রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

নূরে আলম - বরুনা, শ্রীমঙ্গল

৫৮৯২. প্রশ্ন

আমরা দুই ভাই। আমাদের মা প্রায় চার বছর পূর্বে ইন্তেকাল করেন। তারপর আমাদের পিতা পুনরায় বিবাহ করেন। গত মাসে আমাদের পিতা ইন্তেকাল করেন। এখন আমাদের সৎ মা ছয় মাসের অন্তঃসত্ত্বা। আব্বা ইন্তেকালের পূর্বে তার গর্ভস্থ সন্তানের মীরাসের ব্যাপারে কিছু বলে যাননি। এখন আমাদের প্রশ্ন হল, আমাদের সৎ মায়ের গর্ভের সন্তান মীরাস পাবে কি? যদি সে মীরাস পায় তাহলে তার অংশ বাদ রেখে বাকি সম্পদ বণ্টন করা যাবে কি?

উত্তর

আপনাদের সৎ মায়ের গর্ভের সন্তান জীবিত ভূমিষ্ঠ হলে সে অবশ্যই তার পিতার মীরাস পাবে। আর বর্তমান ওয়ারিসগণ মীরাস বণ্টন করতে চাইলে মায়্যেতের একজন পুত্রের সমপরিমাণ মীরাস বাকি রেখে অবশিষ্ট মীরাস বণ্টন করতে পারবেন। পরবর্তীতে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে উক্ত অংশ তার হবে। আর কন্যা সন্তান হলে তার অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ ওয়ারিশগণের মাঝে মীরাসের নিয়মানুযায়ী বণ্টন করে নেবে। একইভাবে সন্তান মৃত জন্ম হলে সন্তানের জন্য বরাদ্দ অংশ ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৬৫৪; আলমাবসূত, সারাখসী ৩০/৫২; ফাতাওয়া সিরাজিয়া ৫৮৮; আলমুহীতুল বুরহানী ২৩/৩৮৮; আলবাহরুর রায়েক ৮/৫০৩; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৫৬

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন