রবিউল আখির ১৪৪৪ || নভেম্বর ২০২২

মুহাম্মাদ এমদাদ - খুলনা

৫৮৮০. প্রশ্ন

অধিক সওয়াবের আশায় আমাদের পরিবারের যাকাত ফিতরা সবসময় রমযান মাসেই আদায় করা হত। কিন্তু আমি সেদিন এক বইতে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন।

জানার বিষয় হল, বিগত বছরগুলোতে যে আমাদের পরিবারের সদকায়ে ফিতর রমযান মাসে অগ্রিম আদায় করা হয়েছে তা কি ঠিক হয়েছে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ঈদুল ফিতরের দিন ঈদের নামাযে বের হওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

أَنّ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النّاسِ إِلَى الصّلاَةِ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের নামায আদায়ের জন্য বের হওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করার আদেশ করেছেন। (সহীহ বুখারী, হাদীস ১৫০৯)

হাকাম রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

كَانُوا يَسْتَحِبّونَ إخْرَاجَهَا قَبْلَ الصَّلاَةِ.

তারা (সাহাবীগণ রা.) ঈদের নামাযের আগেই সদকায়ে ফিতর আদায় করা পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১০৪৩১)

তবে যদি কেউ তা রমযানে আদায় করে দেয় তাহলেও আদায় হয়ে যাবে। নাফে রাহ. বলেন-

كَانَ ابْنُ عُمَرَ يُؤَدِّيهَا قَبْلَ ذَلِكَ بِالْيَوْمِ وَالْيَوْمَيْنِ.

আবদুল্লাহ ইবনে ওমর রা. ঈদের এক-দুই দিন আগে সদকায়ে ফিতর আদায় করে দিতেন। (সুনানে আবু দাউদ, হাদীস ১৬০৬)

এবং আমের রাহ. বলেন-

إِنْ شَاءَ عَجّلَهَا، وَإِنْ شَاءَ أَخّرَهَا.

অর্থাৎ যদি কেউ সদকায়ে ফিতর অগ্রিম আদায় করতে চায় তাও পারবে। আর যদি কেউ পরে আদায় করতে চায় তাও পারবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১০৪৩১)

সুতরাং আপনাদের পরিবারের সদকায়ে ফিতর রমযানে আদায় করা ভুল হয়নি। তা আদায় করা সহীহ হয়েছে।

-আলমাবসূত, সারাখসী ৩/১০২, ১১০; ফাতাওয়া খানিয়া ১/২৩১; যাদুল ফুকাহা ১/২৪০; আলইখতিয়ার ১/৩৯১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭৫; আলবাহরুর রায়েক ২/২৫৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন