মুহাররম ১৪৪৪ || আগস্ট ২০২২

মাহবুব আলম - ঢাকা

৫৭৭৮. প্রশ্ন

আমাদের এলাকায় একটি মসজিদের নির্মাণ কাজ প্রায় তিন বছর যাবৎ চলছে। এলাকার এক বিত্তবান লোক প্রতি বছর প্রায় সত্তর হাজার টাকা যাকাত দিয়ে থাকে। এ বছর সে তার যাকাতের অর্ধেক টাকা মসজিদের নির্মাণ কাজে দিতে চায়। এখন আমি জানতে চাচ্ছি, তার উক্ত টাকা মসজিদের নির্মাণ কাজে লাগানো যাবে কি?

উত্তর

না, যাকাতের টাকা মসজিদের নির্মাণ কাজে দেওয়া যাবে না। এর দ্বারা যাকাত আদায় হবে না। কেননা মসজিদ নির্মাণ যাকাতের নির্ধারিত খাতের অন্তর্ভুক্ত নয়। এছাড়া যাকাত আদায় হওয়ার জন্য কোনো গরীব ব্যক্তিকে উক্ত মালের মালিক বানানো জরুরি।

হযরত সুফিয়ান সাওরী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-

الرّجُلُ لَا يُعْطِي زَكَاةَ مَالِهْ مَنْ يُحْبَسُ عَلَى النّفَقَةِ مِنْ ذَوِي أَرْحَامِهِ، وَلَا يُعْطِيهَا فِي كَفَنِ مَيِّتٍ، وَلَا دَيْنِ مَيِّتٍ، وَلَا بِنَاءِ مَسْجِدٍ.

কোনো ব্যক্তি নিজের যাকাত ঐ ব্যক্তিকে দেবে না, যার খরচাদির জিম্মা তার উপর এবং মৃত ব্যক্তির কাফন ও তার ঋণ আদায়ে এবং মসজিদ নির্মাণের জন্য দেবে না। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৭১৭০)

-খিযানাতুল ফিকহ, পৃ. ৭২; তাবয়ীনুল হাকায়েক ২/৩০০; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২০৭; আলবাহরুর রায়েক ২/২৪৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪২৫

এই সংখ্যার অন্যান্য প্রশ্ন-উত্তর পড়ুন