মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

উবাইদুল কাদের - জামালপুর

৫৭৮৮. প্রশ্ন

আমি একটি মোবাইলের অ্যাপ বানিয়েছি। অ্যাপটিতে বিভিন্ন ইসলামিক কিতাব, বয়ানসহ কুরআন তিলাওয়াতের ব্যবস্থা আছে। অ্যাপটিতে আমি বিজ্ঞাপনের ব্যবস্থা রেখেছি। কেউ যদি আমার অ্যাপ ব্যবহার করে তাহলে ব্যবহার করা অবস্থায় বিভিন্ন বিজ্ঞাপন তার মোবাইলে ভেসে উঠবে। এই বিজ্ঞাপনের ধরন কয়েক রকমের :

১. মিউজিকসহ ভিডিও (যেখানে ছেলে-মেয়ে উভয়ই আছে)।

২. মিউজিক ছাড়া ভিডিও (যেখানে ছেলে-মেয়ে উভয়ই আছে)।

৩. মিউজিকসহ ভিডিও (যেখানে পণ্যের বা প্রাণীর ছবি আছে)।

৪. মিউজিক ছাড়া ভিডিও (যেখানে পণ্যের বা প্রাণীর ছবি আছে)।

৫. শুধু ছবি (যেখানে ছেলে-মেয়ে উভয়ই আছে)।

৬. শুধু ছবি (যেখানে পণ্যের ছবি আছে)।

আমার অ্যাপে কখন কোন্ বিজ্ঞাপনটি দেখাবে এতে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যেকোনো সময় যেকোনো বিজ্ঞাপন আসতে পারে। চাই অ্যাপের মাধ্যমে কুরআন তিলাওয়াত করা অবস্থায় হোক বা কোনো কিতাব পড়া অবস্থায় হোক। অথবা এমনও হতে পারে, অ্যাপ থেকে বের হয়ে আসার আগ মুহূর্তে আসতে পারে এবং একের অধিকবারও আসতে পারে। এখন আমার জানার বিষয় হল :

১. এভাবে বিজ্ঞাপন দিয়ে টাকা কামাই করলে ঐ কামাই আমার জন্য হালাল হবে কি না?

২. যদি বিজ্ঞাপন আমার নিয়ন্ত্রণে থাকেও যেমন : আমি যদি বলে দিই, এমন বিজ্ঞাপন দেয়া হোক, যেখানে প্রাণীর ছবি নাই এবং বাদ্যযন্ত্রের শব্দও নাই। সেক্ষেত্রে কুরআন তিলাওয়াতরত অবস্থায় এই বিজ্ঞাপন মাঝে মাঝে দেখানোর কারণে আমি গুনাহগার হব কি না?

উত্তর

১. দ্বীনী অ্যাপে উন্মুক্ত বিজ্ঞাপনের ব্যবস্থা রাখা অন্যায় হয়েছে। কেননা এসব বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ নেই। বরং যে কোনো সময় যে কোনো বিজ্ঞাপন আসতে পারে। যার মধ্যে মিউজিক ও বেপর্দা নারীর ছবিযুক্ত ও অবৈধ বিষয় সম্বলিত বিভিন্ন নাজায়েয বিজ্ঞাপনও থাকে। এ ধরনের বিজ্ঞাপন প্রচার করা ও তা দেখা তো এমনিতেই নাজায়েয ও গুনাহের কাজ। উপরন্তু কুরআনের অ্যাপে এ ধরনের বিজ্ঞাপনের ব্যবস্থা রাখা কুরআনের আদব পরিপন্থী ও অন্যায়। কেননা এ ধরনের বিজ্ঞাপন তিলাওয়াতকারীর সামনে কুরআনের স্ক্রিনে ভেসে ওঠা খুব জঘন্য কাজ। সুতরাং উক্ত অ্যাপটি অনলাইনে চালু রাখতে হলে অবশ্যই আপনাকে আপনার অ্যাপের বিজ্ঞাপন ব্যবস্থা বন্ধ করে দিতে হবে। আর আপনার অ্যাপে যেহেতু মিউজিক ও নারীর ছবিযুক্ত এবং নাজায়েয বিষয় সম্বলিত বিভিন্ন নাজায়েয বিজ্ঞাপনও দেওয়া হয় তাই এ ধরনের বিজ্ঞাপনের বিনিময়ে অর্থ উপার্জন করা জায়েয হবে না। তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

২. যদি বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে আপনার অ্যাপে মিউজিক ও নারীর ছবিমুক্ত এবং শরীয়ত পরিপন্থী অন্যান্য বিষয়মুক্ত শুধু বৈধ বিজ্ঞাপনই যুক্ত করে থাকেন সেক্ষেত্রেও কুরআনের অ্যাপে তা দেওয়া উচিত হবে না। কেননা বৈধ বিজ্ঞাপন হলেও কুরআন তিলাওয়াত অবস্থায় মাঝে মাঝে তা চলে আসা কুরআনের আদব ও সম্মান পরিপন্থী। তাই এ ধরনের বিজ্ঞাপন যুক্ত করা থেকেও বিরত থাকতে হবে। আর একই অ্যাপে কুরআন মাজীদ ও অন্যান্য বিষয় রাখতে চাইলে সেক্ষেত্রে পুরো অ্যাপটিই বিজ্ঞাপনমুক্ত রাখা উচিত। তবে বয়ান ও ইসলামী কিতাবের মাঝে সীমিত আকারে এ ধরনের বৈধ বিজ্ঞাপন রাখতে পারবেন এবং এর বিনিময় নেওয়াও জায়েয হবে।

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন