রবিউল আখির ১৪৩৩ || মার্চ-২০১২

ইবনে সাইর - ইসলামপুর রোড, নওগা

প্রশ্ন

 

আমি আপনার পরামর্শ অনুযায়ী উসূলে হাদীসের কিতাব নুখবাতুল ফিকারের (হাফেয ইবনে হাজার রাহ. (মৃত্যু : ৮৫২ হি.) সাথে তাদরীবুর রাবী (জালালুদ্দীন সুয়ূতী রাহ. (মৃত্যু : ৯১১ হি.) মুতালাআয় রেখেছি। আলহামদুলিল্লাহ, অনেক ইস্তিফাদা করছি। বারাকাল্লাহু ফী হায়াতিকা ওয়া ইলমিকা। ইবনে হাজার রাহ. তাঁর কিতাবে যে আততাকসীমুস সাবয়ী করেছেন সে সম্পর্কে হযরতের মন্তব্য জানতে চাই।

খ) সন্ত্রাস দমনে ইসলাম-এ বিষয়ে কোন আরবী কিতাব থেকে আমরা মাওয়াদ সংগ্রহ করতে পারি? বাংলা ভাষায় লিখিত কোনো নির্ভরযোগ্য কিতাব থাকলে তাও জানতে চাই। একটি ফিহরিস্ত জানালে চিরকৃতজ্ঞ থাকব।

 

 

উত্তর

ক) তাকসীমে সাবয়ী বিষয়ে আপনি তাওযীহুন নাযার-এর হাশিয়া এবং ছালাছু রাসাইল ফী মুসতালাহিল হাদীছ-এর হাশিয়াগুলো মুতালাআ করুন। আর সংক্ষিপ্ত চাইলে ফতহুল কাদীরের বাবুন নাওয়াফিল ও বাবুল ঈলা মুতালাআ করতে পারেন।

খ) ইচ্ছা করলে আপনি নিজেও এ বিষয়ে মাওয়াদ জমা করতে পারেন। জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তালীম, তাযকিয়া, দাওয়াত ইত্যাদি বিষয়ে আয়াত-হাদীস ও সালাফের ঘটনাবলী অধ্যয়ন করুন। হুকুকুল ইবাদ ও হুকুকুল খালক সংক্রান্ত আয়াত-হাদীস জমা করুন। এগুলোই তো মাওয়াদ

তিলাওয়াতের সময় প্রাসঙ্গিক আয়াতগুলো নোট করুন এবং তাফসীরের কিতাব মুতালাআ করুন। এভাবে হাদীস-সীরাত ও হায়াতুস সাহাবার কোনো কিতাব মুতালাআয় রাখুন। ড. খলীল ইবনে ইবরাহীম মোল্লা খাতির রাহ.-এর এ দুটি কিতাবও পাঠ করতে পারেন-

الرحمة المهداة صلى الله عليه وسلم

رحمة النبي الكريم صلى الله عليه وسلم بالكفار


এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন