মুহাররম ১৪৩০   ||   জানুয়ারী ২০০৯

ক্ষমতার পট-পরিবর্তন : আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যাকে চান ক্ষমতাহীন করেন

ডিসেম্বর ০৮-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল আসনের ব্যবধানে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। খুব শীঘ্রই দেশ পরিচালনার ভার তাদের হাতে অর্পিত হতে যাচ্ছে। ক্ষমতার পট পরিবর্তনের বিষয়টা অস্বাভাবিক নয়, খুবই স্বাভাবিক। এর পিছনে বাহ্যিক অনেক কার্যকারণ থাকে। কিন্তু আমরা বিশ্বাস করি যে, সকল বাহ্যিক কার্যকারণেরও পিছনে ক্রিয়াশীল মহান আল্লাহর ফয়সালা। কুরআন মজীদে ইরশাদ হয়েছে-

قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِی الْمُلْكَ مَنْ تَشَآءُ وَ تَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ؗ وَ تُعِزُّ مَنْ تَشَآءُ وَ تُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِیَدِكَ الْخَیْرُ ؕ اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ۝۲۶

বল, হে আল্লাহ, সারাজাহানের অধিপতি তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। (সূরা আলে ইমরান ২৬)

যারা দেশ পরিচালনার ভার হাতে নিবেন তারা দেশ ও জনগণের অভিভাবক। অভিভাবকসূলভ দায়িত্ব ও মমতার সঙ্গে তারা দেশ পরিচালনা করবেন-এটাই কাম্য।

সৎ ও খোদাভীরু শাসকদের সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,

اَلَّذِیْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِی الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ وَ اَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَ نَهَوْا عَنِ الْمُنْكَرِ ؕ وَ لِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ۝۴۱

 তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান করলে তারা নামায কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই অধিকারে। (সূরা হজ্ব ৪১)

আমরা আশা করতে চাই, নির্বাচিত সরকার দেশের জনগণের বিশ্বাস ও অনুভূতির মর্যাদা দিবেন এবং অভিভাবকসূলভ মমতার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

 


 

 

advertisement