الله إلى الدنيا أخدمي من خدمك، واتعى من خدمك দুনিয়ার কাছে আল্লাহ ওহী প্রেরণ করেছেন, (দুনিয়া!) যে আমার সেবা করে, তুমি তার সেবা কর আর যে তোমার সেবা করে তাকে কষ্ট দাও। দুনিয়া-বিমুখতা ও আখিরাতের জীবনের প্রতি উদ্ধুদ্ধ করতে গিয়ে কোনো কোনো মানুষ এই কথা বলে থাকেন যে, হাদীসে কুদসীতে আছে, নবীজী বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার কাছে এই মর্মে বার্তা প্রেরণ করেছেন যে, হে দুনিয়া! যে ব্যক্তি আমার সেবা করে, তুমিও তার সেবা কর। আর যে ব্যক্তি তোমার সেবা করে (অর্থাৎ দুনিয়ার পেছনে পড়ে থাকে) তুমি তাকে কষ্ট দাও।’ এটি হাদীস নয়। কারণ এর সূত্রের মধ্যে ‘হুসাইন বিন দাউদ বালাখী’ নামক একজন রাবী রয়েছে, যে হাদীস জাল-করণের অভিযোগে অভিযুক্ত। ( দেখুন : আলমুগনী ১/২৫৩; তানযীহুশ শরীয়াহ ১/৫২) তাই খতীবে বাগদাদী রাহ. ‘‘তারীখে বাগদাদ’’ গ্রন্থে (৮/৪৪) এই রেওয়ায়েত সম্পর্কে বলেন, تفرد بروايته الحسين ع ن الفضيل وهو موضوع অন্যান্য হাদীস বিশারদও তার সঙ্গে একমত। দেখুন, ইবনুল জাওযী, আল-মাওযূআত ২/৩২৩; শাওকানী, আল-ফাওয়াইদুল মাজমূআ ২৩৮ আরো দেখা যায় : আল-লাআলী ২/৩২১; তানযীহুশ শরীয়াহ ২/৩০৩ তবে উল্লেখ্য যে, দুনিয়ার আসক্তি ও ভালবাসা ত্যাগ করা, দুনিয়ায় বসবাস করেও দুনিয়া-বিমুখতা আর আখেরাতের অফুরন্ত জীবনের ভালবাসা ও তার জন্য প্রস্তুতি গ্রহণের উপর উদ্বুদ্ধকারী কুরআন মজীদের অজস্র আয়াত আর অসংখ্য সহীহ হাদীস তো রয়েছেই, যা একজন মুমিনের জন্য যথেষ্ট। এরপরও এমন ভিত্তিহীন কোনো বর্ণনার পেছনে পড়ে থাকার কোনো অর্থ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিভ্রান্তি থেকে রক্ষা করুন। আমীন।

 

advertisement