মুহাররম ১৪৩০ || জানুয়ারী ২০০৯

মুহাম্মাদ মুঈনুদ্দীন খান - মাদারীপুর

প্রশ্ন

সালাম বাদ আরয এই যে, আমি কাফিয়া জামাতের এক নগণ্য ছাত্র। বড়দের মুখে শুনি, প্রতিদিন একটি করে আরবী শব্দ অভিধান দেখে তাহকীক করবে। এতে আরবী শব্দভান্ডার সমৃদ্ধ হবে এবং আরবী ভাষায় দক্ষতা অর্জন হবে। তাই আমি প্রতিদিন অভিধান নিয়ে বসি। কিন্তু এত শব্দের ভিতরে কোনটা রেখে কোনটা তাহকীক করব ভেবে পাই না। তাই হুজুরের নিকট আরয, বহুল ব্যবহৃত অর্থাৎ কুরআন-হাদীসে যে শব্দগুলো সাধারণত পাওয়া যায় এমন তিরিশটি করে শব্দ প্রতিমাসে পর্যায়ক্রমে মাসিক আলকাউসারে উল্লেখ করলে ভালো হত।


 


উত্তর

আপনি হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী রচিত লুগাতুল কুরআন সংগ্রহ করুন। এটা যেমন কুরআনের অভিধান তেমনি কুরআনী শব্দমালার সূচিও বটে। এই গ্রন্থের সাহায্যে কুরআনের বহুল ব্যবহৃত শব্দগুলোও চিহ্নিত করা সম্ভব হবে।

এই সংখ্যার অন্যান্য শিক্ষা পরামর্শসমূহ পড়ুন