সফর-১৪৩৩ || জানুয়ারি-২০১২

মুহাম্মাদ তারিফুজ্জামান - জামিয়া মুহিউসসুন্নাহ মাদরাসা বাঘারপাড়া, যশোর

প্রশ্ন

 

মুহতারাম মুহাদ্দিস সাহেব হজুর দামাত বারাকাতুহুম। আশা করি, আপনি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। হুজুরের নিকট নিম্নলিখিত প্রশ্নের সমাধান দেওয়ার বিনীত আবেদন রইল।

প্রশ্ন : ক) হযরত আশরাফ আলী থানভী রাহ. তাঁর তালীম-তরবিয়তের তরীকা নামক কিতাবে বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আজকাল তালীমের জন্য তো লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় এবং এজন্য বহু সময়ও ব্যয় করা হয়, কিন্তু সোহবতে সালেহর জন্য কেউ একটি মাসও দেয় না। তাই জানার বিষয় হল, ছাত্রজীবনে আল্লাহ ওয়ালাদের কাছে মুরীদ হওয়া কি জরুরি? 

প্রশ্ন : খ)  হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রাহ.-এর জীবনী সম্পর্কে জানতে হলে সঠিক তথ্যনির্ভর কোন কিতাব অধ্যয়ন করতে পারি?  


 

উত্তর

 

এতটুকু ইহসান তো করেছেন যে, আপনি শুধু মুহাদ্দিস লিখেছেন, মুফতী লেখেননি। প্রিয় ভাই! উপাধি প্রয়োগের বিষয়ে আমাদের সাবধান হওয়া জরুরি। বাস্তবেই যিনি কোনো উপাধির যোগ্য তাকেও যদি ঐ উপাধি দ্বারা সম্বোধন না করা হয় তাহলেও তো ক্ষতি নেই। তাই ভারী উপাধিগুলো খুব কম ব্যবহার করা উচিত। 

আমার এমনিতেও উপাধি পছন্দ নয়, বিশেষত মুফতীর মতো ভারী ও দায়িত্বপূর্ণ উপাধি। কেউ যদি সুধারণার কারণে আমাকে এসব উপাধির যোগ্যও মনে করেন তবু কি আমার অপছন্দের দিকটি সদয় বিবেচনা করে আমার সম্পর্কে এসব উপাধি প্রয়োগ করা থেকে বিরত থাকতে পারেন না? আল্লাহ তাআলা এমন লোকদেরকে আমার পক্ষ থেকে জাযায়ে খায়র দান করুন। আমীন।  

আপনার প্রশ্নের সমাধান নিচে দেওয়া হল।

ক) আপনি হযরত থানভী রাহ.-এর যে কথা উদ্ধৃত করেছেন তাতে তো মুরীদ হওয়ার কথা নেই, আছে সোহবতের কথা। আপনি এখন থেকেই তালীমী মুরববীর পরামর্শক্রমে কোনো মুত্তাবিয়ে সুন্নত মুসলিহের সাথে সম্পর্ক স্থাপন করুন এবং মাঝে মাঝে তার সোহবতে বসুন, তার কাছে যান। অন্যথায় নিজ তালীমী মুরববীর সোহবতেই প্রতিদিন পাঁচ মিনিট হলেও সময় কাটাতে থাকুন।  

খ) হযরত আবুল হাসান নদভী রাহ.-এর কিতাব তারীখে দাওয়াত ওয়া আযীমত ও হাকীমুল উম্মত থানভী রাহ.-এর আসসুন্নাতুল জালিয়্যাহ ফিল চিশতিয়্যাতিল আলিয়্যাহ কিতাব দুটি অধ্যয়ন করুন। দ্বিতীয় কিতাবটি জীবনী-গ্রন্থ নয়, তবে অতি উপকারী হবে ইনশাআল্লাহ।

আপনি অন্য একটি চিঠিতে তাফসীরে তাওযীহুল কুরআনের মাকাম সম্পর্কে জানতে চেয়েছেন। জানি না, আপনি কিতাবের শুরুতে হযরত মুসান্নিফের ভূমিকাটি পড়েছেন কি না। প্রথম ও তৃতীয় খন্ডে আরো কয়েকটি ভূমিকা আছে। ঐ ভূমিকাগুলো পড়ে নিলে সম্ভবত এই প্রশ্ন জাগত না। 

 

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন