মুহাম্মাদ যোবায়ের আহমদ - জামিয়া হুসাইনিয়া আরাবিয়া, নারায়ণগঞ্জ

প্রশ্ন

আমি মিশকাত জামাতের ছাত্র। আলকাউসারের নিয়মিত পাঠক। আলকাউসারে দেওয়া হযরতের পরামর্শে অনেক উপকৃত হই। দুআ করি, তালেবানে ইলমের জন্য আল্লাহ তাআলা হযরতকে সার্বক্ষণিক সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন। হযরতের নিকট নিচের শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং এ মনীষীদের পূর্ণ পরিচয় মাযহাবসহ জানতে চাই।

شمني، التوربشتي، الطيبي، الخطابي، البغوي.

 


উত্তর

উপরোক্ত নামগুলোর যব্ত নিম্নরূপ :

১. الشُّمُنِّيُّ (তাকী উদ্দীন আশশুমুন্নী।) তিনি হানাফী ছিলেন।

২.   التُّوْرْبِشْتِيُّ তিনিও হানাফী।

৩. الخَطَّابِيُّ

৪. البَغَوِيُّ

৫. الطِّبِيُّ.

শেষোক্ত তিনজন শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন।

এ সকল মনীষীর সংক্ষিপ্ত পরিচিতি উদ্ধৃতিসহ লিখে আপনি আলকাউসারের পাঠকবৃন্দকে উপকৃত করুন। কার জীবনী কীভাবে খুঁজতে হয় তা জানার জন্য আলমাদখাল ইলা উলূমিল হাদীসিশ শরীফ দেখতে পারেন।

শেয়ার লিংক

মুহাম্মাদ যাইনুল আবেদীন - সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

প্রশ্ন

হযরতের সুস্থতা কামনা করছি। এরপর আরয এই যে-

(ক) আল্লামা তীবী রাহ. কি ছাহেবে মিশকাত-এর উস্তাদ ছিলেন?


(খ) শরহুস সুন্নাহ কিতাবটি সম্পর্কে বিস্তারিত জানালে উপকৃত হব।


উত্তর

(ক) আল্লামা তীবী রাহ. ছাহেবে মিশকাতের উস্তাদ ছিলেন।

البضاعة المزجاة لمن يطالع المرقاة، الكاشف عن حقائق السنن.

এর শুরুতে যে ভূমিকা আছে তাতে তাদের দুজনের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।

(খ) শরহুস সুন্নাহ হচ্ছে মাসাবীহুস সুন্নাহ-এর সংকলক মুহিউস সুন্নাহ আলবগভী রাহ.-এর কিতাব। কিতাবটি মুদ্রিত ও সহজলভ্য। ঢাকাতেই এ কিতাবের অনেক নুসখা আপনি পাবেন। আপনি নিজেই তা মুতালাআ করুন এবং মুহাক্কিকের ভূমিকার সহায়তা নিন।

 

শেয়ার লিংক

হাবীবুর রহমান - সাতক্ষীরা

প্রশ্ন

আপনি আলকাউসারের শিক্ষার্থীদের পাতায় একবার আদাব সম্পর্কে লিখতে শুরু করেছিলেন। এটা জারি থাকা দরকার। আমি হাদীস ও আছারের আলোকে আদাবে ইসলামিয়াহ বিষয়ে মুতালাআ করতে চাই। কিছু কিতাবের নাম লিখে দিন। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।


উত্তর

আলআদাবুল মুফরাদ ইমাম বুখারী, মুসান্নাফ ইবনে আবী শাইবার সংশ্লিষ্ট অধ্যায়গুলো, আলআদাবুশ শারইয়্যাহ, ইবনে মুফলিহ, আলমুহাযযাব মিন ইহইয়াই উলূমিদ্দীন, ছালিহ আহমদ শামী ও হায়াতুস সাহাবা ইত্যাদি কিতাবের যে কোনোটি মুতালাআ করতে পারেন। 

শেয়ার লিংক

নূর মুহাম্মাদ - শাহরাস্তি, চাদপুর

প্রশ্ন

মুখতাসারুল কারখী এবং মুখতাসারুত তহাবীর নাম শুনেছি। এই কিতাব দুটি কোথায় পেতে পারি। এগুলোর ভালো কোনো শরহ থাকলে জানানোর আবেদন করছি। কোনো কোনো কিতাবে যে শরহুত তহাবীর হাওয়ালা আসে এটি কোন কিতাব?


উত্তর

যদ্দুর জানি, মুখতাসারুল কারখী এখনো পান্ডুলিপি আকারে আছে। এর উপর ইমাম কুদূরী রাহ.-এর দলিলপ্রমাণের আলোচনা বিশিষ্ট ভালো শরহ আছে, যার পান্ডুলিপি বা পান্ডুলিপির ফটোকপি লাজনাতু ইহইয়াইল মাআরিফিন নুমানিয়া, হায়দরাবাদ দকন-এ সংরক্ষিত আছে।

মুখতাসারুত তহাবী তো অনেক দিন আগে মাওলানা আবুল ওয়াফা আফগানী রাহ.-এর তাহকীক-সম্পাদনায় মিসর থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছে। এর ফটোমুদ্রণ এখন পাওয়া যায়। ঢাকায়ও কখনো কখনো পাওয়া যায়।

এর শানদার শরহ, যা আবু বকর আলজাসসাস রাহ. (৩৭০ হি.) কৃত, বৈরুত থেকে আট জিলদে প্রকাশিত হয়েছে। নাম-শরহু মুখতাসারিত তহাবী, তাহকীক-সাইদ বকদাওয়াশ ও তাঁর সঙ্গীবৃন্দ। 

শেয়ার লিংক

আমীনুল হক - পাবনা

প্রশ্ন

আমার কাছে আলহিযবুল আযম, মোল্লা আলী কারীর একটি নুসখা আছে, কিন্তু এর কোনো দুয়ায় হাওয়ালা নেই। এই দুআগুলোর হাওয়ালা কোথায় পাব? এই কিতাবের সব দুআর সনদ কি সহীহ?

 

উত্তর

মোল্লা আলী কারী রাহ. নিজের মাসাদির ও মারাজি সম্পর্কে বলেছেন। যেমন,আলহিসনুল হাসীন ইবনুল জাযারী; আলআযকার নববী এবং আলকালিমুত তাইয়িবজালালুদ্দীন সুয়ূতী ইত্যাদি।

এই কিতাবগুলোতে প্রায় সকল দুআর হাওয়ালা পেয়ে যাবেন। ওখানে হাদীসের যে কিতাবগুলোর হাওয়ালা দেওয়া আছে তা খুলে দেখলে ঐ হাদীসগুলোও সনদসহ পেয়ে যাবেন যাতে এই দুআগুলো বর্ণিত হয়েছে। এ হাদীসগুলোর অধিকাংশই সহীহ বা হাসান।

উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আবদুর রশীদ নুমানী রাহ. ফাতহুল আআযযিল আকরাম নামে আলহিযবুল আযমের তাখরীজ লিখেছেন, যা জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরী টাউন-এর মজলিসুদ দাওয়াহ ওয়াত তাহকীক থেকে প্রকাশিত হয়েছে।

শেয়ার লিংক